ETV Bharat / international

হামলার ৯ মিনিট আগে সন্দেহভাজন জঙ্গির ঘোষণাপত্র পাই : নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী - Christchurch mosques terrorist attack

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ৯ মিনিট আগে সন্দেহভাজন জঙ্গির ঘোষণাপত্র পাই : নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী

জাসিন্ডা আর্ডান
author img

By

Published : Mar 17, 2019, 11:01 AM IST

Updated : Mar 17, 2019, 11:08 AM IST

ক্রাইস্টচার্চ, ১৭ মার্চ : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালানোর ৯ মিনিট আগে নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসে একটি ঘোষণাপত্র পাঠায় সন্দেহভাজন জঙ্গি। আজ একথা জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

তিনি বলেন, "হামলা চালানোর ৯ মিনিট আগে একটি ঘোষণাপত্র মেইল করা হয়। ৩০ জনের বেশি প্রাপকের মধ্যে আমিও ছিলাম।" কী ছিল সেই ঘোষণাপত্রে ? প্রধানমন্ত্রী বলেন, "তাতে কোনও জায়গার কথা বলা হয়নি। নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।" তিনি জানান, মেইল আসার দু'মিনিটের মধ্যেই তা নিরাপত্তা সংস্থাকে পাঠানো হয়।

উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজ়িল্যান্ড পুলিশের তরফে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

ক্রাইস্টচার্চ, ১৭ মার্চ : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালানোর ৯ মিনিট আগে নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসে একটি ঘোষণাপত্র পাঠায় সন্দেহভাজন জঙ্গি। আজ একথা জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

তিনি বলেন, "হামলা চালানোর ৯ মিনিট আগে একটি ঘোষণাপত্র মেইল করা হয়। ৩০ জনের বেশি প্রাপকের মধ্যে আমিও ছিলাম।" কী ছিল সেই ঘোষণাপত্রে ? প্রধানমন্ত্রী বলেন, "তাতে কোনও জায়গার কথা বলা হয়নি। নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।" তিনি জানান, মেইল আসার দু'মিনিটের মধ্যেই তা নিরাপত্তা সংস্থাকে পাঠানো হয়।

উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজ়িল্যান্ড পুলিশের তরফে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

RESTRICTION SUMMARY: NO ACCESS NEW ZEALAND
SHOTLIST:
++PRELIMINARY SCRIPT++
TVNZ - NO ACCESS NEW ZEALAND
Wellington - 17 March 2019
1. SOUNDBITE (English) Jacinda Ardern, Prime Minister of New Zealand:
++TRANSCRIPTION TO FOLLOW++
++ENDS ON SOUNDBITE++
STORYLINE:
New Zealand's Prime Minister Jacinda Ardern said on Sunday that some bodies of those killed in the Christchurch terror attacks will start being released to families.
The death toll from Friday's massacres at two mosques rose to 50 after police found another victim while removing bodies from the crime scenes.
Ardern had visited the Kilbirnie Mosque in Wellington earlier on Sunday to pay her respects and meet members of the Muslim community.
++MORE TO FOLLOW++
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Mar 17, 2019, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.