ETV Bharat / international

সীমান্তের ওপারে হামলায় ফের সাফল্য সেনার

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর একটি কনভয় । সেই কনভয়ে পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গি । শহিদ হয়েছিলেন 40 জওয়ান । এর জবাবেই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ু সেনা ৷ আজ আবার পাক অধিকৃত কাশ্মীরের 4টি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত ৷ এই ঘটনায় নিহত হয়েছে প্রায় 15 জন জঙ্গি ও 5 জন পাকিস্তানি সেনা ৷

indian army
author img

By

Published : Oct 20, 2019, 5:41 PM IST

শ্রীনগর , 20 অক্টোবর : গোলা বর্ষণ করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস করল ভারতীয় সেনা । সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের 4টি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত ৷ এই ঘটনায় নিহত হয়েছে প্রায় 15 জন জঙ্গি ও 5 জন পাকিস্তানি সেনা ৷ তবে এর আগে দুই বার সার্জিকাল স্ট্রাইক চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় জওয়ানরা ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর একটি কনভয় । 70টি গাড়িতে ছিলেন প্রায় 2500 জওয়ান ৷ সেই কনভয়ে পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গি । শহিদ হয়েছিলেন 40 জওয়ান । এর জবাবেই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ু সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয় খাইবার পাখতুনখাওয়া এলাকায় জইশ-এর একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড ।

তার আগে 2016 সালে 16 সেপ্টেম্বর উরিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা ৷ সেই অভিযানেও ভারতের সেনা একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছিল ।


মোদি জমানায় বারবার পাক-অধিকৃত কাশ্মীরে পাক-হামলা হয়েছে ৷ সরাসরি পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতও ৷ সেনা সূত্রে খবর , জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর থেকে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে চলেছে পাক সেনা । বেড়েছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ । কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো হচ্ছে ৷ কিন্তু সেই প্রচেষ্টা সুদূরপ্রসারী হতে পারে না, আশ্বাস ভারতীয় সেনার ৷

শ্রীনগর , 20 অক্টোবর : গোলা বর্ষণ করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস করল ভারতীয় সেনা । সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের 4টি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত ৷ এই ঘটনায় নিহত হয়েছে প্রায় 15 জন জঙ্গি ও 5 জন পাকিস্তানি সেনা ৷ তবে এর আগে দুই বার সার্জিকাল স্ট্রাইক চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় জওয়ানরা ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর একটি কনভয় । 70টি গাড়িতে ছিলেন প্রায় 2500 জওয়ান ৷ সেই কনভয়ে পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গি । শহিদ হয়েছিলেন 40 জওয়ান । এর জবাবেই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ু সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয় খাইবার পাখতুনখাওয়া এলাকায় জইশ-এর একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড ।

তার আগে 2016 সালে 16 সেপ্টেম্বর উরিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা ৷ সেই অভিযানেও ভারতের সেনা একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছিল ।


মোদি জমানায় বারবার পাক-অধিকৃত কাশ্মীরে পাক-হামলা হয়েছে ৷ সরাসরি পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতও ৷ সেনা সূত্রে খবর , জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর থেকে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে চলেছে পাক সেনা । বেড়েছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ । কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো হচ্ছে ৷ কিন্তু সেই প্রচেষ্টা সুদূরপ্রসারী হতে পারে না, আশ্বাস ভারতীয় সেনার ৷

New Delhi/ Nagpur (Maharashtra), Oct 20 (ANI): Indian Army destroyed four terror launch pads in Pakistan Occupied Kashmir (PoK) on October 20. The terror launch pads were situated in PoK's Neelam valley. Reacting to the action taken by the Indian Army, defence experts hailed the brave soldiers in one voice. Defence expert PK Sehgal said, "Everyday Pakistan has been doing ceasefire on daily basis, yesterday also Pakistan tried ceasefire in Tangdhar, and it tried to infiltrate infiltrators by doing unprovoked firing in which two civilians and soldiers lost their lives. Today the whole world is with us, whenever Pakistan does this kind of incidents, we should take actions like Israel so that Pak think 10 times before attacking on us," said Sehgal. Another defence expert Shivali Deshpande said, "This is a very good action being taken, we should stick to the strategy, we need to be offensive."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.