নিউ দিল্লি, 29 মে : পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সির ডমিনিকায় প্রবেশকে "বেআইনি" বলে ঘোষণা করল সেখানকার আদালত ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার "হাবিয়াস কর্পাস" মামলার শুনানিতে এই ক্যারিবিয়ান দ্বীপের আদালত তাঁকে "বেআইনি প্রবেশ"-র অভিযোগে অভিযুক্ত করেছে ৷
চোক্সির ভারতীয় আইনজীবী বিজয় আগরওয়াল বলেন, " মেহুল চোক্সি ভার্সেস অ্যাটর্নি জেনেরাল অফ কমনওয়েলথ অফ ডমিনিকা অ্যান্ড চিফ অফ পুলিশ'-তে হাবিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত এই দ্বীপ থেকে চোক্সিকে বের করে দেওয়ার আদেশে স্থগিতাদেশ জারি করেছে ডমিনিকার আদালত ৷" আইনজীবীর দাবি, বৃহস্পতিবার রাতে চোক্সিকে জোর জবরদস্তি অ্যান্টিগা যাওয়ার নৌকায় তুলে ডমিনিকায় নিয়ে আসা হয় ৷ এমনকি, ব্যবসায়ীর গায়ে ধস্তাধস্তির দাগও রয়েছে ৷ এতে কোনও রহস্য রয়েছে বলে জানান তিনি ৷
আরও পড়ুন : গণটিকাকরণ ‘ঐতিহাসিক ভুল’, মত নোবেলজয়ী ভাইরোলজিস্টের
যদিও অ্যান্টিগার পুলিশ কমিশনার এই দাবি খারিজ করে দিয়ে জানিয়েছেন, তাঁদের কাছে এরকম কোনও তথ্য নেই যে মেহুল চোক্সিকে জোর করে দ্বীপ থেকে বের করে দেওয়া হয়েছে ৷ অ্যান্টিগার প্রধানমন্ত্রী তাঁকে সেখানে ফেরার বদলে ভারতে যেতে বলেছেন ৷ 2018-র 4 জানুয়ারি থেকে ওই দ্বীপের নাগরিক হয়ে বাস করছিলেন তিনি ৷
পিএনবি-র টাকা তছরুপের মামলায় অভিযুক্ত মেহুল চোক্সির বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে সিবিআই আর ইডি ৷ তাঁকে ভারতে ফেরানোর চেষ্টা চলছে ৷