ETV Bharat / international

ভারতীয় পুণ্যার্থীদের জন্য ছাড় ঘোষণা ইমরানের - ভারত-পাকিস্তান সীমান্ত

ভারত থেকে করতারপুরে যাওয়া পুণ্যার্থীদের জন্য দু'টি ছাড়ের ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ 9 নভেম্বর এই করিডরের উদ্বোধন হবে ৷ অনুষ্ঠানে নভজ্যোত সিং সিধু উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন ৷

ইমরান খান
author img

By

Published : Nov 1, 2019, 9:09 AM IST

ইসলামাবাদ, 1 নভেম্বর : ভারত থেকে করতারপুরে যাওয়া পুণ্যার্থীদের জন্য দু'টি ছাড়ের ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ বিশ্বের কাছে বর্তমানে কিছুটা হলেও কোণঠাসা পাকিস্তান ৷ সে কারণেই কি ভারতীয় পুণ্যার্থীদের জন্য এই সিদ্ধান্ত ইমরানের ? প্রশ্ন উঠছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক মহলে ৷

আজ সকালে টুইট করে একথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, 'ভারত থেকে করতারপুরে আসা শিখ পুণ্যার্থীদের জন্য আমি দু'টি প্রয়োজনীয় ছাড় দিয়েছি ৷ 1) তাঁদের পাসপোর্টের দরকার পড়বে না - শুধু একটি বৈধ পরিচয় পত্র থাকলেই হবে ৷ 2) 10 দিন আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে না ৷ এছাড়াও, উদ্বোধনের দিন ও গুরু নানকের 550 তম জন্মদিনে কোনও টাকা নেওয়া হবে না, বলেও উল্লেখ রয়েছে টুইটে ৷

  • For Sikhs coming for pilgrimage to Kartarpur from India, I have waived off 2 requirements: i) they wont need a passport - just a valid ID; ii) they no longer have to register 10 days in advance. Also, no fee will be charged on day of inauguration & on Guruji's 550th birthday

    — Imran Khan (@ImranKhanPTI) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করতারপুর সাহিব গুরুদ্বার পাকিস্তানের অন্তর্গত পঞ্জাবের নারোয়াল জেলায় ৷ এটি ভারত সীমান্ত থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত ৷ এখানে গুরু নানক তাঁর জীবনের 18 বছর কাটিয়েছেন ৷

করতারপুর করিডরের উদ্বোধন হবে 9 নভেম্বর ৷ এই উদ্বোধনে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান ৷ তাঁর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন সিধু ৷ তিনি বলেন, "করতারপুর করিডরের ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ৷"

এই প্রসঙ্গে, শিরোমণি অকালি দল (SAD)-র সভাপতি জানান, 20 ডলার করতারপুর করিডরে যাওয়ার জন্য অনেক বেশি ৷ এই করিডর তীর্থযাত্রীদের জন্য ৷ এটাকে ইমরান খান যেন তাঁর দেশের টাকা রোজগারের পথ হিসেবে ব্যবহার না করে ৷ এই করিডরকে দুই দেশের মধ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে দেখা উচিত ৷

ইসলামাবাদ, 1 নভেম্বর : ভারত থেকে করতারপুরে যাওয়া পুণ্যার্থীদের জন্য দু'টি ছাড়ের ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ বিশ্বের কাছে বর্তমানে কিছুটা হলেও কোণঠাসা পাকিস্তান ৷ সে কারণেই কি ভারতীয় পুণ্যার্থীদের জন্য এই সিদ্ধান্ত ইমরানের ? প্রশ্ন উঠছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক মহলে ৷

আজ সকালে টুইট করে একথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, 'ভারত থেকে করতারপুরে আসা শিখ পুণ্যার্থীদের জন্য আমি দু'টি প্রয়োজনীয় ছাড় দিয়েছি ৷ 1) তাঁদের পাসপোর্টের দরকার পড়বে না - শুধু একটি বৈধ পরিচয় পত্র থাকলেই হবে ৷ 2) 10 দিন আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে না ৷ এছাড়াও, উদ্বোধনের দিন ও গুরু নানকের 550 তম জন্মদিনে কোনও টাকা নেওয়া হবে না, বলেও উল্লেখ রয়েছে টুইটে ৷

  • For Sikhs coming for pilgrimage to Kartarpur from India, I have waived off 2 requirements: i) they wont need a passport - just a valid ID; ii) they no longer have to register 10 days in advance. Also, no fee will be charged on day of inauguration & on Guruji's 550th birthday

    — Imran Khan (@ImranKhanPTI) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করতারপুর সাহিব গুরুদ্বার পাকিস্তানের অন্তর্গত পঞ্জাবের নারোয়াল জেলায় ৷ এটি ভারত সীমান্ত থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত ৷ এখানে গুরু নানক তাঁর জীবনের 18 বছর কাটিয়েছেন ৷

করতারপুর করিডরের উদ্বোধন হবে 9 নভেম্বর ৷ এই উদ্বোধনে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান ৷ তাঁর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন সিধু ৷ তিনি বলেন, "করতারপুর করিডরের ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ৷"

এই প্রসঙ্গে, শিরোমণি অকালি দল (SAD)-র সভাপতি জানান, 20 ডলার করতারপুর করিডরে যাওয়ার জন্য অনেক বেশি ৷ এই করিডর তীর্থযাত্রীদের জন্য ৷ এটাকে ইমরান খান যেন তাঁর দেশের টাকা রোজগারের পথ হিসেবে ব্যবহার না করে ৷ এই করিডরকে দুই দেশের মধ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে দেখা উচিত ৷

New Delhi, Nov 1 (ANI): While it is known that the human brain is divided into two hemispheres, what is not known is that despite the two develop differently, symmetry is found in the brain of autistic people. The left and right halves develop differently, as each 'specialises' in certain functions. But brain asymmetry is sometimes affected in people with developmental or psychiatric disorders like autism, which is characterised by impaired social cognition, repetitive behaviour, and restricted interests. "Previous studies have suggested that people with autism spectrum disorder are less likely to have the typical asymmetries for language dominance or hand preference," explained PhD student Merel Postema. To find if people with autism have a more symmetrical brain, researchers decided to do a large-scale study, based on brain scan data from 1,774 people with autism and 1,809 healthy controls that were collected in different countries over more than 20 years. They found that the left and right cerebral hemispheres of the brain are indeed more similar in people with autism. In other words, people with ASD had less brain asymmetry. The reduced asymmetry was mostly found for cortical thickness, at various locations across the brain's surface. In the healthy brain, the thickness of the cerebral cortex (the thin layer of gray matter that covers the brain) differs between the left and right hemispheres. Importantly, the anatomical differences did not depend on age, sex, IQ, the severity of symptoms, or medication use.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.