ETV Bharat / international

প্রধানমন্ত্রী ওলির ইস্তফা চাইল নেপাল কমিউনিস্ট পার্টি

গতকাল ভারতের বিরুদ্ধে অভিযোগ করে নেপালের প্রধানমন্ত্রী ওলি বলেছিলেন, তাঁর সরকারের বিরুদ্ধে ভারতে পরিকল্পনা চলছে । তারপরই আজ নেপালের কমিউনিস্ট পার্টির বৈঠকে ওলির পদত্যাগের দাবি তোলা হয় ।

nepal
nepal
author img

By

Published : Jun 30, 2020, 7:32 PM IST

কাঠমাণ্ডু, 30 জুন : নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্যাগের দাবি উঠল । নেপালের শাসন ক্ষমতায় থাকা কমিউনিস্ট দলের একটি বৈঠকে প্রধানমন্ত্রী ওলির একাধিক ক্ষেত্রে ব্যর্থতার প্রসঙ্গ উঠে আসে । বৈঠকে ছিলেন NCP কো-চেয়ারম্যান পুষ্পকমল দাহাত, মাধব নেপাল, ঝালানাথ খানাল, বামদেব গৌতম প্রমুখ বিশিষ্ট নেতা । প্রত্যেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান । প্রসঙ্গত, গতকাল ভারতের বিরুদ্ধে অভিযোগ করে ওলি বলেছিলেন, তাঁর সরকারের পতনের পরিকল্পনায় দিল্লিতে বৈঠক হয়েছে । এরপরই আজ ওলির পদত্যাগের দাবি তোলা হয় ৷

নেপাল এবং ভারতের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত । সম্প্রতি নেপালের তরফে একটি নতুন ম্যাপ উপস্থাপন করা হয় । সেখানে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুয়াকে নেপালের অংশ বলে চিহ্নিত করা হয় । 1816 সালে চুক্তি অনুযায়ী, এই নতুন ম্যাপ আনা হয়েছে বলে নেপালের তরফে দাবি করা হয় । এরপর থেকেই ভারত ও নেপালের মধ্যে বিরোধ দানা বাঁধে ৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব স্পষ্ট জানান, নেপালের সংসদের তরফে যে মানচিত্র সংশোধনী পাশ হয়েছে তা সঠিক নয় । কোনও দেশ তাঁর পরিধি বাড়িয়ে নেওয়ার দাবি জানালে ভারতের তরফে তা মানা সম্ভব নয় ।

দিল্লি ও কাঠমাণ্ডুর মধ্যে সীমান্ত দ্বন্দ্ব আবহেই গতকাল আবার আক্রমণাত্মক হয়ে ওঠেন নেপালের প্রধানমন্ত্রী । ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তাঁর সরকারের পতন চায় ভারত । দিল্লিতে সেই নিয়ে সম্প্রতি বৈঠক হয়েছে বলেও না কি তাঁর কাছে খবর আছে । যদিও তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে কোনও সুবিধা হবে না বলেও ভারতকে সাবধান করে দেন ওলি ।

কাঠমাণ্ডু, 30 জুন : নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্যাগের দাবি উঠল । নেপালের শাসন ক্ষমতায় থাকা কমিউনিস্ট দলের একটি বৈঠকে প্রধানমন্ত্রী ওলির একাধিক ক্ষেত্রে ব্যর্থতার প্রসঙ্গ উঠে আসে । বৈঠকে ছিলেন NCP কো-চেয়ারম্যান পুষ্পকমল দাহাত, মাধব নেপাল, ঝালানাথ খানাল, বামদেব গৌতম প্রমুখ বিশিষ্ট নেতা । প্রত্যেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান । প্রসঙ্গত, গতকাল ভারতের বিরুদ্ধে অভিযোগ করে ওলি বলেছিলেন, তাঁর সরকারের পতনের পরিকল্পনায় দিল্লিতে বৈঠক হয়েছে । এরপরই আজ ওলির পদত্যাগের দাবি তোলা হয় ৷

নেপাল এবং ভারতের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত । সম্প্রতি নেপালের তরফে একটি নতুন ম্যাপ উপস্থাপন করা হয় । সেখানে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুয়াকে নেপালের অংশ বলে চিহ্নিত করা হয় । 1816 সালে চুক্তি অনুযায়ী, এই নতুন ম্যাপ আনা হয়েছে বলে নেপালের তরফে দাবি করা হয় । এরপর থেকেই ভারত ও নেপালের মধ্যে বিরোধ দানা বাঁধে ৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব স্পষ্ট জানান, নেপালের সংসদের তরফে যে মানচিত্র সংশোধনী পাশ হয়েছে তা সঠিক নয় । কোনও দেশ তাঁর পরিধি বাড়িয়ে নেওয়ার দাবি জানালে ভারতের তরফে তা মানা সম্ভব নয় ।

দিল্লি ও কাঠমাণ্ডুর মধ্যে সীমান্ত দ্বন্দ্ব আবহেই গতকাল আবার আক্রমণাত্মক হয়ে ওঠেন নেপালের প্রধানমন্ত্রী । ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তাঁর সরকারের পতন চায় ভারত । দিল্লিতে সেই নিয়ে সম্প্রতি বৈঠক হয়েছে বলেও না কি তাঁর কাছে খবর আছে । যদিও তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে কোনও সুবিধা হবে না বলেও ভারতকে সাবধান করে দেন ওলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.