ETV Bharat / international

কোরোনা আতঙ্ক, টয়লেট পেপার নিয়ে চম্পট! - কোরোনা

কোরোনা আতঙ্কের জেরে এবার চিনের সুপার মার্কেট থেকে টয়লেট পেপার চুরি হল ৷ হংকংয়ে একটি সুপার মার্কেট থেকে ডাকাতরা প্রায় 100টি টয়লেট পেপারের রোল চুরি করে ৷ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷

chinese robbers stole toilet paper
হংকংয়ে টয়লেট পেপার চুরি
author img

By

Published : Feb 17, 2020, 11:27 AM IST

হংকং, 17 ফেব্রুয়ারি : কোরোনার আতঙ্কে এবার টয়লেট পেপার চুরি হল চিনে ৷ আজ সকালে হংকংয়ের একটি সুপার মার্কেটে একদল সশস্ত্র ডাকাত প্রায় 100টি টয়লেট পেপার রোল নিয়ে চম্পট দেয় বেল অভিযোগ ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

কোরোনার জেরে এমনিতেই সন্ত্রস্ত চিন সহ গোটা বিশ্ব ৷ তার মধ্যেই হংকংয়ে এক নতুন সমস্যা ৷ টয়লেট পেপারের রোল নিয়ে চম্পট দিচ্ছে চোর-ডাকাতের দল ৷ বিষয়টি আপাতদৃষ্টিতে মজার মনে হলেও, চিনের বাসিন্দাদের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ৷ আজ সকালে হংকংয়ের মংককে একটি সুপার মার্কেটে একদল সশস্ত্র ডাকাত হানা দেয় ৷ ডেলিভারি ম্যানকে ছুরি দেখিয়ে তারা 100-র ওপরে টয়লেট পেপার রোল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ৷ ঘটনায় জড়িত সন্দেহে এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে হংকং পুলিশ ৷

কোরোনা আতঙ্কের জেরে চিনের প্রায় সর্বত্রই মানুষ একপ্রকার গৃহবন্দী ৷ কলকারখানা, ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে কোরোনা ৷ এই পরিস্থিতিতে প্রত্যেকদিন সুপারমার্কেটগুলিতে মানুষ লম্বা লাইন দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনছেন ৷ স্টক শেষ হয়ে গেলে তা দ্রুত ভর্তি করা সুপারমার্কেট কর্তৃপক্ষের তরফে সম্ভব হচ্ছে না ৷ তারমধ্যে এভাবে টয়লেট পেপার চুরি পুলিশের মাথাব্যাথার নতুন কারণ হয়ে উঠেছে ৷

হংকং, 17 ফেব্রুয়ারি : কোরোনার আতঙ্কে এবার টয়লেট পেপার চুরি হল চিনে ৷ আজ সকালে হংকংয়ের একটি সুপার মার্কেটে একদল সশস্ত্র ডাকাত প্রায় 100টি টয়লেট পেপার রোল নিয়ে চম্পট দেয় বেল অভিযোগ ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

কোরোনার জেরে এমনিতেই সন্ত্রস্ত চিন সহ গোটা বিশ্ব ৷ তার মধ্যেই হংকংয়ে এক নতুন সমস্যা ৷ টয়লেট পেপারের রোল নিয়ে চম্পট দিচ্ছে চোর-ডাকাতের দল ৷ বিষয়টি আপাতদৃষ্টিতে মজার মনে হলেও, চিনের বাসিন্দাদের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ৷ আজ সকালে হংকংয়ের মংককে একটি সুপার মার্কেটে একদল সশস্ত্র ডাকাত হানা দেয় ৷ ডেলিভারি ম্যানকে ছুরি দেখিয়ে তারা 100-র ওপরে টয়লেট পেপার রোল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ৷ ঘটনায় জড়িত সন্দেহে এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে হংকং পুলিশ ৷

কোরোনা আতঙ্কের জেরে চিনের প্রায় সর্বত্রই মানুষ একপ্রকার গৃহবন্দী ৷ কলকারখানা, ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে কোরোনা ৷ এই পরিস্থিতিতে প্রত্যেকদিন সুপারমার্কেটগুলিতে মানুষ লম্বা লাইন দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনছেন ৷ স্টক শেষ হয়ে গেলে তা দ্রুত ভর্তি করা সুপারমার্কেট কর্তৃপক্ষের তরফে সম্ভব হচ্ছে না ৷ তারমধ্যে এভাবে টয়লেট পেপার চুরি পুলিশের মাথাব্যাথার নতুন কারণ হয়ে উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.