ETV Bharat / international

এবার ভারত থেকে আসা বিমানে না হংকংয়ের

করোনা সংক্রমণ রুখতে একই সময়পর্বে পাকিস্তান থেকে ও পাকিস্তান হয়ে আসা বিমানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে হংকং ৷ সে দেশে প্রবেশ করতে পারবে না ফিলিপিন্স থেকে আসা বিমানও ৷

hong-kong-suspends-all-flights-connecting-india
hong-kong-suspends-all-flights-connecting-india
author img

By

Published : Apr 19, 2021, 9:52 AM IST

নয়া দিল্লি, 19 এপ্রিল : ভারত থেকে আসা যাবতীয় বিমানে নিষেধাজ্ঞা জারি করল হংকং ৷ দেশে লাগাম ছাড়া করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত হংকং সরকারের ৷ আগামীকাল মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা থাকবে 3 মে পর্যন্ত ৷

একই সময়পর্বে পাকিস্তান থেকে ও পাকিস্তান হয়ে আসা বিমানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে হংকং ৷ সে দেশে প্রবেশ করতে পারবে না ফিলিপিন্স থেকে আসা বিমানও ৷ সম্প্রতি একটি বেসরকারি বিমান সংস্থার বিমানের 50 জন যাত্রীই করোনা সংক্রমিত ধরা পড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে হংকং সরকার ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞা বাংলাদেশে, বিমান সংস্থাগুলির সঙ্গে কথা দিল্লির

হংকং-এ ইতিমধ্যে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে থাকতে হবে 72 ঘণ্টা আগে করা আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট ৷ এর আগে রবিবার একটি নির্দিষ্ট বিমান সংস্থার মুম্বই-হংকং রুটের যাবতীয় বিমানের উপর 2 মে অবধি নিষেধাজ্ঞা জারি করেছিল হংকং ৷ এরপর একটি বিমানের 50 জন যাত্রী করোনা আক্রান্ত ধরা পড়ার ভারত থেকে আসা সমস্ত বিমানের উপরেই নিষেধাজ্ঞা জারি করল হংকং সরকার ৷

নয়া দিল্লি, 19 এপ্রিল : ভারত থেকে আসা যাবতীয় বিমানে নিষেধাজ্ঞা জারি করল হংকং ৷ দেশে লাগাম ছাড়া করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত হংকং সরকারের ৷ আগামীকাল মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা থাকবে 3 মে পর্যন্ত ৷

একই সময়পর্বে পাকিস্তান থেকে ও পাকিস্তান হয়ে আসা বিমানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে হংকং ৷ সে দেশে প্রবেশ করতে পারবে না ফিলিপিন্স থেকে আসা বিমানও ৷ সম্প্রতি একটি বেসরকারি বিমান সংস্থার বিমানের 50 জন যাত্রীই করোনা সংক্রমিত ধরা পড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে হংকং সরকার ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞা বাংলাদেশে, বিমান সংস্থাগুলির সঙ্গে কথা দিল্লির

হংকং-এ ইতিমধ্যে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে থাকতে হবে 72 ঘণ্টা আগে করা আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট ৷ এর আগে রবিবার একটি নির্দিষ্ট বিমান সংস্থার মুম্বই-হংকং রুটের যাবতীয় বিমানের উপর 2 মে অবধি নিষেধাজ্ঞা জারি করেছিল হংকং ৷ এরপর একটি বিমানের 50 জন যাত্রী করোনা আক্রান্ত ধরা পড়ার ভারত থেকে আসা সমস্ত বিমানের উপরেই নিষেধাজ্ঞা জারি করল হংকং সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.