ETV Bharat / international

কাজাখস্তানে 100 আরোহীসহ ভেঙে পড়ল বিমান, নিহত বহু - plane crush at kazakasthan

কাজাখস্তানে দুর্ঘটনার কবলে পড়ল বিমান ৷

কাজাখস্তানে 100 আরোহীসহ ভেঙে পড়ল বিমান, নিহত বহু
কাজাখস্তানে 100 আরোহীসহ ভেঙে পড়ল বিমান, নিহত বহু
author img

By

Published : Dec 27, 2019, 9:53 AM IST

Updated : Dec 27, 2019, 12:55 PM IST


নুর সুলতান (কাজাখস্তান), 27 ডিসেম্বর : কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ৷ 100 জন আরোহী নিয়ে একটি বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি ৷ নিহত বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷

বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এমনই জানিয়েছে সংবাদ সংস্থা  ৷
বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এমনই জানিয়েছে সংবাদ সংস্থা ৷
এখনও পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷
এখনও পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷
অ্যালমাতি বিমানবন্দর সূত্রে খবর, 100 জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল বিমান
অ্যালমাতি বিমানবন্দর সূত্রে খবর, 100 জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল বিমান

অ্যালমাতি বিমানবন্দর সূত্রে খবর, 100 জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি ৷ এঁদের মধ্যে 95 জন যাত্রী ছিলেন ৷ টেক অফের সময় উচ্চতাজনিত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এমনই ৷

কাজাখস্তানে বিমান দুর্ঘটনা

বিমানটি রাজধানী নুর সুলতানের দিকেই যাচ্ছিল ৷ বিমানবন্দরটিও পাহাড়ের উপরেই ৷ দ্রুততার সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে প্রশাসন ৷ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷

বিমানটি একটি বাড়ির উপর ভেঙে পড়ে ৷ বাড়িতে কেউ ছিলেন কি না, তা এখনও জানা যায়নি ৷ বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এমনই জানিয়েছে সংবাদ সংস্থা ৷


নুর সুলতান (কাজাখস্তান), 27 ডিসেম্বর : কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ৷ 100 জন আরোহী নিয়ে একটি বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি ৷ নিহত বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷

বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এমনই জানিয়েছে সংবাদ সংস্থা  ৷
বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এমনই জানিয়েছে সংবাদ সংস্থা ৷
এখনও পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷
এখনও পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷
অ্যালমাতি বিমানবন্দর সূত্রে খবর, 100 জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল বিমান
অ্যালমাতি বিমানবন্দর সূত্রে খবর, 100 জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল বিমান

অ্যালমাতি বিমানবন্দর সূত্রে খবর, 100 জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি ৷ এঁদের মধ্যে 95 জন যাত্রী ছিলেন ৷ টেক অফের সময় উচ্চতাজনিত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এমনই ৷

কাজাখস্তানে বিমান দুর্ঘটনা

বিমানটি রাজধানী নুর সুলতানের দিকেই যাচ্ছিল ৷ বিমানবন্দরটিও পাহাড়ের উপরেই ৷ দ্রুততার সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে প্রশাসন ৷ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷

বিমানটি একটি বাড়ির উপর ভেঙে পড়ে ৷ বাড়িতে কেউ ছিলেন কি না, তা এখনও জানা যায়নি ৷ বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, এমনই জানিয়েছে সংবাদ সংস্থা ৷

New Delhi, Dec 27 (ANI): Temperature has dropped down in Delhi due to heavy snowfall in parts of North India. The cold waves and fog intensified in the national capital. A layer of fog was observed near India Gate and health conscious people were seen jogging and walking in the chilly season.
Last Updated : Dec 27, 2019, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.