ETV Bharat / international

চন্দ্রযান অভিযানের জন্য ISRO-র প্রশংসায় পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী

বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করে ভারত । চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি । চাঁদের মাটিতে আছড়ে পড়ে বিক্রম । এই প্রেক্ষিতে ভারত ও ISRO-র প্রশংসা করে নামিরা সালিম ।

নামিরা সালিম
author img

By

Published : Sep 9, 2019, 6:15 PM IST

করাচি, 9 সেপ্টেম্বর : চাঁদের দক্ষিণ মেরুতে যান পাঠানোর চেষ্টা করায় ISRO-র প্রশংসা করলেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম । বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করে ভারত । চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি । চাঁদের মাটিতে আছড়ে পড়ে বিক্রম । তবে অর্বিটারের তোলা ছবিতে ISRO নিশ্চিত করেছে যে,ত চাঁদে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে চন্দ্রযান । এই প্রেক্ষিতে ভারত ও ISRO-র প্রশংসা করে নামিরা বলেন, "আমি ভারত ও ISRO-কে চন্দ্রযান-2 অভিযানের জন্য অভিনন্দন জানাতে চাই ।"

এই অভিযান দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ বলে উল্লেখ করে নামিরা বলেন, "চন্দ্রযান-2 অভিযান পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ । ঐতিহাসিক এই চেষ্টার ফলে আমাদের অঞ্চলের পাশাপাশি সমস্ত বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী মহল গর্বিত । মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আঞ্চলিক অগ্রগতির জন্য যেই দেশই পদক্ষেপ নিক না কেন, তা প্রশংসনীয় । আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহাকাশ বিজ্ঞানের মাধ্যমে একত্রিত হওয়া ।"

উল্লেখ্য, নামিরা প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাকাশ অভিযানে গেছিলেন ।

শনিবার রাত 1টা 30 মিনিট থেকে 2 টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠের 2.1 কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় । ISRO জানিয়েছে, আগামী 13 দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে তারা ।

করাচি, 9 সেপ্টেম্বর : চাঁদের দক্ষিণ মেরুতে যান পাঠানোর চেষ্টা করায় ISRO-র প্রশংসা করলেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম । বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করে ভারত । চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি । চাঁদের মাটিতে আছড়ে পড়ে বিক্রম । তবে অর্বিটারের তোলা ছবিতে ISRO নিশ্চিত করেছে যে,ত চাঁদে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে চন্দ্রযান । এই প্রেক্ষিতে ভারত ও ISRO-র প্রশংসা করে নামিরা বলেন, "আমি ভারত ও ISRO-কে চন্দ্রযান-2 অভিযানের জন্য অভিনন্দন জানাতে চাই ।"

এই অভিযান দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ বলে উল্লেখ করে নামিরা বলেন, "চন্দ্রযান-2 অভিযান পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক বড় পদক্ষেপ । ঐতিহাসিক এই চেষ্টার ফলে আমাদের অঞ্চলের পাশাপাশি সমস্ত বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী মহল গর্বিত । মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আঞ্চলিক অগ্রগতির জন্য যেই দেশই পদক্ষেপ নিক না কেন, তা প্রশংসনীয় । আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহাকাশ বিজ্ঞানের মাধ্যমে একত্রিত হওয়া ।"

উল্লেখ্য, নামিরা প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাকাশ অভিযানে গেছিলেন ।

শনিবার রাত 1টা 30 মিনিট থেকে 2 টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠের 2.1 কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় । ISRO জানিয়েছে, আগামী 13 দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে তারা ।

Bhawanipatna (Odisha), Sep 09 (ANI): The agrarian festival of 'Nuakhai' was celebrated with traditional fervour in Odisha. This festival is a 40-day celebration which is done in four phases. 'Nuakhai' festival is mainly celebrated in parts of Western Odisha. The first phase began in three villages as per tradition of Old Kalahandi kingdom. It is believed that a tribal chief of Patharla helped the Kalahandi king in a war and after getting pleased with their service, the king wanted to reward them. Instead of asking for material gifts, the tribal chief requested the Maharaja to allow them to offer Nabanna (new rice) to their presiding deity first on Nuakhai. The king allowed them to do so as a mark of gratitude and ever since, the tribals are allowed to offer Nabanna to the deity first. Bhawanipatana was the old capital of Kalahandi Maharaja. People celebrate this festival while playing traditional drums and also perform Ghumura dance on this occasion.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.