ETV Bharat / international

2023 G-20 সম্মেলনের আয়োজন করবে ভারত

author img

By

Published : Nov 23, 2020, 8:35 AM IST

সদস্য দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে, তারা কোরোনা মহামারী এবং স্বাস্থ্য, সামাজিক ও অর্থনীতির উপর এর প্রভাব কমানোর জন্য দ্রুত ও উপযোগী পদক্ষেপ গ্রহণ করবে ৷

G20 সামিট
G20 সামিট

রিয়াধ (সৌদি আরবিয়া), 23 নভেম্বর : দা গ্রুপ অফ 20 সামিট, 2023 আয়োজনের দায়িত্ব পেল ভারত ৷ প্রথমে ঠিক করা হয়েছিল 2022 সালে সম্মেলনের আয়োজন করবে ভারত ৷ কিন্তু রবিবার সদস্য দেশগুলি সিদ্ধান্ত নেয়, 2022 সাল নয়, 2023 সালের G-20 সামিটের আয়োজন করতে চলেছে ভারত ৷ প্রসঙ্গত, সদস্য দেশগুলির আলোচনা ও পরামর্শের ভিত্তিতে রোটেশন পদ্ধিতিতে সভাপতিত্বের বিষয়টি নির্ধারণ করা হয়৷

G-20 সম্মেলন উপলক্ষে বিশ্বের প্রথম 20টি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দুই দিনের আলোচনায় বসেছিল ৷ কনফারেন্সের পর G20 রিয়াধ সামিটের একটি ঘোষণাপত্রে বলা হয়, ‘‘ G20 প্রক্রিয়ায় অবদান ও সাফল্যের সঙ্গে রিয়াধ সামিট সম্পূর্ণ করার জন্য আমরা সৌদি আরবিয়ার কাছে কৃতজ্ঞ ৷ আমরা পরবর্তী মিটিংগুলির দিকে তাকিয়ে আছি ৷ যেগুলি 2021 সালে ইট্যালিতে, 2022 সালে ইন্দোনেশিয়ায়, 2023 সালে ভারতে ও 2024 সালে ব্রাজ়িলে হতে চলেছে ৷ ’’

সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরও দুই ডজন নেতা অংশগ্রহণ করেন ৷ সূত্রের খবর, ইট্যালি ও ইন্দোনেশিয়ার পর 2023 সালে G20-র অ্যাজেন্ডাগুলি ভারত তুলে ধরতে মরিয়া ৷ ঘোষণাপত্রে বলা হয়েছে, G20-র নেতারা এই সংকটের সময়ে প্রকাশ পাওয়া দুর্বলতাগুলির সমাধান করার জন্য আরও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে ৷ এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজকের থেকে আরও নিরাপদ করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ।

সদস্য দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে, তারা কোরোনা মহামারী এবং স্বাস্থ্য, সামাজিক ও অর্থনীতির উপর এর প্রভাব কমানোর জন্য দ্রুত ও উপযোগী পদক্ষেপ গ্রহণ করবে ৷

রিয়াধ (সৌদি আরবিয়া), 23 নভেম্বর : দা গ্রুপ অফ 20 সামিট, 2023 আয়োজনের দায়িত্ব পেল ভারত ৷ প্রথমে ঠিক করা হয়েছিল 2022 সালে সম্মেলনের আয়োজন করবে ভারত ৷ কিন্তু রবিবার সদস্য দেশগুলি সিদ্ধান্ত নেয়, 2022 সাল নয়, 2023 সালের G-20 সামিটের আয়োজন করতে চলেছে ভারত ৷ প্রসঙ্গত, সদস্য দেশগুলির আলোচনা ও পরামর্শের ভিত্তিতে রোটেশন পদ্ধিতিতে সভাপতিত্বের বিষয়টি নির্ধারণ করা হয়৷

G-20 সম্মেলন উপলক্ষে বিশ্বের প্রথম 20টি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দুই দিনের আলোচনায় বসেছিল ৷ কনফারেন্সের পর G20 রিয়াধ সামিটের একটি ঘোষণাপত্রে বলা হয়, ‘‘ G20 প্রক্রিয়ায় অবদান ও সাফল্যের সঙ্গে রিয়াধ সামিট সম্পূর্ণ করার জন্য আমরা সৌদি আরবিয়ার কাছে কৃতজ্ঞ ৷ আমরা পরবর্তী মিটিংগুলির দিকে তাকিয়ে আছি ৷ যেগুলি 2021 সালে ইট্যালিতে, 2022 সালে ইন্দোনেশিয়ায়, 2023 সালে ভারতে ও 2024 সালে ব্রাজ়িলে হতে চলেছে ৷ ’’

সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরও দুই ডজন নেতা অংশগ্রহণ করেন ৷ সূত্রের খবর, ইট্যালি ও ইন্দোনেশিয়ার পর 2023 সালে G20-র অ্যাজেন্ডাগুলি ভারত তুলে ধরতে মরিয়া ৷ ঘোষণাপত্রে বলা হয়েছে, G20-র নেতারা এই সংকটের সময়ে প্রকাশ পাওয়া দুর্বলতাগুলির সমাধান করার জন্য আরও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে ৷ এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজকের থেকে আরও নিরাপদ করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ।

সদস্য দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে, তারা কোরোনা মহামারী এবং স্বাস্থ্য, সামাজিক ও অর্থনীতির উপর এর প্রভাব কমানোর জন্য দ্রুত ও উপযোগী পদক্ষেপ গ্রহণ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.