কাঠমান্ডু, 15 ডিসেম্বর: নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে (Nepali Congress elected PM Deuba as party president) দলের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করল সে দেশের শাসকদল নেপালি কংগ্রেস (Nepali Congress re elected PM Deuba as party president) ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখর কৈরালাকে (Shekhar Koirala) হারিয়ে সভাপতির চেয়ারে বসলেন দেউবা ৷ তাঁর প্রাপ্ত ভোট 2,733 ৷ অপরদিকে কৈরালা পেয়েছেন 1,855টি ভোট ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী গিরিজাপ্রসাদ কৈরালার (Girija Prasad Koirala) ভাইপো শেখর কৈরালা ৷
মঙ্গলবারের সভাপতি নির্বাচনে মোট 4,623টি ভোট পড়েছে ৷ এর মধ্যে 35টি ভোট বাতিল হয়ে যায় ৷ প্রথম দফার ভোটে 5 জন প্রার্থীর কেউই 50 শতাংশের বেশি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সভাপতি নির্বাচন করা যায়নি ৷ এরপর প্রথম দফায় দলের সভাপতি পদের অপর প্রার্থী প্রকাশ মান সিং ও বিমলেন্দ্র নিধি দ্বিতীয় দফার নির্বাচনে 75 বছরের দেউবাকে সমর্থনের সিদ্ধান্ত নেন ৷ এর ফলেই দেউবার জয় সহজ হয়ে যায় ৷ এই নিয়ে দ্বিতীয়বার দেউবাকে সভাপতি হিসেবে নির্বাচিত করলেন নেপালি কংগ্রেসের প্রতিনিধিরা ৷ এর আগে, 2016 সালের মার্চ মাসে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷
আরও পড়ুন: Nepal Visit of Mamata Banerjee : মমতার নেপাল সফরে 'না' বিদেশমন্ত্রকের
নেপালি কংগ্রেসে সভাপতি হিসেবে নির্বাচিত (Nepali Congress re-elected PM Deuba as party president) হতে গেলে প্রার্থীকে 50 শতাংশ ও আরও একটি ভোট পেতে হয় ৷ যদি প্রথম রাউন্ডে কেউ তা না পান, তাহলে দ্বিতীয় দফায় ভোটদান চলে ৷ দলীয় নিয়ম অনুযায়ী এই দফায় সর্বাধিক ভোট পাওয়া দু'জন প্রার্থী লড়েন ৷
এ দিনের নির্বাচনে সভাপতি ছাড়াও দু'জন সহ-সভাপতি, দু'জন সাধারণ সম্পাদক, আটজন যুগ্ম সাধারণ সম্পাদক ও 121 জন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যকে নির্বাচিত করেন দলের সদস্যরা ৷
আরও পড়ুন: Nepal Politics : পঞ্চমবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা