ETV Bharat / international

মহাকাশ গবেষণায় ভারতকে পাশে পাবে ভুটান, বললেন মোদি - Narendra Modi Bhutan Visit

ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রয়্যাল ইউনিভার্সিটির পড়ুয়াদের কাছে পেশ করেন বক্তব্য ৷

মহাকাশ গবেষণায় ভারতকে পাশে পাবে ভুটান, বললেন মোদি
author img

By

Published : Aug 18, 2019, 10:50 AM IST

Updated : Aug 18, 2019, 2:47 PM IST

থিম্পু, 17 অগাস্ট : প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভুটান দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দু’দিনের সেই সফরে আজ থিম্পুতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি ৷

প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বল মনের পড়ুয়াদের কাছে পরিশ্রমই একমাত্র হাতিয়ার ৷ মন থেকে ভালোবেসে কাজ করতে হবে ৷ তবেই পাশে পাওয়া যাবে সারা বিশ্বকে ৷ মনের তাগিদ থেকে কাজ করলে সাফল্য আসবেই ৷ ছাত্রজীবনই যে সেরা সময়, সেকথাও উল্লেখ করেন ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির পড়ুয়াদের কাছে ৷ মোদী বলেন, ‘‘তরুণ হয়ে ওঠার জন্য এর থেকে ভাল সময় আর হতে পারে না।’’ ছাত্র ছাত্রীদের ভুটানের ‘উজ্জ্বলতম মন’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

বক্তব্য পেশের সময়, নিজের বই ''এগজ়াম ওয়ারিয়র''-এর কথাও পড়ুয়াদের কাছে তুলে ধরেন মোদি ৷ বলেন, ভয়কে জয় করার কথা ৷ প্রকৃতি, একাত্মবোধ সম্পর্কে ভগবান বুদ্ধের প্রসঙ্গও উদাহরণ হিসেবে টেনে আনেন তিনি ৷

  • In a short while from now, will be addressing students at The Royal University of Bhutan.

    Looking forward to interacting with the bright youth of Bhutan. pic.twitter.com/Z1lmBkfpI8

    — Narendra Modi (@narendramodi) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির কথায়, ''ভারতের 130 কোটি বন্ধু যে শুধু ভুটানের সাফল্যে আনন্দিত হবে তাই নয়, আনন্দ ভাগ করে নেবে ৷ শিখবে ভুটানের থেকে ৷ '' ভারতের মহাকাশ গবেষণা ও চন্দ্রায়ন অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব স্যাটেলাইট পাবে ভুটানও ৷ ভুটানের বিজ্ঞানীরা নিজস্ব ছোটো স্যাটেলাইট তৈরি করতে ভারতে আসবেন এটা অত্যন্ত গর্বের ব্যাপার ৷''

  • Called on His Majesty the King of Bhutan. We discussed ways to further deepen partnership between India and Bhutan. pic.twitter.com/yXKC1vHRuK

    — Narendra Modi (@narendramodi) August 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর কথায়, ভুটানের অনেক পড়ুয়াই বিজ্ঞানী, গবেষক হিসেবে কাজ করবে ভবিষ্যতে ৷

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী ৷ মহাকাশ গবেষণা, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও শিক্ষা সংক্রান্ত দশটি সমঝোতাপত্র (MOU) সই হয়েছে । জলবিদ্যুৎ প্রকল্প থেকে LPG সরবরাহ, মুদ্রা বিনিময় বাড়ানো থেকে মহাকাশ প্রযুক্তি—সবেতেই "অভিন্ন ও বিশেষ মিত্র" ভুটানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি ।

থিম্পু, 17 অগাস্ট : প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভুটান দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দু’দিনের সেই সফরে আজ থিম্পুতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি ৷

প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বল মনের পড়ুয়াদের কাছে পরিশ্রমই একমাত্র হাতিয়ার ৷ মন থেকে ভালোবেসে কাজ করতে হবে ৷ তবেই পাশে পাওয়া যাবে সারা বিশ্বকে ৷ মনের তাগিদ থেকে কাজ করলে সাফল্য আসবেই ৷ ছাত্রজীবনই যে সেরা সময়, সেকথাও উল্লেখ করেন ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির পড়ুয়াদের কাছে ৷ মোদী বলেন, ‘‘তরুণ হয়ে ওঠার জন্য এর থেকে ভাল সময় আর হতে পারে না।’’ ছাত্র ছাত্রীদের ভুটানের ‘উজ্জ্বলতম মন’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

বক্তব্য পেশের সময়, নিজের বই ''এগজ়াম ওয়ারিয়র''-এর কথাও পড়ুয়াদের কাছে তুলে ধরেন মোদি ৷ বলেন, ভয়কে জয় করার কথা ৷ প্রকৃতি, একাত্মবোধ সম্পর্কে ভগবান বুদ্ধের প্রসঙ্গও উদাহরণ হিসেবে টেনে আনেন তিনি ৷

  • In a short while from now, will be addressing students at The Royal University of Bhutan.

    Looking forward to interacting with the bright youth of Bhutan. pic.twitter.com/Z1lmBkfpI8

    — Narendra Modi (@narendramodi) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির কথায়, ''ভারতের 130 কোটি বন্ধু যে শুধু ভুটানের সাফল্যে আনন্দিত হবে তাই নয়, আনন্দ ভাগ করে নেবে ৷ শিখবে ভুটানের থেকে ৷ '' ভারতের মহাকাশ গবেষণা ও চন্দ্রায়ন অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব স্যাটেলাইট পাবে ভুটানও ৷ ভুটানের বিজ্ঞানীরা নিজস্ব ছোটো স্যাটেলাইট তৈরি করতে ভারতে আসবেন এটা অত্যন্ত গর্বের ব্যাপার ৷''

  • Called on His Majesty the King of Bhutan. We discussed ways to further deepen partnership between India and Bhutan. pic.twitter.com/yXKC1vHRuK

    — Narendra Modi (@narendramodi) August 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর কথায়, ভুটানের অনেক পড়ুয়াই বিজ্ঞানী, গবেষক হিসেবে কাজ করবে ভবিষ্যতে ৷

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী ৷ মহাকাশ গবেষণা, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও শিক্ষা সংক্রান্ত দশটি সমঝোতাপত্র (MOU) সই হয়েছে । জলবিদ্যুৎ প্রকল্প থেকে LPG সরবরাহ, মুদ্রা বিনিময় বাড়ানো থেকে মহাকাশ প্রযুক্তি—সবেতেই "অভিন্ন ও বিশেষ মিত্র" ভুটানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি ।

Rourkela (Odisha), Aug 18 (ANI): An Assistant Professor of National Institute of Technology-Rourkela and his wife Malini were found dead inside their official residence on campus. The incident took place in Odisha's Rourkela on August 17. Rasu Jaybalan was professor of Life Sciences department in NIT Rourkela. While speaking to ANI, Police official said, "Suicide note was recovered from the spot. It mentions they were distressed as they had no child."
Last Updated : Aug 18, 2019, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.