ETV Bharat / international

নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাক আদালতের

নওয়াজ শরিফ ছাড়াও বিচারক সৈয়দ আসগর আলি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলি জারদারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আরও দুজনের নামে সমন জারি করেছেন ৷

Sharif
Sharif
author img

By

Published : May 30, 2020, 4:29 PM IST

ইসলামাবাদ, 30 মে: বিলাসবহুল যানবাহন এবং উপহার গ্রহণ ও আদালতের কার্যক্রমে অনুপস্থিত থাকার জন্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইসলামাবাদ আদালত ৷ গত 2 মার্চ আদালতে এই রেফারেন্স দায়ের করা হয়েছিল ৷ নওয়াজ শরিফ ছাড়াও বিচারক সৈয়দ আসগর আলি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলি জারদারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আরও দু'জনের নামে সমন জারি করেছেন ৷ ওই রেফারেন্সে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল ৷

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর রেফারেন্স অনুযায়ী, জারদারি ও শরিফকে অবৈধভাবে গাড়ি বরাদ্দ করে দেওয়ার জন্য গিলানিকে অভিযুক্ত করা হয়েছিল ৷ শরিফ চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন ৷ তাছাড়া তাঁর হয়ে আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি চেয়েও কেউ হাজির হননি ৷ তাই শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত ৷

11 জুন শরিফ, জারদারি সহ সমস্ত অভিযুক্তদের পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইসলামাবাদ, 30 মে: বিলাসবহুল যানবাহন এবং উপহার গ্রহণ ও আদালতের কার্যক্রমে অনুপস্থিত থাকার জন্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইসলামাবাদ আদালত ৷ গত 2 মার্চ আদালতে এই রেফারেন্স দায়ের করা হয়েছিল ৷ নওয়াজ শরিফ ছাড়াও বিচারক সৈয়দ আসগর আলি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলি জারদারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আরও দু'জনের নামে সমন জারি করেছেন ৷ ওই রেফারেন্সে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল ৷

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর রেফারেন্স অনুযায়ী, জারদারি ও শরিফকে অবৈধভাবে গাড়ি বরাদ্দ করে দেওয়ার জন্য গিলানিকে অভিযুক্ত করা হয়েছিল ৷ শরিফ চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন ৷ তাছাড়া তাঁর হয়ে আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি চেয়েও কেউ হাজির হননি ৷ তাই শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত ৷

11 জুন শরিফ, জারদারি সহ সমস্ত অভিযুক্তদের পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.