ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর : কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান । ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই এই প্রস্তাব মানা হবে ।
এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে । এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ ।
সেই রায়ের পর পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে ।
সেই মতো এর আগে 1 অগাস্টও পাকিস্তান কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কূলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে । যা মেনে নেয়নি ভারত ।