থিম্পু, 17 অগাস্ট : প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভুটান দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দু’দিনের সেই সফরে আজ থিম্পুতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি ৷
প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বল মনের পড়ুয়াদের কাছে পরিশ্রমই একমাত্র হাতিয়ার ৷ মন থেকে ভালোবেসে কাজ করতে হবে ৷ তবেই পাশে পাওয়া যাবে সারা বিশ্বকে ৷ মনের তাগিদ থেকে কাজ করলে সাফল্য আসবেই ৷ ছাত্রজীবনই যে সেরা সময়, সেকথাও উল্লেখ করেন ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির পড়ুয়াদের কাছে ৷ মোদী বলেন, ‘‘তরুণ হয়ে ওঠার জন্য এর থেকে ভাল সময় আর হতে পারে না।’’ ছাত্র ছাত্রীদের ভুটানের ‘উজ্জ্বলতম মন’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
-
Addressing students at the Royal University of Bhutan. Watch. https://t.co/eGoTRXS1bI
— Narendra Modi (@narendramodi) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Addressing students at the Royal University of Bhutan. Watch. https://t.co/eGoTRXS1bI
— Narendra Modi (@narendramodi) August 18, 2019Addressing students at the Royal University of Bhutan. Watch. https://t.co/eGoTRXS1bI
— Narendra Modi (@narendramodi) August 18, 2019
বক্তব্য পেশের সময়, নিজের বই ''এগজ়াম ওয়ারিয়র''-এর কথাও পড়ুয়াদের কাছে তুলে ধরেন মোদি ৷ বলেন, ভয়কে জয় করার কথা ৷ প্রকৃতি, একাত্মবোধ সম্পর্কে ভগবান বুদ্ধের প্রসঙ্গও উদাহরণ হিসেবে টেনে আনেন তিনি ৷
-
In a short while from now, will be addressing students at The Royal University of Bhutan.
— Narendra Modi (@narendramodi) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Looking forward to interacting with the bright youth of Bhutan. pic.twitter.com/Z1lmBkfpI8
">In a short while from now, will be addressing students at The Royal University of Bhutan.
— Narendra Modi (@narendramodi) August 18, 2019
Looking forward to interacting with the bright youth of Bhutan. pic.twitter.com/Z1lmBkfpI8In a short while from now, will be addressing students at The Royal University of Bhutan.
— Narendra Modi (@narendramodi) August 18, 2019
Looking forward to interacting with the bright youth of Bhutan. pic.twitter.com/Z1lmBkfpI8
মোদির কথায়, ''ভারতের 130 কোটি বন্ধু যে শুধু ভুটানের সাফল্যে আনন্দিত হবে তাই নয়, আনন্দ ভাগ করে নেবে ৷ শিখবে ভুটানের থেকে ৷ '' ভারতের মহাকাশ গবেষণা ও চন্দ্রায়ন অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব স্যাটেলাইট পাবে ভুটানও ৷ ভুটানের বিজ্ঞানীরা নিজস্ব ছোটো স্যাটেলাইট তৈরি করতে ভারতে আসবেন এটা অত্যন্ত গর্বের ব্যাপার ৷''
-
Called on His Majesty the King of Bhutan. We discussed ways to further deepen partnership between India and Bhutan. pic.twitter.com/yXKC1vHRuK
— Narendra Modi (@narendramodi) August 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Called on His Majesty the King of Bhutan. We discussed ways to further deepen partnership between India and Bhutan. pic.twitter.com/yXKC1vHRuK
— Narendra Modi (@narendramodi) August 17, 2019Called on His Majesty the King of Bhutan. We discussed ways to further deepen partnership between India and Bhutan. pic.twitter.com/yXKC1vHRuK
— Narendra Modi (@narendramodi) August 17, 2019
তাঁর কথায়, ভুটানের অনেক পড়ুয়াই বিজ্ঞানী, গবেষক হিসেবে কাজ করবে ভবিষ্যতে ৷
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী ৷ মহাকাশ গবেষণা, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও শিক্ষা সংক্রান্ত দশটি সমঝোতাপত্র (MOU) সই হয়েছে । জলবিদ্যুৎ প্রকল্প থেকে LPG সরবরাহ, মুদ্রা বিনিময় বাড়ানো থেকে মহাকাশ প্রযুক্তি—সবেতেই "অভিন্ন ও বিশেষ মিত্র" ভুটানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি ।