ETV Bharat / international

সাধারণ বন্দীদের তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

2008 সালের চুক্তি অনুযায়ী, নিজ নিজ হেপাজতে থাকা সাধারণ বন্দীদের তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান ৷ দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিকভাবে এই তালিকা বিনিময় হয়েছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে ৷

ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান
author img

By

Published : Jan 1, 2020, 8:34 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : নিজ নিজ হেপাজতে থাকা সাধারণ বন্দীদের তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান ৷ দুই দেশের মধ্যে 2008 সালে হওয়া চুক্তি অনুযায়ী, প্রতি বছর 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত এই তালিকা বিনিময়ের কাজ চলে ৷

ভারতের দেওয়া তালিকাতে পাকিস্তানের 267 জন সাধারণ বন্দী ও 99 জন মৎস্যজীবীর নাম রয়েছে ৷ তাঁরা সকলে ভারতের হেপাজতে রয়েছেন ৷ অন্যদিকে, পাকিস্তান একটি তালিকা ভারতকে দিয়েছে, যেখানে 55 জন সাধারণ বন্দী ও 227 জন মৎস্যজীবী তাদের হেপাজতে রয়েছে বলে দেখানো হয়েছে ৷ তাদের ভারতীয় বলে মনে করা হয়েছে ৷

দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিকভাবে এই তালিকা বিনিময় হয়েছে বলে জানানো হয় বিদেশমন্ত্রকের তরফে ৷ আরও বলা হয়েছে, "মুক্তির জন্য পাকিস্তানকে 10 জন সাধারণ বন্দী ও 124 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছিল ৷ যাঁরা নিশ্চিত ভারতীয় ৷"

বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, বন্দীদের মানসিক অবস্থা দেখার জন্য একটি মেডিকাল টিম পাঠাতে চায় ভারত ৷ তাঁদের ভিসা দেওয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছে ৷ এছাড়াও, ইসলামাবাদে থাকা 82জন বন্দীর নাগরিকত্ব কোন দেশের, তা দ্রুত পাকিস্তানকে জানাতে বলা হয়েছে ৷

দিল্লি, 1 জানুয়ারি : নিজ নিজ হেপাজতে থাকা সাধারণ বন্দীদের তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান ৷ দুই দেশের মধ্যে 2008 সালে হওয়া চুক্তি অনুযায়ী, প্রতি বছর 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত এই তালিকা বিনিময়ের কাজ চলে ৷

ভারতের দেওয়া তালিকাতে পাকিস্তানের 267 জন সাধারণ বন্দী ও 99 জন মৎস্যজীবীর নাম রয়েছে ৷ তাঁরা সকলে ভারতের হেপাজতে রয়েছেন ৷ অন্যদিকে, পাকিস্তান একটি তালিকা ভারতকে দিয়েছে, যেখানে 55 জন সাধারণ বন্দী ও 227 জন মৎস্যজীবী তাদের হেপাজতে রয়েছে বলে দেখানো হয়েছে ৷ তাদের ভারতীয় বলে মনে করা হয়েছে ৷

দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিকভাবে এই তালিকা বিনিময় হয়েছে বলে জানানো হয় বিদেশমন্ত্রকের তরফে ৷ আরও বলা হয়েছে, "মুক্তির জন্য পাকিস্তানকে 10 জন সাধারণ বন্দী ও 124 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছিল ৷ যাঁরা নিশ্চিত ভারতীয় ৷"

বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, বন্দীদের মানসিক অবস্থা দেখার জন্য একটি মেডিকাল টিম পাঠাতে চায় ভারত ৷ তাঁদের ভিসা দেওয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছে ৷ এছাড়াও, ইসলামাবাদে থাকা 82জন বন্দীর নাগরিকত্ব কোন দেশের, তা দ্রুত পাকিস্তানকে জানাতে বলা হয়েছে ৷

New Delhi, Dec 30 (ANI): While speaking to ANI in the national capital on December 30, the Inspector General (IG-Intelligence) in Central Reserve Police Force (CRPF), PK Singh said, "Priyanka Gandhi Vadra is a CRPF Z+ category Advanced Security Liaison (ASL) protectee and CRPF is providing security to her. During tours, security is overall responsibility of the state." "In case there is a security violation, there is a system wherein we apprise the protectee through personal staff, so next time we can provide better security. This is a regular process," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.