ETV Bharat / international

উলটো সুর ! অরুণাচলপ্রদেশ-কাশ্মীরকে ভারতের অংশ বলে মানল চিন

জম্মু-কাশ্মীর ও অরুণাচলপ্রদেশ ভারতের মূল ভূখণ্ডের অংশ- একথা ঘুরিয়ে স্বীকার করল চিন । বেজিংয়ে আয়োজিত একটি সামিটে এক নকশা প্রকাশ করেছে চিন । গোটা ঘটনায় আশ্চর্য প্রকাশ করেছে ভারত ।

author img

By

Published : Apr 27, 2019, 1:48 PM IST

ফাইল ফোটো

বেজিং, 27 এপ্রিল : উলটো সুর চিনের । জম্মু-কাশ্মীর ও অরুণাচলপ্রদেশ ভারতের মূল ভূখণ্ডের অংশ- একথা ঘুরিয়ে স্বীকার করল চিন । বেল্ট ও সড়কের উদ্যোগে বেজিংয়ে আয়োজিত দ্বিতীয় সামিটে দেশের একটি ম্যাপ প্রকাশ করেছে চিন । যেখানে জম্মু-কাশ্মীর ও অরুণাচলপ্রদেশকে ভারতের অংশ হিসেবে দেখিয়েছে চিন ।

চিনের এই পদক্ষেপে অনেকেই আশ্চর্য হয়েছে । কারণ, এর আগে অরুণাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো অনেক ম্যাপ নষ্ট করেছে চিন । রাজনৈতিক মহলের ধারণা, এই নকশা প্রকাশ করে ভারতকে খুশি করতে চাইছে বেজিং । যা তাদের কোনও কূটনৈতিক চালের অংশ । অরুণাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে কখনওই মান্যতা দিতে চায়নি চিন । সেখানে বেজিংয়ে আয়োজিত এই সামিটে চিনের প্রকাশিত নকশায় অরুণাচলপ্রদেশ ও জম্ম-কাশ্মীরকে ভারত ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে ।

china summit
সামিটে চিন প্রকাশিত ম্যাপ

উল্লেখ্য, চিন প্রকাশিত নকশায় ভারতকে BRI-র এক অংশ হিসেবে দেখানো হয়েছে । যদিও ভারত এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে । 2017 সালে প্রথম BRI-র সামিট হয় । যেখানে 37টি দেশ অংশগ্রহণ করলেও ভারত অংশ নেয়নি । জাতীয় সড়কপথ, রেলপথ, বন্দরের মাধম্যে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে সংযুক্ত করাই এই সামিটের মূল উদ্দেশ্য । তিন দিনের এই সামিট গত বৃহস্পতিবারই শুরু হয় । গতকাল চিনের পক্ষ থেকে সামিটে এই নকশা প্রকাশ করা হয় ।

এর আগে গত বছর নভম্বরে সেদেশের একটি সরকারি চ্যানেলে প্রকাশিত পাকিস্তানের ম্যাপে পাক অধিকৃত কাশ্মীরকে আলাদা করে দেখানো হয় । এই বিষয়ে চিনের বিরুদ্ধে ভারত কড়া অবস্থান নেয় ।

বেজিং, 27 এপ্রিল : উলটো সুর চিনের । জম্মু-কাশ্মীর ও অরুণাচলপ্রদেশ ভারতের মূল ভূখণ্ডের অংশ- একথা ঘুরিয়ে স্বীকার করল চিন । বেল্ট ও সড়কের উদ্যোগে বেজিংয়ে আয়োজিত দ্বিতীয় সামিটে দেশের একটি ম্যাপ প্রকাশ করেছে চিন । যেখানে জম্মু-কাশ্মীর ও অরুণাচলপ্রদেশকে ভারতের অংশ হিসেবে দেখিয়েছে চিন ।

চিনের এই পদক্ষেপে অনেকেই আশ্চর্য হয়েছে । কারণ, এর আগে অরুণাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো অনেক ম্যাপ নষ্ট করেছে চিন । রাজনৈতিক মহলের ধারণা, এই নকশা প্রকাশ করে ভারতকে খুশি করতে চাইছে বেজিং । যা তাদের কোনও কূটনৈতিক চালের অংশ । অরুণাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে কখনওই মান্যতা দিতে চায়নি চিন । সেখানে বেজিংয়ে আয়োজিত এই সামিটে চিনের প্রকাশিত নকশায় অরুণাচলপ্রদেশ ও জম্ম-কাশ্মীরকে ভারত ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে ।

china summit
সামিটে চিন প্রকাশিত ম্যাপ

উল্লেখ্য, চিন প্রকাশিত নকশায় ভারতকে BRI-র এক অংশ হিসেবে দেখানো হয়েছে । যদিও ভারত এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে । 2017 সালে প্রথম BRI-র সামিট হয় । যেখানে 37টি দেশ অংশগ্রহণ করলেও ভারত অংশ নেয়নি । জাতীয় সড়কপথ, রেলপথ, বন্দরের মাধম্যে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে সংযুক্ত করাই এই সামিটের মূল উদ্দেশ্য । তিন দিনের এই সামিট গত বৃহস্পতিবারই শুরু হয় । গতকাল চিনের পক্ষ থেকে সামিটে এই নকশা প্রকাশ করা হয় ।

এর আগে গত বছর নভম্বরে সেদেশের একটি সরকারি চ্যানেলে প্রকাশিত পাকিস্তানের ম্যাপে পাক অধিকৃত কাশ্মীরকে আলাদা করে দেখানো হয় । এই বিষয়ে চিনের বিরুদ্ধে ভারত কড়া অবস্থান নেয় ।


Srinagar (JandK), Apr 27 (ANI): Zahid Hussain Beig is a paper mache artist from JandK's Srinagar who quit his school due to poor financial condition of the family. He has won the National Awards for craftsmen from the Ministry of Textiles among several others. The art of paper mache is unique and. loved all over the world.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.