ETV Bharat / international

হাফিজ়কে টাকা তুলতে দেওয়া হোক, রাষ্ট্রসংঘকে চিঠি পাকিস্তানের - Pakistan

হাফিজ় সইদকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছে পাকিস্তান । 15 অগাস্ট চিঠিটি নিরাপত্তা পরিষদে পাঠানে হয়েছিল । চিঠিতে লেখা, হাফিজ় সইদের পরিবারের সদস্য সংখ্যা চার । তাদের ভরণপোষণের দায়িত্ব হাফিজ়ের উপর । তাই পরিবারের ন্যূনতম খরচ চালাতে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷

হাফিজ়কে টাকা তুলতে দেওয়া হোক, রাষ্ট্রসংঘকে চিঠি পাকিস্তানের
author img

By

Published : Sep 26, 2019, 12:55 PM IST

নিউ ইয়র্ক, 26 সেপ্টেম্বর : গ্লোবাল টেররিস্টের তালিকায় থাকা জঙ্গি নেতা হাফিজ় সইদের হয়ে খোলাখুলি সওয়াল করল পাকিস্তান । হাফিজ় সইদকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছে পাকিস্তান । 15 অগাস্ট চিঠিটি নিরাপত্তা পরিষদে পাঠানে হয়েছিল । চিঠিতে লেখা, হাফিজ় সইদের পরিবারের সদস্য সংখ্যা চার । তাদের ভরণপোষণের দায়িত্ব হাফিজ়ের উপর । তাই পরিবারের ন্যূনতম খরচ চালাতে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷ উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 1267 নম্বর রেজ়লিউশনে হাফিজ়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয় ।

পাকিস্তান সরকারের চিঠিতে হাফিজ়দকে পাকিস্তানি নাগরিক হিসাবে উল্লেখ করে লেখা হয়েছে, সে 1974 থেকে 1999 সাল পর্যন্ত লাহোরের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনা করেছে । সেখানে হাফিজ় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ছিল । দীর্ঘ 25 বছর সেখানে কাজ করায় হাফিজ় পেনশন পায় । তার ব্যঙ্ক অ্যাকাউন্টে পেনশন বাবদ 4 লাখ 57 হাজার পাকিস্তানি রুপি জমা রয়েছে । তাই পরিবারের খরচ চালাতে হাফিজ়কে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক ৷ সে যাতে সেখান থেকে দেড় লাখ পাকিস্তানি রুপি তুলতে পারে সেই অনুমোদন দেওয়া হোক ৷

উল্লেখ্য, 2008 সালের 26 সেপ্টেম্বর মুম্বই হামলার নেপথ্যে ছিল লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ় । সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামা হামলার পাশাপাশি 2001 সালে সংসদভবনে হামলার মাস্টারমাইন্ডও ছিল এই জইশ প্রধান । নতুন সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে ভারত ইতিমধ্যেই লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ়কে জঙ্গি ঘোষণা করেছে । তাকে গ্লোবাল টেররিস্টের তালিকায় রেখেছে অ্যামেরিকাও৷ ২০১২ সাল থেকে ওই জঙ্গিনেতার মাথার দাম 1 কোটি মার্কিন ডলার ৷

নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠি সামনে আসতেই পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয় তা ফের সামনে এল । 17 জুলাই একটি সন্ত্রাসবাদ মামলায় হাফিজ়কে গ্রেপ্তার করে পাকিস্তান প্রশাসন ৷ হাফিজ়ের বিরুদ্ধে মোট 23টি মামলা দায়ের করা হয়েছে লাহৌর, গুজরানওয়ালা ও মুলতানে । তাকে বিশেষ নিরাপত্তা বলয়ে লাহোরের লখপত জেলে রাখা হয়েছে । কূটনৈতিক ও বিশ্ব রাজনৈতিক মহলের মত, রাষ্ট্রসংঘকে চিঠি লিখে এক জঙ্গি নেতাকে সাহায্য করার এই চেষ্টাতেই স্পষ্ট যে, পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়া থেকে বিরত থাকবে না ।

নিউ ইয়র্ক, 26 সেপ্টেম্বর : গ্লোবাল টেররিস্টের তালিকায় থাকা জঙ্গি নেতা হাফিজ় সইদের হয়ে খোলাখুলি সওয়াল করল পাকিস্তান । হাফিজ় সইদকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছে পাকিস্তান । 15 অগাস্ট চিঠিটি নিরাপত্তা পরিষদে পাঠানে হয়েছিল । চিঠিতে লেখা, হাফিজ় সইদের পরিবারের সদস্য সংখ্যা চার । তাদের ভরণপোষণের দায়িত্ব হাফিজ়ের উপর । তাই পরিবারের ন্যূনতম খরচ চালাতে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷ উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 1267 নম্বর রেজ়লিউশনে হাফিজ়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয় ।

পাকিস্তান সরকারের চিঠিতে হাফিজ়দকে পাকিস্তানি নাগরিক হিসাবে উল্লেখ করে লেখা হয়েছে, সে 1974 থেকে 1999 সাল পর্যন্ত লাহোরের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনা করেছে । সেখানে হাফিজ় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ছিল । দীর্ঘ 25 বছর সেখানে কাজ করায় হাফিজ় পেনশন পায় । তার ব্যঙ্ক অ্যাকাউন্টে পেনশন বাবদ 4 লাখ 57 হাজার পাকিস্তানি রুপি জমা রয়েছে । তাই পরিবারের খরচ চালাতে হাফিজ়কে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক ৷ সে যাতে সেখান থেকে দেড় লাখ পাকিস্তানি রুপি তুলতে পারে সেই অনুমোদন দেওয়া হোক ৷

উল্লেখ্য, 2008 সালের 26 সেপ্টেম্বর মুম্বই হামলার নেপথ্যে ছিল লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ় । সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামা হামলার পাশাপাশি 2001 সালে সংসদভবনে হামলার মাস্টারমাইন্ডও ছিল এই জইশ প্রধান । নতুন সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে ভারত ইতিমধ্যেই লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ়কে জঙ্গি ঘোষণা করেছে । তাকে গ্লোবাল টেররিস্টের তালিকায় রেখেছে অ্যামেরিকাও৷ ২০১২ সাল থেকে ওই জঙ্গিনেতার মাথার দাম 1 কোটি মার্কিন ডলার ৷

নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠি সামনে আসতেই পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয় তা ফের সামনে এল । 17 জুলাই একটি সন্ত্রাসবাদ মামলায় হাফিজ়কে গ্রেপ্তার করে পাকিস্তান প্রশাসন ৷ হাফিজ়ের বিরুদ্ধে মোট 23টি মামলা দায়ের করা হয়েছে লাহৌর, গুজরানওয়ালা ও মুলতানে । তাকে বিশেষ নিরাপত্তা বলয়ে লাহোরের লখপত জেলে রাখা হয়েছে । কূটনৈতিক ও বিশ্ব রাজনৈতিক মহলের মত, রাষ্ট্রসংঘকে চিঠি লিখে এক জঙ্গি নেতাকে সাহায্য করার এই চেষ্টাতেই স্পষ্ট যে, পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়া থেকে বিরত থাকবে না ।

Kupwara (JandK), Sep 26 (ANI): The Jammu and Kashmir government will set up three internet kiosks with professional staff in every District Commissioner's office in the Kashmir Valley, for the submission of pre and post Matric scholarship forms. Jammu and Kashmir is facing restrictions since Article 370 was revoked from the state on August 05. However, the government is saying that restrictions are being lifted in phased manner.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.