ETV Bharat / international

ভারতীয়দের ফেরাতে ইট্যালি পাড়ি দিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

author img

By

Published : Mar 14, 2020, 1:10 PM IST

গতকাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্মসচিব রুবিনা আলি জানিয়েছেন, " কয়েকশ ভারতীয়ের উদ্ধারে সরকার শনিবার মিলান ও তেহরানে বিমান পাঠাবে ৷ " তিনি জানান, " শনিবার তেহরান থেকে আমাদের একটি বিমান ছাড়বে । এটি শনিবার মাঝরাতে নামবে ৷ তারপরে তা আরও একবার দুপুর 12টা বা 1টার দিকে রওনা দেবে মিলানের পথে । "

INDIA TO EVACUATE STRANDED CITIZENS FROM ITALY
ইট্যালি থেকে ভারতীয়দের ফেরাতে রওনা দিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

দিল্লি, 14 মার্চ : চিনের পর সবথেকে বেশি কোরোনার সংক্রমণ ছড়িয়েছে ইউরোপীয় দেশগুলির মধ্যে ৷ দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা ৷ চিনের পর ইউরোপের ইট্যালি, স্পেন এই দেশগুলিতে সংক্রমণ ও মৃতের সংখ্যা সবথেকে বেশি ৷ এই পরিস্থিতিতে ইট্যালিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নিল কেন্দ্র ৷ আজ ইট্যালিতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে মিলানে উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ ইতালিতে, ভারতীয় নাগরিকরা মিলান এবং রোমে আটকে রয়েছেন ।

সারা বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের শিকার ছাড়িয়েছে দেড় লাখেরও বেশি মানুষে ৷ মৃত্যুর সংখ্যা প্রায় 5 হাজারেরও বেশি ৷ ইতিমধ্যেই কোরোনা সংক্রমণকে ''প্যানডেমিক'' অর্থাৎ আন্তজার্তিক স্তরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এমনই ব্যাখ্যা দিয়েছে WHO ৷ সম্প্রতি, নরেন্দ্র মোদি SAARC-এর বৈঠকে কোরোনা প্রতিরোধে কৌশল অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন ৷

গতকাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্মসচিব রুবিনা আলি জানিয়েছেন, " কয়েকশ ভারতীয়দের উদ্ধারে সরকার শনিবার মিলান ও তেহরানে বিমান পাঠাবে ৷ " তিনি জানান, "শনিবার তেহরান থেকে আমাদের একটি বিমান ছাড়বে । এটি শনিবার মাঝরাতে নামবে ৷ তারপরে তা আরও একবার দুপুর 12 বা 1টার দিকে রওনা দেবে মিলানের পথে । সেখানে আটকা পড়া আমাদের ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ৷ রবিবার সকালে ভারতের মাটিতে ফিরে আসবে ৷ মিলানের উদ্দেশ্যে যাবে এয়ার ইন্ডিয়ার বিমান । সরকার আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমান প্রস্তুত করেছে, যা রওনা দেবে ইরানে আটকা পড়া ভারতীয়দের উদ্ধারের উদ্দেশে । "

বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব দাম্মু রবি জানান, "ইরানে প্রায় 2000 ভারতীয় আটকে পড়েছেন ৷ তবে, ইরানের ভারতীয় দূতাবাসে অনুরোধ এসেছে প্রায় 3 হাজার জনকে উদ্ধার করার ৷ "

দিল্লি, 14 মার্চ : চিনের পর সবথেকে বেশি কোরোনার সংক্রমণ ছড়িয়েছে ইউরোপীয় দেশগুলির মধ্যে ৷ দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা ৷ চিনের পর ইউরোপের ইট্যালি, স্পেন এই দেশগুলিতে সংক্রমণ ও মৃতের সংখ্যা সবথেকে বেশি ৷ এই পরিস্থিতিতে ইট্যালিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নিল কেন্দ্র ৷ আজ ইট্যালিতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে মিলানে উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ ইতালিতে, ভারতীয় নাগরিকরা মিলান এবং রোমে আটকে রয়েছেন ।

সারা বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের শিকার ছাড়িয়েছে দেড় লাখেরও বেশি মানুষে ৷ মৃত্যুর সংখ্যা প্রায় 5 হাজারেরও বেশি ৷ ইতিমধ্যেই কোরোনা সংক্রমণকে ''প্যানডেমিক'' অর্থাৎ আন্তজার্তিক স্তরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এমনই ব্যাখ্যা দিয়েছে WHO ৷ সম্প্রতি, নরেন্দ্র মোদি SAARC-এর বৈঠকে কোরোনা প্রতিরোধে কৌশল অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন ৷

গতকাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্মসচিব রুবিনা আলি জানিয়েছেন, " কয়েকশ ভারতীয়দের উদ্ধারে সরকার শনিবার মিলান ও তেহরানে বিমান পাঠাবে ৷ " তিনি জানান, "শনিবার তেহরান থেকে আমাদের একটি বিমান ছাড়বে । এটি শনিবার মাঝরাতে নামবে ৷ তারপরে তা আরও একবার দুপুর 12 বা 1টার দিকে রওনা দেবে মিলানের পথে । সেখানে আটকা পড়া আমাদের ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ৷ রবিবার সকালে ভারতের মাটিতে ফিরে আসবে ৷ মিলানের উদ্দেশ্যে যাবে এয়ার ইন্ডিয়ার বিমান । সরকার আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমান প্রস্তুত করেছে, যা রওনা দেবে ইরানে আটকা পড়া ভারতীয়দের উদ্ধারের উদ্দেশে । "

বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব দাম্মু রবি জানান, "ইরানে প্রায় 2000 ভারতীয় আটকে পড়েছেন ৷ তবে, ইরানের ভারতীয় দূতাবাসে অনুরোধ এসেছে প্রায় 3 হাজার জনকে উদ্ধার করার ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.