ETV Bharat / international

কুলভূষণের সঙ্গে দেখা করলেন ভারতের ডেপুটি হাইকমিশনার - deputy highcommisoner

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া ।

কুলভূষণের সঙ্গে দেখা করলেন ভারতের ডেপুটি হাইকমিশনার
author img

By

Published : Sep 2, 2019, 1:31 PM IST

ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর : কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান । ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই এই প্রস্তাব মানা হবে ।

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে । এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ ।

সেই রায়ের পর পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে ।

সেই মতো এর আগে 1 অগাস্টও পাকিস্তান কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কূলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে । যা মেনে নেয়নি ভারত ।

ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর : কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে । আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান । ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই এই প্রস্তাব মানা হবে ।

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে । এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ ।

সেই রায়ের পর পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে ।

সেই মতো এর আগে 1 অগাস্টও পাকিস্তান কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কূলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে । যা মেনে নেয়নি ভারত ।

Jamaica, Sep 02 (ANI): India ended day three of the second Test match at Jamaica's Sabina Park in a dominant position after setting target of 468 for West Indies. In pursuit of 468, Windies got off to a poor start as the side lost its opener Kraigg Brathwaite (3) in the third over of the innings. While addressing the post match press conference, Indian cricket team bowler Jasprit Bumrah said, "I have been working on a lot of deliveries and have played a lot of cricket in England including lot of test matches with a duke ball. There is lot of movement in the duke ball so a player gets lot of confidence which also helped me." "Ball in good areas, create pressure and try to ball full as this was the plan going on in the first innings," Bumrah added. Bumrah is the leading wicket-taker for India as he scalped six wickets, and, with the lone wicket, Ishant became the most successful Indian pace bowler outside Asia.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.