ETV Bharat / international

সন্ত্রাস দমনে একযোগে লড়বে ভারত ও সৌদি, বললেন মোদি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সফরে গিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ওঠে সন্ত্রাসবাদ প্রসঙ্গ । মোদি কোনও নাম না করে বলেন, "আমার মনে হয় সৌদি আরব ও ভারত, এশিয়ার এই দুই দেশই নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়ে চিন্তিত ।"

ফাইল ফোটো
author img

By

Published : Oct 29, 2019, 1:16 PM IST

রিয়াধ, 29 অক্টোবর : সন্ত্রাসবাদের ক্ষেত্রে একই পরিস্থিতির শিকার দুই দেশ । নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়েই চিন্তিত তারা । তবে, সন্ত্রাসবাদ দমনে দ্রুত এগোচ্ছে ভারত ও সৌদি আরব । দু'দিনের সফরে গিয়ে রিয়াধ থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যই এই সফরের উদ্দেশ্য ৷ সৌদির রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে থাকছেন প্রধানমন্ত্রী ৷ সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকও সারবেন তিনি ৷

সফরে গিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ওঠে সন্ত্রাসবাদ প্রসঙ্গ । মোদি কোনও নাম না করে বলেন, "আমার মনে হয় সৌদি আরব ও ভারত, এশিয়ার এই দুই দেশই নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়ে চিন্তিত ।"

রিয়াধ থেকে মোদি আরও বলেন, "প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য আমাদের একটি কমিটি রয়েছে । কমিটির সদস্যরা প্রতিদিন পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে বৈঠক করেন । এছাড়াও ভারত ও সৌদি আরব পারস্পরিক নিরাপত্তা রক্ষা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে । " জি-20তে ভারত ও সৌদি আরব অসাম্য কমাতে একজোট কাজ করছে ৷ কাজ করছে স্থায়ী উন্নয়ন নিয়েও ৷ আগামী বছরে সৌদি জি-20 শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ৷ 2022 সালে সে দায়িত্ব ভারতের, এই প্রসঙ্গও উল্লেখ করেন মোদি ৷

এক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বন্ধু সৌদি আরব । একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রিয়াধে বিভিন্ন বিষয়ে উপস্থিত থাকতে দেখা গেছে । অনেকেই মনে করেন, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ ভালো । এমন অবস্থায় সৌদি আরবের মাটিতে মোদির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

রিয়াধ, 29 অক্টোবর : সন্ত্রাসবাদের ক্ষেত্রে একই পরিস্থিতির শিকার দুই দেশ । নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়েই চিন্তিত তারা । তবে, সন্ত্রাসবাদ দমনে দ্রুত এগোচ্ছে ভারত ও সৌদি আরব । দু'দিনের সফরে গিয়ে রিয়াধ থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যই এই সফরের উদ্দেশ্য ৷ সৌদির রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে থাকছেন প্রধানমন্ত্রী ৷ সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকও সারবেন তিনি ৷

সফরে গিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ওঠে সন্ত্রাসবাদ প্রসঙ্গ । মোদি কোনও নাম না করে বলেন, "আমার মনে হয় সৌদি আরব ও ভারত, এশিয়ার এই দুই দেশই নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়ে চিন্তিত ।"

রিয়াধ থেকে মোদি আরও বলেন, "প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য আমাদের একটি কমিটি রয়েছে । কমিটির সদস্যরা প্রতিদিন পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে বৈঠক করেন । এছাড়াও ভারত ও সৌদি আরব পারস্পরিক নিরাপত্তা রক্ষা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে । " জি-20তে ভারত ও সৌদি আরব অসাম্য কমাতে একজোট কাজ করছে ৷ কাজ করছে স্থায়ী উন্নয়ন নিয়েও ৷ আগামী বছরে সৌদি জি-20 শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ৷ 2022 সালে সে দায়িত্ব ভারতের, এই প্রসঙ্গও উল্লেখ করেন মোদি ৷

এক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বন্ধু সৌদি আরব । একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রিয়াধে বিভিন্ন বিষয়ে উপস্থিত থাকতে দেখা গেছে । অনেকেই মনে করেন, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ ভালো । এমন অবস্থায় সৌদি আরবের মাটিতে মোদির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

New Delhi, Oct 28 (ANI): A delegation of European Union (EU) parliamentarians called on Vice President M Venkaiah Naidu at his residence. The delegation will visit Jammu and Kashmir on October 29. The delegation met Prime Minister Narendra Modi earlier in the day. The decision of inviting EU delegation to JandK has met with sharp criticism from Opposition leaders.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.