ETV Bharat / international

কলম্বোতে মৃতের সংখ্যা বেড়ে 359, হামলার 2 ঘণ্টা আগেই সতর্কবার্তা ভারতের !

ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার দু'ঘণ্টা আগেই ভারতীয় গোয়েন্দা বিভাগ থেকে শ্রীলঙ্কা গোয়েন্দা বিভাগকে সতর্ক করা হয়েছিল ।

কলম্বো
author img

By

Published : Apr 24, 2019, 12:21 PM IST

Updated : Apr 24, 2019, 3:41 PM IST

কলম্বো, 24 এপ্রিল : শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার দু'ঘণ্টা আগেই ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফে সেদেশের সরকারকে সতর্ক করা হয়েছিল ।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গির্জায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে তাদের প্রতিরক্ষামন্ত্রকের সাথে যোগাযোগ করেছিলেন । অন্য একটি সূত্র জানিয়েছে, প্রথম বিস্ফোরণ হওয়ার "কয়েক ঘণ্টা" আগে ভারত থেকে সতর্কবার্তা আসে । বিস্ফোরণ সংক্রান্ত এই একই সতর্কবার্তা 4 ও 20 এপ্রিলও শ্রীলঙ্কায় পাঠানো হয় । এমন কী শনিবার রাতেও যোগাযোগ করা হয় শ্রীলঙ্কা সরকারের সাথে । কিন্তু তারা এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ।

রবিবার কলম্বোর চার্চ ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ হয় । প্রথমদিন মৃতের সংখ্যা ছিল 200-র বেশি। আজ শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেবর্ধন বলেন, হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 359 জনের । তিনি এও জানান, 9 জন আত্মঘাতী বোমারুর মধ্যে একজন মহিলাও ছিল । প্রসঙ্গত, গতকালই হামলার দায় স্বীকার করে ISIS ।

কলম্বো, 24 এপ্রিল : শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার দু'ঘণ্টা আগেই ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফে সেদেশের সরকারকে সতর্ক করা হয়েছিল ।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গির্জায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে তাদের প্রতিরক্ষামন্ত্রকের সাথে যোগাযোগ করেছিলেন । অন্য একটি সূত্র জানিয়েছে, প্রথম বিস্ফোরণ হওয়ার "কয়েক ঘণ্টা" আগে ভারত থেকে সতর্কবার্তা আসে । বিস্ফোরণ সংক্রান্ত এই একই সতর্কবার্তা 4 ও 20 এপ্রিলও শ্রীলঙ্কায় পাঠানো হয় । এমন কী শনিবার রাতেও যোগাযোগ করা হয় শ্রীলঙ্কা সরকারের সাথে । কিন্তু তারা এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ।

রবিবার কলম্বোর চার্চ ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ হয় । প্রথমদিন মৃতের সংখ্যা ছিল 200-র বেশি। আজ শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেবর্ধন বলেন, হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 359 জনের । তিনি এও জানান, 9 জন আত্মঘাতী বোমারুর মধ্যে একজন মহিলাও ছিল । প্রসঙ্গত, গতকালই হামলার দায় স্বীকার করে ISIS ।

Jammu, Apr 23 (ANI): As the voting for the third phase of Lok Sabha elections is underway, the Election Commission is making sure every legal voter casts his vote, and in that pursuit, it has set up a special polling station in Jammu for the Kashmiri Pandits. One of the Kashmiri Pandits who voted at the special polling station, said that even though he cast his vote in Jammu, his roots are still in Kashmir, and he has cast his vote with an aim to bring solidarity throughout the state.
Last Updated : Apr 24, 2019, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.