ম্যানিলা(ফিলিপিন্স), 24 এপ্রিল: ফিলিপিন্সের রদরিগো দুতেরতে সরকার আগামী মাসের 15 তারিখ পর্যন্ত লকডাউন বাড়ানোর নির্দেশ জারি করল । শুক্রবার প্রেসিডেন্টের ঘোষণায়, নভেল কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে । তার জন্য লকডাউনের প্রয়োজন । সে কারণেই লকডাউন বর্ধিত করা হল, 15 মে পর্যন্ত ।
আজ আইনজীবী হ্যারি রক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোরোনা বড় আকার নিচ্ছে । ফিলিপিন্সের সর্বত্র কোরোনার থাবা সমানভাবে পড়েনি। অধিক সংক্রমিত স্থানগুলিতে লকডাউনের কড়া বিধি জারি থাকবে । কোরোনায় তুলনামূলক কম সংক্রমিত এলাকাগুলিতে লকডাউন শিথিল করা হবে । পরিবহন, বাণিজ্য বিক্ষিপ্ত ভাবে শুরু হবে ।
দুতেরতে গতকাল লকডাউনের সিদ্ধান্ত নেন । এমনকী, কোরোনা নির্মূলের ভ্যাকসিন যে ফিলিপিনো আবিষ্কার করতে পারবে, তাঁকে 50 মিলিয়ন পেসো পুরষ্কৃত করার কথা তিনি ঘোষণা করেন । তিনি জাতির উদ্দেশ্যে সতর্কতা জারি করেন ৷ বলেন, ''আমরা সকলেই ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছি । আর ঝুঁকি নিতে পারছি না । সকলে ঘরে থাকুন । ভালো থাকুন ।''
জানা যায়, ফিলিপিন্সের মেট্রো ম্যানিলা, সেন্ট্রাল লুজ়োঁ, কালাবার্জ়োঁ অঞ্চল, কাভিটি, লাগুনা, বেটানগাস, ক্যাশোন, লুচেনা শহরে কোরোনায় সংক্রমিত হয়েছে অতিমাত্রায় । এছাড়া মেইন লুজ়োঁ দ্বীপটিকে বিগত 1 মাস ধরে কমিউনিটি কোয়ারান্টাইন করে রাখা হয়েছে ।
ম্যানিলা, খুব ঘন জনবসতিপূর্ণ শহর । এখানে অন্ততপক্ষে 13 মিলিয়ন মানুষের বসতি রয়েছে । আরও কয়েক লাখ শরণার্থী রয়েছেন ।
মার্চের 7 তারিখে কোরোনায় আক্রান্তের প্রথম হদিস মেলে ফিলিপিন্সে । তার 5 দিনের মধ্যে পরিবহন, জমায়েত, অভিবাসনসহ সমস্ত কিছু বন্ধ হয়ে যায় । তারপর ফের 16 তারিখ পর্যন্ত লকডাউন চলতে থাকে । প্রত্যাবর্তনকারী ফিলিপিনোদের ছাড় থাকলেও, এই সময়ে সাধারণের জন্য সমস্ত কিছু বন্ধ ছিল ।
এই সময়ে স্বাস্থ্য দপ্তর নজর রেখেছিল এই কোরোনা আক্রান্তের হারে । তাদের কথায়, খুবই ধীর গতিতে কোরোনার হার বৃদ্ধি পেয়েছে । সরকারিভাবে গত সপ্তাহে 72,000 টেস্ট করা হয়েছে । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6981 । সুস্থ হয়ে উঠেছেন 722 জন । কোরোনায় মৃত্যু হয়েছে 462 জনের । স্বাস্থ্য দপ্তর আশ্বাস দিয়ে জানিয়েছে, খুব তাড়াতাড়ি কোরোনাকে জয় করবে এ দেশ ।