ETV Bharat / international

পাকিস্তানে মা-মেয়েকে যৌন হেনস্থা, 15 দিন পর অভিযোগ দায়ের পুলিশের

15 দিন পর অভিযোগ দায়ের হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাও নির্যাতিতা দুই মহিলার পরিবারের তরফে প্রতিবাদ করা হলে পুলিশ অভিযোগ নেয় ৷

author img

By

Published : Nov 9, 2020, 3:49 PM IST

mother-daughter-sexually-assaulted-in-pakistans-faisalabad
পাকিস্তানের ফৈসালাবাদে মা ও মেয়েকে যৌন হেনস্থা!

ইসলামাবাদ, 9 নভেম্বর : পাকিস্তানের আইন ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠল ৷ এক মহিলা ও তাঁর মেয়েকে যৌন হেনস্থার ঘটনায় প্রায় 15 দিন পর সন্দেহভাজন 2 ব্য়ক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছিল ফয়সালাবাদের সদর জারানওয়ালায় ৷

ফয়সালাবাদের পুলিশ জানিয়েছে, সপ্তাহ দু’য়েক আগে বছর 60-র এক মহিলা এবং তাঁর বছর 37-র মেয়ে নিজেদের গাধায় টানা গাড়িতে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় দুই দুষ্কৃতী মোটর বাইকে করে এসে তাঁদের পথ আটকায় ৷ এরপর বন্দুক দেখিয়ে তাঁদের একটি আখের ক্ষেতে নিয়ে যায় ৷ সেখানেই তাঁদের শারীরিক নির্যাতন করে অভিযুক্ত দু’জন ৷ জানা গিয়েছে, দুই নির্যাতিতা অভিযুক্তদের মধ্য়ে একজনকে শনাক্ত করেছে ৷ যে তাঁদের কাছের একটি গ্রামে থাকে ৷ সেই ব্য়ক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছেন নির্যাতিতারা ৷

তবে, এই ঘটনায় 15 দিন পর অভিযোগ দায়ের হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাও নির্যাতিতা দুই মহিলার পরিবারের তরফে প্রতিবাদ করা হলে পুলিশ অভিযোগ নেয় ৷ এই ঘটনায় তদন্ত শুরু হলে দুই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে ফয়সালাবাদ পুলিশ ৷

ইসলামাবাদ, 9 নভেম্বর : পাকিস্তানের আইন ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠল ৷ এক মহিলা ও তাঁর মেয়েকে যৌন হেনস্থার ঘটনায় প্রায় 15 দিন পর সন্দেহভাজন 2 ব্য়ক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছিল ফয়সালাবাদের সদর জারানওয়ালায় ৷

ফয়সালাবাদের পুলিশ জানিয়েছে, সপ্তাহ দু’য়েক আগে বছর 60-র এক মহিলা এবং তাঁর বছর 37-র মেয়ে নিজেদের গাধায় টানা গাড়িতে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় দুই দুষ্কৃতী মোটর বাইকে করে এসে তাঁদের পথ আটকায় ৷ এরপর বন্দুক দেখিয়ে তাঁদের একটি আখের ক্ষেতে নিয়ে যায় ৷ সেখানেই তাঁদের শারীরিক নির্যাতন করে অভিযুক্ত দু’জন ৷ জানা গিয়েছে, দুই নির্যাতিতা অভিযুক্তদের মধ্য়ে একজনকে শনাক্ত করেছে ৷ যে তাঁদের কাছের একটি গ্রামে থাকে ৷ সেই ব্য়ক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছেন নির্যাতিতারা ৷

তবে, এই ঘটনায় 15 দিন পর অভিযোগ দায়ের হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাও নির্যাতিতা দুই মহিলার পরিবারের তরফে প্রতিবাদ করা হলে পুলিশ অভিযোগ নেয় ৷ এই ঘটনায় তদন্ত শুরু হলে দুই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে ফয়সালাবাদ পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.