কাবুল, 7 সেপ্টেম্বর : জল্পনার অবসান ঘটিয়ে আফগানিস্তানে নয়া সরকার ঘোষণা করল তালিবান ৷ মঙ্গলবার আফগানিস্তানে কেয়ারটেকার ক্যাবিনেটের নাম ঘোষণা করা হয়েছে ৷ গত বিশ বছর ধরে যেসব তালিব নেতারা মার্কিন মদতপুষ্ট আফগান সরকারের পতন ঘটাতে সাহায্য করেছে, তাদের উঁচু পদ দেওয়া হয়েছে ৷ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মোল্লাহ হাসান আখুন্দের ৷ তার দু‘জন ডেপুটির মধ্যে একজন হলেন মোল্লাহ আবদুল গনি বরাদর ৷ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৷
পঞ্জশির দখল নিয়ে আফগানিস্তানে বজায় ছিল যুদ্ধের পরিবেশ ৷ সোমবার তালিবানের তরফে দাবি করা হয় পঞ্জশির দখলে এসেছে তাদের ৷ এখন থেকে সম্পূর্ণ আফগান ভূমি তাদের ৷ তালিবানদের কাবুল দখলের পর 22টা দিন কেটে গেলেও হাতের বাইরে ছিল পঞ্জশির ৷ লড়াই চালাচ্ছিলেন আহমেদ মাসুদ ৷ কিন্তু বেশিদিন প্রতিরোধ বজায় রাখতে পারলেন না তিনি ৷ সোমবার তাদের তরফে দাবি করা হয়, সব বিরোধিতা গুঁড়িয়ে হিন্দুকুশ পাহাড়ের কোলে অবস্থিত পঞ্জশিরও দখল করে ফেলেছে তারা ৷ আর তারপরই নাকি তালিবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন নর্দার্ন অ্য়ালায়েন্সের অন্যতম নেতা 32 বছরের আহমেদ মাসুদ ৷ এরপরই নতুন সরকারের ঘোষণা করল তালিবান ৷
আরও পড়ুন : Afghanistan: কাবুলে পাকবিরোধী বিক্ষোভে গুলি তালিবানের, সাংবাদিকদের গ্রেফতার
তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মন্ত্রিসভা ঘোষণার সময় বলেন, এই নিয়োগগুলি অন্তর্বর্তী সরকারের জন্য । যদিও কতদিন এই অন্তর্বর্তী সরকার চলবে পরবর্তীকালে কোনও পরিবর্তন হবে তা বিস্তারিত বলেননি তিনি ৷ আজই কাবুলে পাকিস্তান বিরোধিতায় সরব হন আফগানরা ৷ কয়েকশো মানুষের বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ স্লোগান ওঠে ইসলামাবাদ ও আইএসআই-এর বিরুদ্ধে ৷ বিক্ষোভকারীরা মিছিল করে যাচ্ছিলেন কাবুল সেরেনা হোটেলের দিকে ৷ সেখানেই গত এক সপ্তাহ ধরে রয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অধিকর্তা ৷ কাবুলে রাষ্ট্রপতিভবনের সামনে বিক্ষোভে হঠাৎ গুলি চালায় তালিবান ৷ গ্রেফতার করা হয় সাংবাদিক ও চিত্রগ্রাহকদের ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুজাহিদের মন্ত্রিসভা নিয়োগের ঘোষণার কথা সামনে এসেছে ৷ এখনও পর্যন্ত তালিবান নির্বাচনের কোনও ইঙ্গিত দেয়নি ৷