ETV Bharat / international

জাপানে নাগরিকদের জন্য় কোরোনার ভ্য়াকসিন বিনামূল্য়ে, আইন পাশ সংসদে - কোরোনার ভ্য়াকসিন বিনামূল্য়ে

বুধবার জাপানের সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে বিলটি পাশ হয়েছে ৷ সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে, এর ফলে যদি কোনও বিরূপ প্রভাব পড়ে তার খরচও সরকার বহন করবে ৷ পাশাপাশি ফার্মাস্য়ুটিকাল কম্পানিগুলিকেও আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ৷

japanese-parliament-passes-bill-to-guarantee-free-covid-19-vaccination-for-residents
জাপানে নাগরিকদের জন্য় কোরোনার ভ্য়াকসিন বিনামূল্য়ে, আইন পাশ সংসদে
author img

By

Published : Dec 2, 2020, 9:35 PM IST

টোকিও (জাপান), 2 ডিসেম্বর : বিনামূল্য়ে জাপানের বাসিন্দাদের কোরোনার ভ্য়াকসিন দেবে সে দেশের সরকার ৷ বুধবার এই সংক্রান্ত একটি বিল সংসদে পাশ করালো জাপান সরকার ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, যে ভ্য়াকসিনেশনের সব খরচ জাপান সরকার বহন করবে ৷

বুধবার জাপানের সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে বিলটি পাশ হয়েছে ৷ সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে, এর ফলে যদি কোনও বিরূপ প্রভাব পড়ে তার খরচও সরকার বহন করবে ৷ পাশাপাশি ফার্মাস্য়ুটিকাল কম্পানিগুলিকেও আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ সংশোধিত আইনে স্বেচ্ছাসেবীদের টিকা দেওয়ার বিধান রয়েছে ৷ জাপান সরকারের বর্তমান ভ্য়াকসিন স্টোরেজ় সিস্টেম এবং স্থানীয় কর্তৃপক্ষের জন্য় প্রচারের কাজ শুরু করা হবে ৷

জাপান সম্ভবত আগামী বছরের প্রথম ধাপেই কোরোনার ভ্য়াকসিন দেওয়ার কাজ শুরু করবে ৷ জাপান সরকারের তরফে পরিকল্পনা করা হয়েছে, বয়স্ক এবং চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের আগে কোরোনার ভ্য়াকসিন দেওয়া হবে ৷

টোকিও (জাপান), 2 ডিসেম্বর : বিনামূল্য়ে জাপানের বাসিন্দাদের কোরোনার ভ্য়াকসিন দেবে সে দেশের সরকার ৷ বুধবার এই সংক্রান্ত একটি বিল সংসদে পাশ করালো জাপান সরকার ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, যে ভ্য়াকসিনেশনের সব খরচ জাপান সরকার বহন করবে ৷

বুধবার জাপানের সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে বিলটি পাশ হয়েছে ৷ সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে, এর ফলে যদি কোনও বিরূপ প্রভাব পড়ে তার খরচও সরকার বহন করবে ৷ পাশাপাশি ফার্মাস্য়ুটিকাল কম্পানিগুলিকেও আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ সংশোধিত আইনে স্বেচ্ছাসেবীদের টিকা দেওয়ার বিধান রয়েছে ৷ জাপান সরকারের বর্তমান ভ্য়াকসিন স্টোরেজ় সিস্টেম এবং স্থানীয় কর্তৃপক্ষের জন্য় প্রচারের কাজ শুরু করা হবে ৷

জাপান সম্ভবত আগামী বছরের প্রথম ধাপেই কোরোনার ভ্য়াকসিন দেওয়ার কাজ শুরু করবে ৷ জাপান সরকারের তরফে পরিকল্পনা করা হয়েছে, বয়স্ক এবং চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের আগে কোরোনার ভ্য়াকসিন দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.