শ্রীনগর , 20 অক্টোবর : গোলা বর্ষণ করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস করল ভারতীয় সেনা । সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের 4টি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত ৷ এই ঘটনায় নিহত হয়েছে প্রায় 15 জন জঙ্গি ও 5 জন পাকিস্তানি সেনা ৷ তবে এর আগে দুই বার সার্জিকাল স্ট্রাইক চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় জওয়ানরা ।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর একটি কনভয় । 70টি গাড়িতে ছিলেন প্রায় 2500 জওয়ান ৷ সেই কনভয়ে পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গি । শহিদ হয়েছিলেন 40 জওয়ান । এর জবাবেই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ু সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয় খাইবার পাখতুনখাওয়া এলাকায় জইশ-এর একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড ।
তার আগে 2016 সালে 16 সেপ্টেম্বর উরিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা ৷ সেই অভিযানেও ভারতের সেনা একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছিল ।
মোদি জমানায় বারবার পাক-অধিকৃত কাশ্মীরে পাক-হামলা হয়েছে ৷ সরাসরি পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতও ৷ সেনা সূত্রে খবর , জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর থেকে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে চলেছে পাক সেনা । বেড়েছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ । কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো হচ্ছে ৷ কিন্তু সেই প্রচেষ্টা সুদূরপ্রসারী হতে পারে না, আশ্বাস ভারতীয় সেনার ৷