ETV Bharat / international

রবীন্দ্রনাথের উক্তি অন্যের নামে টুইট করে ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী

author img

By

Published : Jun 19, 2019, 8:45 PM IST

রবীন্দ্রনাথের উক্তি অন্যের নামে টুইট পাকিস্তানের প্রধানমন্ত্রীর । নিজের দেশেই সমালোচনার মুখে ইমরান খান ।

রবীন্দ্রনাথ ঠাকুর

ইসলামাবাদ, 19 জুন : রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি অন্যের নামে টুইট করে বিতর্কে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান । টুইটে উক্তিটি অন্য এক লেখকের বলে তিনি উল্লেখ করেছেন । তার জেরে নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ।

আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি অনুপ্রেরণামূলক টুইট করেন ইমরান । সেখানে তিনি লেবানিজ়-অ্যামেরিকান লেখক কাহলিল গিব্রানের কথা উল্লেখ করে লেখেন, যাঁরা গিব্রানের শব্দের মাহাত্ম্য বুঝতে চান এবং আবিষ্কার করতে চান, তাঁদের তৃপ্তির জন্য নিচের এই উক্তিটি রইল । তারপরই একটি উক্তি নিচের টুইটারে তুলে ধরেন । তাতে লেখা, " I slept and dreamed that life is all joy. I woke and i saw that life is all service. I served and I saw that service is joy" । টুইটে তিনি উক্তিটি লেবানিজ় লেখক খলিল গিব্রানের বলে উল্লেখ করেন ।

  • Those who discover and get to understand the wisdom of Gibran's words, cited below, get to live a life of contentment. pic.twitter.com/BdmIdqGxeL

    — Imran Khan (@ImranKhanPTI) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই বেধেছে বিপত্তি । আসলে উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর বিখ্যাত উক্তি "I slept and dreamt that life was all joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy. " এর অনুকরণেই টুইটটি লেখা ।

ইমরান টুইট করার পর পাকিস্তান নাগরিকরাই সমালোচনার ঝড় তেলেন। প্রত্যেকেই বলেন, উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, খলিল গিব্রানের নয় । এক পাকিস্তান নাগরিক তো এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীকে উপদেশ দেন হোয়াটস অ্যাপে শেয়ার হওয়া কোনও তথ্য যাচাই না করে প্রকাশ না করতে।

ইসলামাবাদ, 19 জুন : রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি অন্যের নামে টুইট করে বিতর্কে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান । টুইটে উক্তিটি অন্য এক লেখকের বলে তিনি উল্লেখ করেছেন । তার জেরে নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ।

আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি অনুপ্রেরণামূলক টুইট করেন ইমরান । সেখানে তিনি লেবানিজ়-অ্যামেরিকান লেখক কাহলিল গিব্রানের কথা উল্লেখ করে লেখেন, যাঁরা গিব্রানের শব্দের মাহাত্ম্য বুঝতে চান এবং আবিষ্কার করতে চান, তাঁদের তৃপ্তির জন্য নিচের এই উক্তিটি রইল । তারপরই একটি উক্তি নিচের টুইটারে তুলে ধরেন । তাতে লেখা, " I slept and dreamed that life is all joy. I woke and i saw that life is all service. I served and I saw that service is joy" । টুইটে তিনি উক্তিটি লেবানিজ় লেখক খলিল গিব্রানের বলে উল্লেখ করেন ।

  • Those who discover and get to understand the wisdom of Gibran's words, cited below, get to live a life of contentment. pic.twitter.com/BdmIdqGxeL

    — Imran Khan (@ImranKhanPTI) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই বেধেছে বিপত্তি । আসলে উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর বিখ্যাত উক্তি "I slept and dreamt that life was all joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy. " এর অনুকরণেই টুইটটি লেখা ।

ইমরান টুইট করার পর পাকিস্তান নাগরিকরাই সমালোচনার ঝড় তেলেন। প্রত্যেকেই বলেন, উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, খলিল গিব্রানের নয় । এক পাকিস্তান নাগরিক তো এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীকে উপদেশ দেন হোয়াটস অ্যাপে শেয়ার হওয়া কোনও তথ্য যাচাই না করে প্রকাশ না করতে।

New Delhi, June 19 (ANI): Reacting on recent draft of a new ordinance cleared by Uttar Pradesh's cabinet, Deputy Chief Minister of Uttar Pradesh Keshav Prasad Maurya said, "No anti-national activity would be tolerated in any educational institution of the country. "He further added, "Yes, our cabinet has taken a decision that only education should be imparted in the educational institutions and no anti-national activity will be tolerated." The draft of a new ordinance cleared by Yogi Adityanath's cabinet on Tuesday mandates new and existing private universities in Uttar Pradesh to submit an undertaking that their campuses will not be allowed to be a place of 'anti-national activities in any way'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.