ETV Bharat / international

আজ কুলভূষণ মামলার রায় - Spy

কুলভূষণ যাদবের মুক্তির দাবিতে হেগ আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করে ভারত । আজ সেই মামলার রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)

কুলভূষণ যাদব
author img

By

Published : Jul 16, 2019, 10:01 PM IST

Updated : Jul 17, 2019, 11:31 AM IST

হেগ, 17 জুলাই : কুলভূষণ যাদবের মুক্তির দাবিতে হেগ আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করেছে ভারত । আজ সেই মামলার রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটাই নির্ভর করছে এই রায়ের উপর ।

মনে করা হচ্ছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেই যাদবকে মুক্তি দেওয়া হতে পারে । কারণ পাকিস্তানের অর্থনীতির অনেকটাই ভারতের উপর নির্ভরশীল । গুপ্তচরবৃত্তির দায়ে ধৃত কুলভূষণ যাদবকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত । তারই রায়দান হতে পারে আজ।

2016 সালের মার্চ মাসে ভারতের চর অর্থাৎ RAW-এর এজেন্ট সন্দেহে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান সরকার । তাদের বক্তব্য, তিনি ইরান থেকে না কি পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচরবৃত্তির জন্য । তবে ভারত এই অভিযোগ অস্বীকার করে । ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন ।

গ্রেপ্তারের পর 2017 সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় । এরপরই ভারতের তরফে কুলভূষণের মুক্তির দাবিতে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয় । কুলভূষণের শাস্তি মকুব ও তাঁকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের তরফে পাকিস্তানের কাছে বারবার অনুরোধ জানানো হয়েছিল ।

ভারতীয় নৌসেনার এই প্রাক্তন কর্মী চরবৃত্তি করতে পাকিস্তানে ঢুকেছিলেন এবং তিনি বালুচিস্তানে নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে পাকিস্তান সেনার দাবি । ভারত বার বার জানিয়েছে, কুলভূষণ যাদব গুপ্তচর নন । পাকিস্তানের সেনা আদালতে যখন তাঁর বিচার চলছিল, তখন ভারতীয় হাইকমিশন বার বার তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিল। কিন্তু সেই কূটনৈতিক অনুমতিও দেওয়া হয়নি । কুলভূষণ যাদব গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন বলে যে দাবি পাকিস্তান করেছে, তাও ভুয়ো বলে ভারত জানিয়েছে ।

হেগ, 17 জুলাই : কুলভূষণ যাদবের মুক্তির দাবিতে হেগ আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করেছে ভারত । আজ সেই মামলার রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটাই নির্ভর করছে এই রায়ের উপর ।

মনে করা হচ্ছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেই যাদবকে মুক্তি দেওয়া হতে পারে । কারণ পাকিস্তানের অর্থনীতির অনেকটাই ভারতের উপর নির্ভরশীল । গুপ্তচরবৃত্তির দায়ে ধৃত কুলভূষণ যাদবকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত । তারই রায়দান হতে পারে আজ।

2016 সালের মার্চ মাসে ভারতের চর অর্থাৎ RAW-এর এজেন্ট সন্দেহে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান সরকার । তাদের বক্তব্য, তিনি ইরান থেকে না কি পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচরবৃত্তির জন্য । তবে ভারত এই অভিযোগ অস্বীকার করে । ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন ।

গ্রেপ্তারের পর 2017 সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় । এরপরই ভারতের তরফে কুলভূষণের মুক্তির দাবিতে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয় । কুলভূষণের শাস্তি মকুব ও তাঁকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের তরফে পাকিস্তানের কাছে বারবার অনুরোধ জানানো হয়েছিল ।

ভারতীয় নৌসেনার এই প্রাক্তন কর্মী চরবৃত্তি করতে পাকিস্তানে ঢুকেছিলেন এবং তিনি বালুচিস্তানে নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে পাকিস্তান সেনার দাবি । ভারত বার বার জানিয়েছে, কুলভূষণ যাদব গুপ্তচর নন । পাকিস্তানের সেনা আদালতে যখন তাঁর বিচার চলছিল, তখন ভারতীয় হাইকমিশন বার বার তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিল। কিন্তু সেই কূটনৈতিক অনুমতিও দেওয়া হয়নি । কুলভূষণ যাদব গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন বলে যে দাবি পাকিস্তান করেছে, তাও ভুয়ো বলে ভারত জানিয়েছে ।

Ajmer (Rajasthan), July 16 (ANI): A French national was allegedly attacked in a hotel where he was residing today. The mishap took place in Rajasthan's Ajmer. The injured man has been admitted to Jawahar Lal Nehru Hospital for the treatment. Further investigation is underway. Ajmer SP K Rashtradeep said, "Yet to be ascertained if he was attacked. We went through CCTV footage and didn't find anyone entering or leaving hotel till 5:30 am, while he claims he was attacked around 3 to 4 AM."
Last Updated : Jul 17, 2019, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.