রিয়াধ, 29 অক্টোবর : সন্ত্রাসবাদের ক্ষেত্রে একই পরিস্থিতির শিকার দুই দেশ । নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়েই চিন্তিত তারা । তবে, সন্ত্রাসবাদ দমনে দ্রুত এগোচ্ছে ভারত ও সৌদি আরব । দু'দিনের সফরে গিয়ে রিয়াধ থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যই এই সফরের উদ্দেশ্য ৷ সৌদির রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে থাকছেন প্রধানমন্ত্রী ৷ সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকও সারবেন তিনি ৷
সফরে গিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ওঠে সন্ত্রাসবাদ প্রসঙ্গ । মোদি কোনও নাম না করে বলেন, "আমার মনে হয় সৌদি আরব ও ভারত, এশিয়ার এই দুই দেশই নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবেশী দেশ নিয়ে চিন্তিত ।"
রিয়াধ থেকে মোদি আরও বলেন, "প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য আমাদের একটি কমিটি রয়েছে । কমিটির সদস্যরা প্রতিদিন পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে বৈঠক করেন । এছাড়াও ভারত ও সৌদি আরব পারস্পরিক নিরাপত্তা রক্ষা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে । " জি-20তে ভারত ও সৌদি আরব অসাম্য কমাতে একজোট কাজ করছে ৷ কাজ করছে স্থায়ী উন্নয়ন নিয়েও ৷ আগামী বছরে সৌদি জি-20 শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ৷ 2022 সালে সে দায়িত্ব ভারতের, এই প্রসঙ্গও উল্লেখ করেন মোদি ৷
এক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বন্ধু সৌদি আরব । একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রিয়াধে বিভিন্ন বিষয়ে উপস্থিত থাকতে দেখা গেছে । অনেকেই মনে করেন, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ ভালো । এমন অবস্থায় সৌদি আরবের মাটিতে মোদির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।