ETV Bharat / international

নেপালে বিমান দুর্ঘটনা, মৃত কমপক্ষে 2

নেপালের লুকলার তেনজ়িং-হিলারি বিমানবন্দরে টেক অফ করার সময় বিমানের সঙ্গে ধাক্কা লাগল হেলিকপ্টারের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে 2 জন।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 14, 2019, 10:44 AM IST

কাঠমান্ডু, 14 এপ্রিল : নেপালে টেক অফ করার সময় বিমানের সঙ্গে ধাক্কা লাগল হেলিকপ্টারের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে 2 জন। আহত 5। আহতদের চিকিৎসার জন্য বিমানে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি নেপালের লুকলার তেনজ়িং-হিলারি বিমানবন্দরের।

ANI সূত্রে খবর, আজ সকালে বিমানটি টেক অফ করার সময় হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মী বলে জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।

লুকলায় 1964 সালে তৈরি হওয়া বিমানবন্দরটি বিশের সবচেয়ে বিপদসঙ্কুল বিমানবন্দর। মাউন্ট এভারেস্টের বেস পয়েন্টে হওয়ায় ওড়ার সময় ঝোড়ো হাওয়ার মুখে পড়তে হয় বিমানগুলিকে। এছাড়াও ছোটো রানওয়েও সমস্যা তৈরি করে।

কাঠমান্ডু, 14 এপ্রিল : নেপালে টেক অফ করার সময় বিমানের সঙ্গে ধাক্কা লাগল হেলিকপ্টারের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে 2 জন। আহত 5। আহতদের চিকিৎসার জন্য বিমানে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি নেপালের লুকলার তেনজ়িং-হিলারি বিমানবন্দরের।

ANI সূত্রে খবর, আজ সকালে বিমানটি টেক অফ করার সময় হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মী বলে জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।

লুকলায় 1964 সালে তৈরি হওয়া বিমানবন্দরটি বিশের সবচেয়ে বিপদসঙ্কুল বিমানবন্দর। মাউন্ট এভারেস্টের বেস পয়েন্টে হওয়ায় ওড়ার সময় ঝোড়ো হাওয়ার মুখে পড়তে হয় বিমানগুলিকে। এছাড়াও ছোটো রানওয়েও সমস্যা তৈরি করে।

New Delhi, Apr 14 (ANI): NASA is heading to celebrate Earth Day 2019 in a new way. The space agency has launched a new social media event to see how others (non-scientists or astronauts) see the Earth. As part of the #PictureEarth event on April22, 2019, which marks Earth Day, NASA is inviting everyone to post a close-up photo of their favourite natural features of the planet, such as crashing waves, ancient trees, blooming flowers, or stunning sunsets. NASA explains on the official blog that users can upload the photo on April 22 and use the hashtag #PictureEarth. If you are participating, be sure to include the location where the photo was taken in the description across social media channels including Instagram, Twitter, and NASA's Earth Facebook event page. NASA will select the best photos from around the world to showcase them later in videos and composite images. The agency will also share some of the most stunning images of Earth from space.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.