ETV Bharat / international

কোরোনা যুদ্ধে বড় সাফল্য, 24 ঘণ্টায় নতুন করে কেউ সংক্রমিত নন চিনে - কোরোনা সংক্রান্ত খবর

চিনে গত 24 ঘণ্টায় নতুন করে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । এবিষয়ে চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রধান লি কেকিয়াং বলেন, চিন কোরোনা মোকাবিলায় খুবই ভালো কৌশল মেনে চলেছে । তাই এই ফল ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 11:55 AM IST

বেজিং, 23 মে : কোরোনা যুদ্ধে বড় সাফল্য । গত 24 ঘণ্টায় নতুন করে কেউ কোরোনায় আক্রান্ত হননি চিনে । এতগুলি মাসের মধ্যে এই প্রথমবার কোনও কোরোনা সংক্রমণের হদিস মিলল না এখানে । বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে কোরোনা ।

ডিসেম্বরের শুরুতে চিনের ইউহান থেকে ছড়ায় কোরোনার সংক্রমণ । সংক্রমণ ছড়াতে থাকে বিশ্বের অন্যান্য দেশেও । জানুয়ারির শেষ থেকে হাজারে হাজারে লোকের মৃত্যু হয় । কিন্তু হঠাৎ করে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে চিনে কোরোনার সংক্রমণ কমতে থাকে । অস্বাভাবিকভাবে নামতে থাকে সংক্রমণের গ্রাফ । অনেকেই মনে করেন, চিনের কাছে হয়ত ভ্যাকসিন আছে বা চিন হয়ত ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে ।

এদিকে অ্যামেরিকার বিভিন্ন সংস্থা সন্দেহ করতে থাকে, হয়ত চিন বিশ্বের কাছে সত্যিটা প্রকাশ করছে না । অনেক সংবাদ সংস্থা আবার এও প্রকাশ করতে থাকে, চিন বলছে কোরোনার সংক্রমণ কমছে। কিন্তু চিনের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে । রোজ শয়ে শয়ে দেহ পুড়ছে । তাহলে এগুলি কী ? যদিও এসব প্রশ্ন প্রশ্নই থেকে যায় । চিন এবিষয়ে মুখে কুলুপ আঁটে । বেজিং দাবি করে, তারা অন্যান্য দেশের মতোই WHO এবং অন্যান্য দেশের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছে । এখানে লোকানোর কোনও জায়গা নেই ।

চিনে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট খোলার পরদিনই আজ ঘোষণা করা হয়, গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । এবিষয়ে চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রধান লি কেকিয়াং বলেন, চিন কোরোনা মোকাবিলায় খুবই ভালো কৌশল মেনে চলেছে । তাই এই ফল । তবে দেশকে এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে জানান তিনি ।

বেজিং, 23 মে : কোরোনা যুদ্ধে বড় সাফল্য । গত 24 ঘণ্টায় নতুন করে কেউ কোরোনায় আক্রান্ত হননি চিনে । এতগুলি মাসের মধ্যে এই প্রথমবার কোনও কোরোনা সংক্রমণের হদিস মিলল না এখানে । বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে কোরোনা ।

ডিসেম্বরের শুরুতে চিনের ইউহান থেকে ছড়ায় কোরোনার সংক্রমণ । সংক্রমণ ছড়াতে থাকে বিশ্বের অন্যান্য দেশেও । জানুয়ারির শেষ থেকে হাজারে হাজারে লোকের মৃত্যু হয় । কিন্তু হঠাৎ করে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে চিনে কোরোনার সংক্রমণ কমতে থাকে । অস্বাভাবিকভাবে নামতে থাকে সংক্রমণের গ্রাফ । অনেকেই মনে করেন, চিনের কাছে হয়ত ভ্যাকসিন আছে বা চিন হয়ত ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে ।

এদিকে অ্যামেরিকার বিভিন্ন সংস্থা সন্দেহ করতে থাকে, হয়ত চিন বিশ্বের কাছে সত্যিটা প্রকাশ করছে না । অনেক সংবাদ সংস্থা আবার এও প্রকাশ করতে থাকে, চিন বলছে কোরোনার সংক্রমণ কমছে। কিন্তু চিনের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে । রোজ শয়ে শয়ে দেহ পুড়ছে । তাহলে এগুলি কী ? যদিও এসব প্রশ্ন প্রশ্নই থেকে যায় । চিন এবিষয়ে মুখে কুলুপ আঁটে । বেজিং দাবি করে, তারা অন্যান্য দেশের মতোই WHO এবং অন্যান্য দেশের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছে । এখানে লোকানোর কোনও জায়গা নেই ।

চিনে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট খোলার পরদিনই আজ ঘোষণা করা হয়, গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । এবিষয়ে চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রধান লি কেকিয়াং বলেন, চিন কোরোনা মোকাবিলায় খুবই ভালো কৌশল মেনে চলেছে । তাই এই ফল । তবে দেশকে এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.