ETV Bharat / international

আমাদের সদস্যকে মেরেছে পাকিস্তানের এজেন্টরা, দাবি IS-এর - murder

ইসলামিক স্টেটের সদস্যকে মেরেছে হিজ়বুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা, দাবি IS-এর ।

আমাদের সদস্যকে মেরেছে পাকিস্তানের এজেন্টরা, দাবি IS-এর
author img

By

Published : Jun 29, 2019, 12:23 PM IST

শ্রীনগর, 29 জুন : ইসলামিক স্টেটের আঞ্চলিক সংগঠন উইলায়া অল হিন্দের দাবি তাদের এক সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের জঙ্গিরা । উইলায়া অল হিন্দের মুখপাত্র খতিব ডাস জানান, তাদের সংগঠনের সদস্য আদিল রহমান দারের থেকে AK-৪৭ চুরি করে তাকে হত্যা করা হয়েছে । এই হত্যাকাণ্ডের জন্য খতিব পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজ়বুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবাকে দায়ি করেছেন ।

গতকাল টেলিগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ডাস । সেখানে ডাস বলেন, "আদিলকে চক্রান্ত করে বিজবেহেরাতে হত্যা করে হিজ়বুল ও লস্কর জঙ্গিরা ।" পাঁচ মিনিটের সেই ভিডিয়োতে দেখা গেছে IS-এর কালো পতাকার সামনে বসে আছে খতিব । ভিডিয়োতে খাতিব হিজবুল কমান্ডার রিয়াজ় নাইকুকে নাস্তিক বলে সম্বোধন করেন ।

খতিব বলেন, "পাকিস্তান দাবি করে যে আমাদের সদস্যকে ভারতীয় এজেন্টরা মেরেছে । কিন্তু সেই দাবি মিথ্যা । আমার কাছে প্রমাণ আছে যে আদিলকে খুন করেছে হিজ়বুল ও লস্করের জঙ্গিরা । তারা পাকিস্তানের এজেন্ট । "

শ্রীনগর, 29 জুন : ইসলামিক স্টেটের আঞ্চলিক সংগঠন উইলায়া অল হিন্দের দাবি তাদের এক সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের জঙ্গিরা । উইলায়া অল হিন্দের মুখপাত্র খতিব ডাস জানান, তাদের সংগঠনের সদস্য আদিল রহমান দারের থেকে AK-৪৭ চুরি করে তাকে হত্যা করা হয়েছে । এই হত্যাকাণ্ডের জন্য খতিব পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজ়বুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবাকে দায়ি করেছেন ।

গতকাল টেলিগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ডাস । সেখানে ডাস বলেন, "আদিলকে চক্রান্ত করে বিজবেহেরাতে হত্যা করে হিজ়বুল ও লস্কর জঙ্গিরা ।" পাঁচ মিনিটের সেই ভিডিয়োতে দেখা গেছে IS-এর কালো পতাকার সামনে বসে আছে খতিব । ভিডিয়োতে খাতিব হিজবুল কমান্ডার রিয়াজ় নাইকুকে নাস্তিক বলে সম্বোধন করেন ।

খতিব বলেন, "পাকিস্তান দাবি করে যে আমাদের সদস্যকে ভারতীয় এজেন্টরা মেরেছে । কিন্তু সেই দাবি মিথ্যা । আমার কাছে প্রমাণ আছে যে আদিলকে খুন করেছে হিজ়বুল ও লস্করের জঙ্গিরা । তারা পাকিস্তানের এজেন্ট । "



New Delhi, June 29 (ANI): While speaking to ANI on Article 370 or 35A, Minister of State (MoS) for the Prime Minister's Office (PMO) and Lok Sabha Member of Parliament Jitendra Singh said, "In order to pacify the reservations of other members including Syama Prasad Mukherjee, Pandit Jawaharlal Nehru had said, 'ye ghiste ghiste ghis jaayegi'." "I made a plea on the floor of the house also, I wish a day comes when we decide minimum voter turnout to accept the membership of a candidate for Lok Sabha, so that we don't have to deal with such MPs who come with 8% (voter turnout)", he added. "If only Pt. Nehru had allowed his number two in the cabinet and then Home Minister Sardar Patel to handle JandK in the same manner he handled other princely states including Hyderabad, the history of not only JandK but of entire Indian sub-continent would have been different," he further stated.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.