কলম্বো, 24 এপ্রিল : শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার দু'ঘণ্টা আগেই ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফে সেদেশের সরকারকে সতর্ক করা হয়েছিল ।
শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গির্জায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে তাদের প্রতিরক্ষামন্ত্রকের সাথে যোগাযোগ করেছিলেন । অন্য একটি সূত্র জানিয়েছে, প্রথম বিস্ফোরণ হওয়ার "কয়েক ঘণ্টা" আগে ভারত থেকে সতর্কবার্তা আসে । বিস্ফোরণ সংক্রান্ত এই একই সতর্কবার্তা 4 ও 20 এপ্রিলও শ্রীলঙ্কায় পাঠানো হয় । এমন কী শনিবার রাতেও যোগাযোগ করা হয় শ্রীলঙ্কা সরকারের সাথে । কিন্তু তারা এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ।
রবিবার কলম্বোর চার্চ ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ হয় । প্রথমদিন মৃতের সংখ্যা ছিল 200-র বেশি। আজ শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেবর্ধন বলেন, হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 359 জনের । তিনি এও জানান, 9 জন আত্মঘাতী বোমারুর মধ্যে একজন মহিলাও ছিল । প্রসঙ্গত, গতকালই হামলার দায় স্বীকার করে ISIS ।