ETV Bharat / international

‘‘পাকিস্তান নিজের সঙ্গে যুদ্ধে নেমেছে’’ - পাকিস্তান সেনা

পাকিস্তানের সাংবাদিক আলি ইমরান সৈয়দকে অপহরণ করা নিয়েও সরব হয়েছেন আমজাদ আয়ুব মির্জা ৷ 19 অক্টোবর পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের নেতা অবসরপ্রাপ্ত ক্যাপটেন সাফদর আওয়ানকে গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছিলেন আলি ইমরান সৈয়দ ৷

pakistan-is-at-war-with-itself-pok-activist
‘‘পাকিস্তান নিজের সঙ্গে যুদ্ধে নেমেছে’’!
author img

By

Published : Oct 25, 2020, 10:56 PM IST

গ্লাসগ্লো, 25 অক্টোবর: পাকিস্তানে সেনা ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর, বিরোধী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের শীর্ষনেতাদের গ্রেপ্তারি জারি রয়েছে সেদেশে ৷ এ নিয়ে এবার সরব হলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক সমালোচক আমজাদ আয়ুব মির্জা ৷ এ নিয়ে শনিবার নিজের সোশাল মিডিয়া পেজে তিনি লেখেন, পাকিস্তান সরকার নিজের সঙ্গে যুদ্ধে নেমেছে ৷ ইমরান খানের সরকারকে কার্যত একহাত নেন ৷ তিনি বলেন, 3 দিন আগে সিন্ধ প্রদেশের আইজিকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জাররা ৷ গতরাতে, অর্থাৎ শুক্রবার সাংবাদিক আলি ইমরানকেও অপরহণ করা হয় ৷ এবার পাসতুন তাহাফুজ মুভমেন্টের নেতা মহসিন দাওয়ারকে অপহরণ করলো পাকিস্তান রেঞ্জার্স ৷ পাকিস্তানি সরকার এবার নিজের সঙ্গেই যুদ্ধ শুরু করেছে ৷

প্রসঙ্গত, শনিবার কোয়েটা বিমানবন্দরে নামতেইমহসিন দাওয়ারকে আটকে দেওয়া হয় ৷ তিনি কোয়েটায় বিরোধীদের পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনের তৃতীয় মিছিলে অংশ নিতে তিনি কোয়েটায় এসেছিলেন ৷ তবে, তাঁকে বিমানবন্দরের বাইরে বেরতে দেওয়া হয়নি ৷ এ নিয়ে মহসিন টুইটে লেখেন, তাঁকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না ৷ মহসিনকে আটক করার পাশাপাশি, পাকিস্তানের সাংবাদিক আলি ইমরান সৈয়দকে অপহরণ করা নিয়েও সরব হয়েছেন আমজাদ আয়ুব মির্জা ৷ 19 অক্টোবর পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের নেতা অবসরপ্রাপ্ত ক্যাপটেন সাফদর আওয়ানকে গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছিলনে আলি ইমরান সৈয়দ ৷ পাকিস্তানের সিন্ধপ্রদেশে পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারি এবং পুলিশের সঙ্গে পাকিস্তান রেঞ্জার্সের গুলির লড়াইয়ের প্রতিবাদে মিছিল করেছিলেন সাফদার আওয়ান ৷ সেই মিছিলের নেতৃত্বে ছিলেন তিনি ৷ এরপরই তাঁকে তাঁর হোটেলের ঘর থেকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স ৷

18 অক্টোবর সিন্ধ প্রদেশের এক এসপি পদমর্যাদার অফিসারকে গ্রেপ্তার করতে আসলে পাকিস্তান রেঞ্জারদের বাধা দেয় সেখানকার পুলিশ ৷ সেই ঘটনাতেই দু’তরফের মধ্যে হাতাহাতি থেকে গুলি চলতে শুরু করে ৷ এতে পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্সের কয়েকজন অফিসারের মৃত্যু হয় ৷ এরপরই ইমরান খানের পদত্যাগের দাবিতে পথে নামে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের নেতা কর্মীরা ৷ সেই মিছিলে সাফদার আওয়ান থাকায় তাঁকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স ৷ এমনকি আওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সিন্ধের আইজিপি মুস্তাক মেহরকে চাপ দেয় সেনা ৷ তিনি তা করতে রাজি না হলে, আইজিপিকেও তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স ৷ যার প্রতিবাদে সিন্ধপ্রদেশের উঁচু তলার প্রায় সব আধিকারিক ছুটিতে চলে যান ৷ এই ঘটনায় পাকিস্তানের সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ এ নিয়ে গত বুধবার সিন্ধ বার কাউন্সিলের তরফে আবেদন করা হয়েছে, পাকিস্তান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করুন ৷

গ্লাসগ্লো, 25 অক্টোবর: পাকিস্তানে সেনা ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর, বিরোধী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের শীর্ষনেতাদের গ্রেপ্তারি জারি রয়েছে সেদেশে ৷ এ নিয়ে এবার সরব হলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক সমালোচক আমজাদ আয়ুব মির্জা ৷ এ নিয়ে শনিবার নিজের সোশাল মিডিয়া পেজে তিনি লেখেন, পাকিস্তান সরকার নিজের সঙ্গে যুদ্ধে নেমেছে ৷ ইমরান খানের সরকারকে কার্যত একহাত নেন ৷ তিনি বলেন, 3 দিন আগে সিন্ধ প্রদেশের আইজিকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জাররা ৷ গতরাতে, অর্থাৎ শুক্রবার সাংবাদিক আলি ইমরানকেও অপরহণ করা হয় ৷ এবার পাসতুন তাহাফুজ মুভমেন্টের নেতা মহসিন দাওয়ারকে অপহরণ করলো পাকিস্তান রেঞ্জার্স ৷ পাকিস্তানি সরকার এবার নিজের সঙ্গেই যুদ্ধ শুরু করেছে ৷

প্রসঙ্গত, শনিবার কোয়েটা বিমানবন্দরে নামতেইমহসিন দাওয়ারকে আটকে দেওয়া হয় ৷ তিনি কোয়েটায় বিরোধীদের পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনের তৃতীয় মিছিলে অংশ নিতে তিনি কোয়েটায় এসেছিলেন ৷ তবে, তাঁকে বিমানবন্দরের বাইরে বেরতে দেওয়া হয়নি ৷ এ নিয়ে মহসিন টুইটে লেখেন, তাঁকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না ৷ মহসিনকে আটক করার পাশাপাশি, পাকিস্তানের সাংবাদিক আলি ইমরান সৈয়দকে অপহরণ করা নিয়েও সরব হয়েছেন আমজাদ আয়ুব মির্জা ৷ 19 অক্টোবর পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের নেতা অবসরপ্রাপ্ত ক্যাপটেন সাফদর আওয়ানকে গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছিলনে আলি ইমরান সৈয়দ ৷ পাকিস্তানের সিন্ধপ্রদেশে পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারি এবং পুলিশের সঙ্গে পাকিস্তান রেঞ্জার্সের গুলির লড়াইয়ের প্রতিবাদে মিছিল করেছিলেন সাফদার আওয়ান ৷ সেই মিছিলের নেতৃত্বে ছিলেন তিনি ৷ এরপরই তাঁকে তাঁর হোটেলের ঘর থেকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স ৷

18 অক্টোবর সিন্ধ প্রদেশের এক এসপি পদমর্যাদার অফিসারকে গ্রেপ্তার করতে আসলে পাকিস্তান রেঞ্জারদের বাধা দেয় সেখানকার পুলিশ ৷ সেই ঘটনাতেই দু’তরফের মধ্যে হাতাহাতি থেকে গুলি চলতে শুরু করে ৷ এতে পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্সের কয়েকজন অফিসারের মৃত্যু হয় ৷ এরপরই ইমরান খানের পদত্যাগের দাবিতে পথে নামে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের নেতা কর্মীরা ৷ সেই মিছিলে সাফদার আওয়ান থাকায় তাঁকে তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স ৷ এমনকি আওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সিন্ধের আইজিপি মুস্তাক মেহরকে চাপ দেয় সেনা ৷ তিনি তা করতে রাজি না হলে, আইজিপিকেও তুলে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্স ৷ যার প্রতিবাদে সিন্ধপ্রদেশের উঁচু তলার প্রায় সব আধিকারিক ছুটিতে চলে যান ৷ এই ঘটনায় পাকিস্তানের সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ এ নিয়ে গত বুধবার সিন্ধ বার কাউন্সিলের তরফে আবেদন করা হয়েছে, পাকিস্তান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.