ETV Bharat / international

সন্ত্রাসে মদতের জন্য অর্থের জোগান, হাফিজ় সইদের বিরুদ্ধে মামলা পাকিস্তানের - terrorism

26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করল পাকিস্তান ।

হাফিজ় সইদের বিরুদ্ধে মামলা পাকিস্তানের
author img

By

Published : Jul 4, 2019, 8:36 AM IST

লাহোর, 4 জুলাই : আন্তর্জাতিক মহলের চাপে নতিস্বীকার পাকিস্তানের । 26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করল পাকিস্তান । লাহোর, গুজরানওয়ালা এবং মুলতানে এই মামলাগুলি রুজু করা হয়েছে । গতকাল পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ মামলা রুজুর বিষয়টি সরকারি ভাবে জানায় ।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, জামাত-উদ-দাওয়া প্রধান সইদ ও তার 12 জন ঘনিষ্ঠ ব্যক্তি পাঁচটি ট্রাস্টের মাধ্যমে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করত । আল-আনফাল, দাওয়াত উল ইরশাদ এবং মুয়াজ় বিল জবল ট্রাস্টের নামে সম্পত্তি কেনা হত । সন্ত্রাসে অর্থ জোগাতে তারা এই সমস্ত ট্রাস্ট তৈরি করেছে ।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ আরও জানিয়েছে, জামাত উদ দাওয়া, লস্কর-ই-তইবা, FIF-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ।

লাহোর, 4 জুলাই : আন্তর্জাতিক মহলের চাপে নতিস্বীকার পাকিস্তানের । 26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করল পাকিস্তান । লাহোর, গুজরানওয়ালা এবং মুলতানে এই মামলাগুলি রুজু করা হয়েছে । গতকাল পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ মামলা রুজুর বিষয়টি সরকারি ভাবে জানায় ।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, জামাত-উদ-দাওয়া প্রধান সইদ ও তার 12 জন ঘনিষ্ঠ ব্যক্তি পাঁচটি ট্রাস্টের মাধ্যমে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করত । আল-আনফাল, দাওয়াত উল ইরশাদ এবং মুয়াজ় বিল জবল ট্রাস্টের নামে সম্পত্তি কেনা হত । সন্ত্রাসে অর্থ জোগাতে তারা এই সমস্ত ট্রাস্ট তৈরি করেছে ।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ আরও জানিয়েছে, জামাত উদ দাওয়া, লস্কর-ই-তইবা, FIF-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ।


Mumbai, Jul 04 (ANI): A case was filed against Rahul Gandhi in 2017 by a RSS worker, Dhrutiman Joshi for allegedly linking journalist Gauri Lankesh's killing with the BJP-RSS ideology. Rahul Gandhi is likely to appear in court on Thursday morning regarding the same. Dhrutiman Joshi, a lawyer and RSS worker said, "Rahul Gandhi will appear before Mazgaon Court today in connection with a criminal defamation case that was filed against him in 2017 by me, for saying that journalist Gauri Lankesh was killed because she spoke against RSS." He added, "Summons were also issued in February. Since he was busy with elections then he was given exemption by court. I had also filed complaint against CPM leader Sitaram Yechury for similar statement and he will also be summoned tomorrow."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.