নিউ ইয়র্ক, 26 সেপ্টেম্বর : গ্লোবাল টেররিস্টের তালিকায় থাকা জঙ্গি নেতা হাফিজ় সইদের হয়ে খোলাখুলি সওয়াল করল পাকিস্তান । হাফিজ় সইদকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছে পাকিস্তান । 15 অগাস্ট চিঠিটি নিরাপত্তা পরিষদে পাঠানে হয়েছিল । চিঠিতে লেখা, হাফিজ় সইদের পরিবারের সদস্য সংখ্যা চার । তাদের ভরণপোষণের দায়িত্ব হাফিজ়ের উপর । তাই পরিবারের ন্যূনতম খরচ চালাতে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷ উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 1267 নম্বর রেজ়লিউশনে হাফিজ়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয় ।
পাকিস্তান সরকারের চিঠিতে হাফিজ়দকে পাকিস্তানি নাগরিক হিসাবে উল্লেখ করে লেখা হয়েছে, সে 1974 থেকে 1999 সাল পর্যন্ত লাহোরের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনা করেছে । সেখানে হাফিজ় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ছিল । দীর্ঘ 25 বছর সেখানে কাজ করায় হাফিজ় পেনশন পায় । তার ব্যঙ্ক অ্যাকাউন্টে পেনশন বাবদ 4 লাখ 57 হাজার পাকিস্তানি রুপি জমা রয়েছে । তাই পরিবারের খরচ চালাতে হাফিজ়কে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক ৷ সে যাতে সেখান থেকে দেড় লাখ পাকিস্তানি রুপি তুলতে পারে সেই অনুমোদন দেওয়া হোক ৷
উল্লেখ্য, 2008 সালের 26 সেপ্টেম্বর মুম্বই হামলার নেপথ্যে ছিল লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ় । সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামা হামলার পাশাপাশি 2001 সালে সংসদভবনে হামলার মাস্টারমাইন্ডও ছিল এই জইশ প্রধান । নতুন সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে ভারত ইতিমধ্যেই লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ়কে জঙ্গি ঘোষণা করেছে । তাকে গ্লোবাল টেররিস্টের তালিকায় রেখেছে অ্যামেরিকাও৷ ২০১২ সাল থেকে ওই জঙ্গিনেতার মাথার দাম 1 কোটি মার্কিন ডলার ৷
নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠি সামনে আসতেই পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয় তা ফের সামনে এল । 17 জুলাই একটি সন্ত্রাসবাদ মামলায় হাফিজ়কে গ্রেপ্তার করে পাকিস্তান প্রশাসন ৷ হাফিজ়ের বিরুদ্ধে মোট 23টি মামলা দায়ের করা হয়েছে লাহৌর, গুজরানওয়ালা ও মুলতানে । তাকে বিশেষ নিরাপত্তা বলয়ে লাহোরের লখপত জেলে রাখা হয়েছে । কূটনৈতিক ও বিশ্ব রাজনৈতিক মহলের মত, রাষ্ট্রসংঘকে চিঠি লিখে এক জঙ্গি নেতাকে সাহায্য করার এই চেষ্টাতেই স্পষ্ট যে, পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়া থেকে বিরত থাকবে না ।