ETV Bharat / international

‘‘ইমরান একজন অপরাধী’’, বিদেশি তহবিল নিয়ে খোঁচা নওয়াজ়ের - প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে নওয়াজ় একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তান নির্বাচন কমিশন কেন কোনও ব্য়বস্থা নিচ্ছে না? সাংবিধানিক দায়িত্ব পালন না করায় দেশ পাকিস্তান নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানাচ্ছে ৷’’ তিনি আরও জানান, ইমরান খান, যিনি স্বচ্ছ ভাবমূর্তি ও শান্তির কথা বলেন, তিনি একথা কখনওই বলেন না যে জবাবদিহিতা তাঁর থেকেই শুরু হওয়া উচিত ৷

imran-khan-a-criminal-nawaz-sharif-questions-election-commissions-negligence-in-pti-foreign-funding-case
‘‘ইমরান খান একজন অপরাধী’’, বিদেশি তহবিল নিয়ে খোঁচা নওয়াজ শরিফের
author img

By

Published : Jan 17, 2021, 2:19 PM IST

ইসলামাবাদ, 17 জানুয়ারি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে "অপরাধী" বলে আক্রমণ করলেন পিএমএল-এন প্রধান নওয়াজ় শরিফ ৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে ওঠা বিদেশি তহবিল মামলায়, পাকিস্তান প্রধানমন্ত্রী তাঁর এজেন্টদের সমস্ত দায় চাপিয়েছেন ৷ আর সেই কারণেই এবার ইমরান খানকে অপরাধী বলে নিশানা করলেন নওয়াজ় শরিফ ৷ একইসঙ্গে উপযুক্ত তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও ইমরান খান ও তাঁর দলের বিরুদ্ধে ব্য়বস্থা না নেওয়ায়, পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন নওয়াজ শরিফ ৷

পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে নওয়াজ় একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তান নির্বাচন কমিশন কেন কোনও ব্য়বস্থা নিচ্ছে না? সাংবিধানিক দায়িত্ব পালন না করায় দেশ পাকিস্তান নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানাচ্ছে ৷’’ তিনি আরও জানান, ইমরান খান, যিনি স্বচ্ছ ভাবমূর্তি ও শান্তির কথা বলেন, তিনি একথা কখনওই বলেন না যে জবাবদিহিতা তাঁর থেকেই শুরু হওয়া উচিত ৷ পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে তদন্তে দেরি করানোর অভিযোগও তুলেছেন নওয়াজ় শরিফ ৷ তিনি জানান, 2018 সালে পাকিস্তান নির্বাচন কমিশন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিদেশি তহবিলের তদন্তের জন্য় একটি স্ক্রুটিনি কমিটি গঠন করেছিল এবং নির্দেশ দিয়েছিল একমাসের মধ্য়ে রিপোর্ট জমা দিতে ৷ তবে, আড়াই বছর পরও কেন সেই কমিটির রিপোর্ট জমা পড়েনি? সেই প্রশ্নও তুলেছেন শরিফ ৷

আরও পড়ুন : কোয়েট্টায় পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের প্রতিবাদ : বিশ্লেষণ

অন্য়দিকে, পাকিস্তান স্টেট ব্য়াঙ্কের তরফে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মোট 23টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের তথ্য় পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে ৷ যার মধ্য়ে 15টি অ্য়াকাউন্টের তথ্য় নির্বাচন কমিশনের কাছে ইমরানের দল জমা করেনি বলে জানা গিয়েছে ৷ এ নিয়েও ইমরান খানকে নিশানা করেছেন নওয়াজ শরিফ ৷ একই সঙ্গে 19 জানুয়ারি পাকিস্তান নির্বাচন কমিশনের অফিসের বাইরে পাকিস্তান ডেমোক্র্য়াটিক মুভমেন্টের সঙ্গে জড়িত 11টি বিরোধী দল বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন নওয়াজ় ৷

আরও পড়ুন : সেনা ও ISI-কে আক্রমণ নওয়াজ় শরিফের

ইসলামাবাদ, 17 জানুয়ারি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে "অপরাধী" বলে আক্রমণ করলেন পিএমএল-এন প্রধান নওয়াজ় শরিফ ৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে ওঠা বিদেশি তহবিল মামলায়, পাকিস্তান প্রধানমন্ত্রী তাঁর এজেন্টদের সমস্ত দায় চাপিয়েছেন ৷ আর সেই কারণেই এবার ইমরান খানকে অপরাধী বলে নিশানা করলেন নওয়াজ় শরিফ ৷ একইসঙ্গে উপযুক্ত তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও ইমরান খান ও তাঁর দলের বিরুদ্ধে ব্য়বস্থা না নেওয়ায়, পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন নওয়াজ শরিফ ৷

পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে নওয়াজ় একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তান নির্বাচন কমিশন কেন কোনও ব্য়বস্থা নিচ্ছে না? সাংবিধানিক দায়িত্ব পালন না করায় দেশ পাকিস্তান নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানাচ্ছে ৷’’ তিনি আরও জানান, ইমরান খান, যিনি স্বচ্ছ ভাবমূর্তি ও শান্তির কথা বলেন, তিনি একথা কখনওই বলেন না যে জবাবদিহিতা তাঁর থেকেই শুরু হওয়া উচিত ৷ পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে তদন্তে দেরি করানোর অভিযোগও তুলেছেন নওয়াজ় শরিফ ৷ তিনি জানান, 2018 সালে পাকিস্তান নির্বাচন কমিশন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিদেশি তহবিলের তদন্তের জন্য় একটি স্ক্রুটিনি কমিটি গঠন করেছিল এবং নির্দেশ দিয়েছিল একমাসের মধ্য়ে রিপোর্ট জমা দিতে ৷ তবে, আড়াই বছর পরও কেন সেই কমিটির রিপোর্ট জমা পড়েনি? সেই প্রশ্নও তুলেছেন শরিফ ৷

আরও পড়ুন : কোয়েট্টায় পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের প্রতিবাদ : বিশ্লেষণ

অন্য়দিকে, পাকিস্তান স্টেট ব্য়াঙ্কের তরফে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মোট 23টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের তথ্য় পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে ৷ যার মধ্য়ে 15টি অ্য়াকাউন্টের তথ্য় নির্বাচন কমিশনের কাছে ইমরানের দল জমা করেনি বলে জানা গিয়েছে ৷ এ নিয়েও ইমরান খানকে নিশানা করেছেন নওয়াজ শরিফ ৷ একই সঙ্গে 19 জানুয়ারি পাকিস্তান নির্বাচন কমিশনের অফিসের বাইরে পাকিস্তান ডেমোক্র্য়াটিক মুভমেন্টের সঙ্গে জড়িত 11টি বিরোধী দল বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন নওয়াজ় ৷

আরও পড়ুন : সেনা ও ISI-কে আক্রমণ নওয়াজ় শরিফের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.