ETV Bharat / international

চিনে লিঙ্গচ্ছেদ, গ্রিসে পুড়িয়ে মারার বিধান: কোন দেশে ধর্ষণের সাজা কেমন ? - ধর্ষণের সাজা

কোনও দেশে অপরাধের চরিত্র ও গুরুত্ব বুঝে কেটে নেওয়া হয় ধর্ষকের যৌনাঙ্গ ৷ কোথাও আবার অনুমতিহীন চুম্বনও "ধর্ষণ" ৷

punishments-against-rape-all-over-the-world
punishments-against-rape-all-over-the-world
author img

By

Published : Oct 3, 2020, 7:01 AM IST

সভ্যতার ঘৃণ্যতম অপরাধ খুন ও ধর্ষণ ৷ অধিকাংশ দেশেই দু'ক্ষেত্রেই হয়ে থাকে সর্বোচ্চ সাজা ৷ ধর্ষণ প্রমাণ হলে ভারতে মৃত্যুদণ্ড অবধি সাজার বিধান রয়েছে ৷ আজীবন কারাদণ্ডও হতে পারে ৷ তবে, পৃথিবীর অনেক দেশেই ধর্ষণের সাজা হাড়হিম করা কঠিন ৷ কীরকম সেই সাজা?

চিন

চিনে ধর্ষণের শাস্তি কড়া ৷ অভিযুক্তের দোষ প্রমাণিত হলেই হবে মৃত্যুদণ্ড ৷ কিছু ক্ষেত্রে অপরাধের চরিত্র ও গুরুত্ব বুঝে কেটে নেওয়া হয় ধর্ষকের যৌনাঙ্গ পর্যন্ত ৷

নেদারল্যান্ড

নেদারল্যান্ডে যৌন নিপীড়নকেও ধর্ষণ হিসেবে ধরা হয় ৷ এমনকী অনুমতিহীন চুম্বনও "ধর্ষণ" ! অপরাধের গুরুত্ব ও অপরাধীর বয়সের উপর ভিত্তি করে 4 থেকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ উল্লেখ্য, যৌনকর্মীদের উপর যৌন নির্যাতনকে অধিকাংশ দেশেই বড় অপরাধ বলে মনে করা হয় না ৷ নেদারল্যান্ডে কিন্তু এক্ষেত্রেও রেয়াত করা হয় না অপরাধীকে ৷ হতে পারে 4 বছর পর্যন্ত কারাদণ্ড ৷

ফ্রান্স

এদেশে ধর্ষণের শাস্তি কম পক্ষে 15 বছরের কারাদণ্ড, সঙ্গে শারীরিক নির্যাতন ৷ নির্যাতিতার ক্ষতির পরিমাণ দেখে ধর্ষকের সাজা ঠিক করা হয় ৷ 30 বছর থেকে আমৃত্যু কারাদণ্ড পর্যন্ত হতে পারে ৷

আফগানিস্তান

আফগানিস্তানে রায় ঘোষণার চার দিনের মধ্যে শাস্তি দেওয়া হয় ধর্ষককে ৷ জেল বা ফাঁসি না ৷ ধর্ষকের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷

উত্তর কোরিয়া

প্রেসিডেন্ট কিমের দেশে ধর্ষণের বিচারের জন্য তিলমাত্র সময় নষ্ট করা হয় না ! শাস্তিও হয় অতি দ্রুত ৷ ধর্ষককে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয় ৷ গুলিতে ঝাঁঝরা করে মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷

রাশিয়া

এখানে কম সে কম শাস্তি 3 বছরের কারাদণ্ড ৷ অপরাধের গুরুত্ব বিচারে 30 পর্যন্ত সাজা হতে পারে ৷

সৌদি আরব

সৌদি আরবে এখনও রয়েছে মধ্যযুগীয় শাস্তির ব্যবস্থা ৷ অভিযোগ প্রমাণিত হলেই জনসম্মুখে ধর্ষকের শিরচ্ছেদ করা হয় ৷

সংযুক্ত আরব আমিরশাহি

এদেশে যৌন নির্যাতন ও ধর্ষণের সাজা মানেই ফাঁসি ৷ অপরাধ প্রমাণিত হল 7 দিনের মধ্যে কার্যকর করা হয় মৃত্যদণ্ড ৷

গ্রিস

অন্যতম ভয়াবহ শাস্তি ৷ গ্রিসে কোনও ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ প্রমাণিত হলে একমাত্র শাস্তি আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড ৷

মিশর

সৌদি আরবের মতোই জমসম্মুখে শাস্তি দেওয়া হয় মিশরে ৷ যাতে করে শিক্ষা নিতে পারে অন্যরা ! ফাঁসিতে ঝোলানো হয় ধর্ষককে ৷

নরওয়ে

এদেশে ধর্ষণের শিকার হওয়া মানুষটির ক্ষতির পরিমাণ দেখা হয়, সেই মতো ধার্য করা হয় শাস্তি ৷ হতে 4 থেকে 15 বছরের কারাদণ্ড ৷

ইজরায়েল

ইজরায়েলে কারাদণ্ডই শাস্তি ৷ অপরাধ প্রমাণিত হলে 4 থেকে 16 পর্যন্ত হতে পারে কারাদণ্ড ৷

সভ্যতার ঘৃণ্যতম অপরাধ খুন ও ধর্ষণ ৷ অধিকাংশ দেশেই দু'ক্ষেত্রেই হয়ে থাকে সর্বোচ্চ সাজা ৷ ধর্ষণ প্রমাণ হলে ভারতে মৃত্যুদণ্ড অবধি সাজার বিধান রয়েছে ৷ আজীবন কারাদণ্ডও হতে পারে ৷ তবে, পৃথিবীর অনেক দেশেই ধর্ষণের সাজা হাড়হিম করা কঠিন ৷ কীরকম সেই সাজা?

চিন

চিনে ধর্ষণের শাস্তি কড়া ৷ অভিযুক্তের দোষ প্রমাণিত হলেই হবে মৃত্যুদণ্ড ৷ কিছু ক্ষেত্রে অপরাধের চরিত্র ও গুরুত্ব বুঝে কেটে নেওয়া হয় ধর্ষকের যৌনাঙ্গ পর্যন্ত ৷

নেদারল্যান্ড

নেদারল্যান্ডে যৌন নিপীড়নকেও ধর্ষণ হিসেবে ধরা হয় ৷ এমনকী অনুমতিহীন চুম্বনও "ধর্ষণ" ! অপরাধের গুরুত্ব ও অপরাধীর বয়সের উপর ভিত্তি করে 4 থেকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ উল্লেখ্য, যৌনকর্মীদের উপর যৌন নির্যাতনকে অধিকাংশ দেশেই বড় অপরাধ বলে মনে করা হয় না ৷ নেদারল্যান্ডে কিন্তু এক্ষেত্রেও রেয়াত করা হয় না অপরাধীকে ৷ হতে পারে 4 বছর পর্যন্ত কারাদণ্ড ৷

ফ্রান্স

এদেশে ধর্ষণের শাস্তি কম পক্ষে 15 বছরের কারাদণ্ড, সঙ্গে শারীরিক নির্যাতন ৷ নির্যাতিতার ক্ষতির পরিমাণ দেখে ধর্ষকের সাজা ঠিক করা হয় ৷ 30 বছর থেকে আমৃত্যু কারাদণ্ড পর্যন্ত হতে পারে ৷

আফগানিস্তান

আফগানিস্তানে রায় ঘোষণার চার দিনের মধ্যে শাস্তি দেওয়া হয় ধর্ষককে ৷ জেল বা ফাঁসি না ৷ ধর্ষকের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷

উত্তর কোরিয়া

প্রেসিডেন্ট কিমের দেশে ধর্ষণের বিচারের জন্য তিলমাত্র সময় নষ্ট করা হয় না ! শাস্তিও হয় অতি দ্রুত ৷ ধর্ষককে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয় ৷ গুলিতে ঝাঁঝরা করে মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷

রাশিয়া

এখানে কম সে কম শাস্তি 3 বছরের কারাদণ্ড ৷ অপরাধের গুরুত্ব বিচারে 30 পর্যন্ত সাজা হতে পারে ৷

সৌদি আরব

সৌদি আরবে এখনও রয়েছে মধ্যযুগীয় শাস্তির ব্যবস্থা ৷ অভিযোগ প্রমাণিত হলেই জনসম্মুখে ধর্ষকের শিরচ্ছেদ করা হয় ৷

সংযুক্ত আরব আমিরশাহি

এদেশে যৌন নির্যাতন ও ধর্ষণের সাজা মানেই ফাঁসি ৷ অপরাধ প্রমাণিত হল 7 দিনের মধ্যে কার্যকর করা হয় মৃত্যদণ্ড ৷

গ্রিস

অন্যতম ভয়াবহ শাস্তি ৷ গ্রিসে কোনও ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ প্রমাণিত হলে একমাত্র শাস্তি আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড ৷

মিশর

সৌদি আরবের মতোই জমসম্মুখে শাস্তি দেওয়া হয় মিশরে ৷ যাতে করে শিক্ষা নিতে পারে অন্যরা ! ফাঁসিতে ঝোলানো হয় ধর্ষককে ৷

নরওয়ে

এদেশে ধর্ষণের শিকার হওয়া মানুষটির ক্ষতির পরিমাণ দেখা হয়, সেই মতো ধার্য করা হয় শাস্তি ৷ হতে 4 থেকে 15 বছরের কারাদণ্ড ৷

ইজরায়েল

ইজরায়েলে কারাদণ্ডই শাস্তি ৷ অপরাধ প্রমাণিত হলে 4 থেকে 16 পর্যন্ত হতে পারে কারাদণ্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.