ETV Bharat / international

নেপালের সংসদে 10 মে আস্থা ভোট - Nepal

রবিবার নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠক হয় ৷ ওই বৈঠকে ওলি জানান যে নেপালের সংসদের আস্থা জিততে তাঁরা চেষ্টা করবেন ৷ সেখানকার একটি সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে ৷

নেপালের সংসদে 10 মে আস্থা ভোট
নেপালের সংসদে 10 মে আস্থা ভোট
author img

By

Published : May 3, 2021, 6:41 PM IST

কাঠমান্ডু, 3 মে : 10 মে আস্থাভোট নেপালে ৷ সেই দিনই ঠিক হবে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতায় থাকতে পারবেন কি না ! ওই দিন নেপালের সংসদের অধিবেশন ডাকা হয়েছে ৷ অধিবেশন ডেকেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ৷ প্রধানমন্ত্রীর অনুরোধেই তিনি সেদিন সংসদের অধিবেশন ডেকেছেন ৷

নেপালে হাউজ় অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা 275 ৷ 136 টি ভোট পেলেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজের গদি বাঁচাতে পারবেন ৷ যদিও নেপালের সংসদের ম্যাজিক ফিগার হওয়া উচিত 138 ৷ কিন্তু চার জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাই ওলির জন্য সংখ্যাটা 136 ৷

রবিবার নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠক হয় ৷ ওই বৈঠকে ওলি জানান যে নেপালের সংসদের আস্থা জিততে তাঁরা চেষ্টা করবেন ৷ সেখানকার একটি সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : নীতি পঙ্গু সরকার করোনাকে হারাতে পারবে না, অভিযোগ রাহুলের

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সংসদ ভেঙে দিয়েছিলেন ওলি ৷ এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল ৷ নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ওলির সিদ্ধান্তের জেরে ৷ নতুন করে নির্বাচন করা হবে বলে তিনি জানিয়েছিলেন ৷ কিন্তু পরে নেপালের সুপ্রিম কোর্ট ওলির সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় ৷ পুনরায় সংসদ বহাল করে ৷

কাঠমান্ডু, 3 মে : 10 মে আস্থাভোট নেপালে ৷ সেই দিনই ঠিক হবে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতায় থাকতে পারবেন কি না ! ওই দিন নেপালের সংসদের অধিবেশন ডাকা হয়েছে ৷ অধিবেশন ডেকেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ৷ প্রধানমন্ত্রীর অনুরোধেই তিনি সেদিন সংসদের অধিবেশন ডেকেছেন ৷

নেপালে হাউজ় অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা 275 ৷ 136 টি ভোট পেলেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজের গদি বাঁচাতে পারবেন ৷ যদিও নেপালের সংসদের ম্যাজিক ফিগার হওয়া উচিত 138 ৷ কিন্তু চার জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাই ওলির জন্য সংখ্যাটা 136 ৷

রবিবার নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠক হয় ৷ ওই বৈঠকে ওলি জানান যে নেপালের সংসদের আস্থা জিততে তাঁরা চেষ্টা করবেন ৷ সেখানকার একটি সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : নীতি পঙ্গু সরকার করোনাকে হারাতে পারবে না, অভিযোগ রাহুলের

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সংসদ ভেঙে দিয়েছিলেন ওলি ৷ এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল ৷ নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ওলির সিদ্ধান্তের জেরে ৷ নতুন করে নির্বাচন করা হবে বলে তিনি জানিয়েছিলেন ৷ কিন্তু পরে নেপালের সুপ্রিম কোর্ট ওলির সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় ৷ পুনরায় সংসদ বহাল করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.