ETV Bharat / international

তীব্র ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি করেও প্রত্যাহার - ভূমিকম্প

জাপানে 7.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হল ৷ আর তার জেরে একটা সময় উত্তর-পূর্ব জাপানে সুনামি সতর্কতা জারি করা হয় ৷ যদিও ঘণ্টা দেড়েক পরে সেই সতর্কতা আবারও প্রত্যাহার করে নেয় জাপান সরকার ৷ প্রশান্ত মহাসাগরের মিয়াগি এলাকায় মাটি থেকে 60 কিলোমিটার নিচে কম্পনের উৎস ছিল ৷

japan-lifts-tsunami-advisory-after-7-dot-2-magnitude-earthquake-off-northeast-region
ভূমিকম্পের জেরে জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার জাপানে
author img

By

Published : Mar 20, 2021, 7:08 PM IST

টোকিও, 20 মার্চ : জাপানে তীব্রমাত্রার ভূমিকম্প ৷ রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল 7.2 ৷ শনিবার উত্তর-পূর্ব জাপানে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে সেদেশের আবহাওয়া বিভাগ ৷ যার পরেই সুনামি সতর্কতা জারি করা হয় ৷ তবে, পরিস্থিতির উপর নজর রাখার পর সেই সতর্কতা প্রত্যাহারও করে নেওয়া হয় ৷ আজ জাপানের স্থানীয় সময় সন্ধ্যা 6টা বেজে 9 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেই খবর ৷

জাপানের ভূ-বিভাগের তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরের মিয়াগি এলাকায় এই কম্পনের উৎস বলে জানা গিয়েছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার নিচে এই কম্পনের উৎস বলে জানানো হয়েছে ৷ এর ফলে প্রথমের দিকে উত্তর-পূর্ব জাপানের উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয় ৷ প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতির উপর নজর রাখার পর সেই সতর্কতা প্রত্যাহারও করে নেয় জাপান প্রশাসন ৷ যদিও এখনই সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছে না জাপান সরকার ৷ যে কোনও সময় আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে উপকূলবর্তী বাসিন্দাদের সাবধান করা হয়েছে ৷

আরও পড়ুন : তীব্র ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজ়িল্য়ান্ডে সুনামির সতর্কতা

উপকূলবর্তী এলাকায় জাপানের বিপর্যয় মোকাবিলা দল ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিকে স্ট্যান্জবাই হিসেবে তৈরি রাখা হয়েছে ৷ সুনামি সতর্কতা জারি হওয়ার পর অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন উপকূলে বসবাসকারী বাসিন্দারা ৷ 2011 সালের 11 মার্চের কথা তাঁদের স্মৃতিতে ভেসে উঠেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন অনেকে ৷

টোকিও, 20 মার্চ : জাপানে তীব্রমাত্রার ভূমিকম্প ৷ রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল 7.2 ৷ শনিবার উত্তর-পূর্ব জাপানে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে সেদেশের আবহাওয়া বিভাগ ৷ যার পরেই সুনামি সতর্কতা জারি করা হয় ৷ তবে, পরিস্থিতির উপর নজর রাখার পর সেই সতর্কতা প্রত্যাহারও করে নেওয়া হয় ৷ আজ জাপানের স্থানীয় সময় সন্ধ্যা 6টা বেজে 9 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেই খবর ৷

জাপানের ভূ-বিভাগের তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরের মিয়াগি এলাকায় এই কম্পনের উৎস বলে জানা গিয়েছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার নিচে এই কম্পনের উৎস বলে জানানো হয়েছে ৷ এর ফলে প্রথমের দিকে উত্তর-পূর্ব জাপানের উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয় ৷ প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতির উপর নজর রাখার পর সেই সতর্কতা প্রত্যাহারও করে নেয় জাপান প্রশাসন ৷ যদিও এখনই সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছে না জাপান সরকার ৷ যে কোনও সময় আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে উপকূলবর্তী বাসিন্দাদের সাবধান করা হয়েছে ৷

আরও পড়ুন : তীব্র ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজ়িল্য়ান্ডে সুনামির সতর্কতা

উপকূলবর্তী এলাকায় জাপানের বিপর্যয় মোকাবিলা দল ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিকে স্ট্যান্জবাই হিসেবে তৈরি রাখা হয়েছে ৷ সুনামি সতর্কতা জারি হওয়ার পর অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন উপকূলে বসবাসকারী বাসিন্দারা ৷ 2011 সালের 11 মার্চের কথা তাঁদের স্মৃতিতে ভেসে উঠেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.