ETV Bharat / international

দেশ কোরোনামুক্ত, আনন্দে নাচলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী - Corona treatment

সুস্থ হলেন নিউজ়িল্যান্ডের শেষ কোরোনা আক্রান্ত রোগী ৷ বর্তমানে দেশ সম্পূর্ণ কোরোনামুক্ত বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ৷

নিউজ়িল্যান্ড
নিউজ়িল্যান্ড
author img

By

Published : Jun 8, 2020, 3:11 PM IST

ওয়েলিংটন (নিউজ়িল্যান্ড), 8 জুন : সম্পূর্ণ কোরোনামু্ক্ত নিউজ়িল্যান্ড ৷ আজই ওই দেশের শেষ কোরোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়ে গেলেন ৷ খবর পেয়ে নিজের ঘরে নাচলেন বলে জানালেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ৷

তবে, দেশের সীমান্তে এখনও বিধিনিষেধ জারি থাকবে বলেই জানানো হয়েছে ৷ জেসিন্ডা বলেন, সামাজিক দূরত্ব ও জন সমাবেশের উপর যে সমস্ত বিধি নিষেধ জারি করা হয়েছিল, তা আর মানার দরকার নেই ৷

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আমরা আত্মবিশ্বাসী যে, আমরা নিউজ়িল্যান্ডে আপাতত ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে পেরেছি ৷ দেশবাসী এই ভাইরাসের সংক্রমণ রুখতে অভিনব অনেক উপায় অনুসরণ করতে একমত হয়েছিল ৷"

নিউজ়িল্যান্ডের জনসংখ্যা 50 লাখের উপর ৷ সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 1,154 ৷ মৃত্যু হয়েছে 22জনের ৷ বিগত 17 দিনে নতুন করে কেউ কোরোনায় আক্রান্ত হননি ৷ এক সপ্তাহে শুধু একটিই পজ়িটিভ কেস ছিল ৷ শেষ কোরোনা আক্রান্ত রোগী সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও খবর, ওই কোরোনা আক্রান্ত রোগী একজন 50 বছর বয়সি মহিলা ৷ তাঁর অকল্যান্ড নার্সিং হোমে চিকিৎসা চলছিল ৷

প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, সাত সপ্তাহ ধরে লকডাউনের মতো নিউজ়িল্যান্ডবাসী যে ত্যাগ করেছে, সেটাই ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার হার কমিয়ে দিয়েছে ৷ বর্তমানে দেশে একটাও পজ়িটিভ কেস নেই ৷ দেশ কোরোনামুক্ত হওয়ায় তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে মেয়ে নেভের সঙ্গে তিনি নাচ করেছেন ৷

বিধিনিষেধগুলি এবার কমালে নিউজ়িল্যান্ডের অর্থনীতিতে সাহায্য হবে বলে মনে করছেন জেসিন্ডা ৷ বলেন, "অর্থনীতিকে তুলে ধরতে এবার আমাদের পুরোদমে লেগে পড়তে হবে ৷"

ওয়েলিংটন (নিউজ়িল্যান্ড), 8 জুন : সম্পূর্ণ কোরোনামু্ক্ত নিউজ়িল্যান্ড ৷ আজই ওই দেশের শেষ কোরোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়ে গেলেন ৷ খবর পেয়ে নিজের ঘরে নাচলেন বলে জানালেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ৷

তবে, দেশের সীমান্তে এখনও বিধিনিষেধ জারি থাকবে বলেই জানানো হয়েছে ৷ জেসিন্ডা বলেন, সামাজিক দূরত্ব ও জন সমাবেশের উপর যে সমস্ত বিধি নিষেধ জারি করা হয়েছিল, তা আর মানার দরকার নেই ৷

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আমরা আত্মবিশ্বাসী যে, আমরা নিউজ়িল্যান্ডে আপাতত ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে পেরেছি ৷ দেশবাসী এই ভাইরাসের সংক্রমণ রুখতে অভিনব অনেক উপায় অনুসরণ করতে একমত হয়েছিল ৷"

নিউজ়িল্যান্ডের জনসংখ্যা 50 লাখের উপর ৷ সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 1,154 ৷ মৃত্যু হয়েছে 22জনের ৷ বিগত 17 দিনে নতুন করে কেউ কোরোনায় আক্রান্ত হননি ৷ এক সপ্তাহে শুধু একটিই পজ়িটিভ কেস ছিল ৷ শেষ কোরোনা আক্রান্ত রোগী সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও খবর, ওই কোরোনা আক্রান্ত রোগী একজন 50 বছর বয়সি মহিলা ৷ তাঁর অকল্যান্ড নার্সিং হোমে চিকিৎসা চলছিল ৷

প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, সাত সপ্তাহ ধরে লকডাউনের মতো নিউজ়িল্যান্ডবাসী যে ত্যাগ করেছে, সেটাই ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার হার কমিয়ে দিয়েছে ৷ বর্তমানে দেশে একটাও পজ়িটিভ কেস নেই ৷ দেশ কোরোনামুক্ত হওয়ায় তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে মেয়ে নেভের সঙ্গে তিনি নাচ করেছেন ৷

বিধিনিষেধগুলি এবার কমালে নিউজ়িল্যান্ডের অর্থনীতিতে সাহায্য হবে বলে মনে করছেন জেসিন্ডা ৷ বলেন, "অর্থনীতিকে তুলে ধরতে এবার আমাদের পুরোদমে লেগে পড়তে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.