ETV Bharat / international

ISI-র ব্লু আইড বয়, কে এই মাসুদ ? - terrorist

মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ । পাঠানকোট ও পুলওয়ামা হামলার নায়ক সম্পর্কে জেনে নেওয়া যাক একাধিক তথ্য ।

মাসুদ আজ়হার
author img

By

Published : May 1, 2019, 11:16 PM IST

Updated : May 1, 2019, 11:28 PM IST

ইসলামাবাদ, 1 মে : প্রায় দু'দশক ধরে রাষ্ট্রপুঞ্জে একই দাবি জানিয়ে আসছে ভারত । বেজিং-র চাপে প্রতিবারই খালি হাতে ফিরতে বাধ্য হয়েছে দিল্লি । কিন্তু, অবশেষে সাফল্য । আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল চিন । পাঠানকোট ও পুলওয়ামা হামলার নায়ক মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রসংঘ ।

ISI-র ব্লু আইড বয় । ওসামা-বিন-লাদেনের পর কুখ্যাত জঙ্গিদের তালিকায় শীর্ষে রয়েছে জইশ প্রধান মাসুদ।

কে এই মাসুদ আজ়হার ?

  • 1968 সালের 10 জুলাই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে মাসুদের জন্ম । বাবা আল্লা বক্স ছিল সরকারি স্কুলের প্রধানশিক্ষক । ক্লাস এইটের পরই স্কুল ছাড়ে মাসুদ। যোগ দেয় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে । সেখান থেকে স্নাতক হয় সে । ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই জেহাদিতে হাতেখড়ি হয়েছিল মাসুদের । হরকত-উল-আনসারি নামে একটি জঙ্গি সংগঠনের সেক্রেটারি হয় সে
  • 1994 সাল, হরকত-উল-আনসারির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ও নকল পরিচয়পত্র নিয়ে ভারতে প্রবেশের অপরাধে গ্রেপ্তার হয় মাসুদ আজ়হার । শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়
  • 1999 সালে অপহরণ করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্স 814 বিমান। বিমানে ১৬৫ জন যাত্রী ছিলেন । বিমানটি ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয় । বিমানের যাত্রীদের প্রাণের বিনিময়ে মাসুদ আজ়হার, ওমর শেখ ও আরও এক জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত সরকার
  • পাকিস্তানে ফিরে 2000 সালের 31 জানুয়ারি মাসুদ আজ়হারের হাত ধরে তৈরি হয় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ
  • 2001 সালে সংসদ ভবনে হামলা চালায় জঙ্গিরা । 6 জঙ্গি নিকেশ হলেও প্রাণ যায় 14 জন ভারতীয়র । নাম জড়ায় লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের । হামলার নেপথ্যে উঠে আসে মাসুদের নাম
  • এরপর 2016 সাল । পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা । চার জঙ্গিকেই নিকেশ করে ভারতীয় সেনা । শহিদ হন 2 জওয়ান । এই হামলার নেপথ্যেও সেই মাসুদ আজ়হার
  • চলতি বছরের 14 ফেব্রুয়ারি । সন্ত্রাসবাদের অন্যতম কালো দিন । পুলওয়ামায় CRPF -র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা । বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ । শহিদ হন 40 জন জওয়ান । ফের উঠে আসে জইশ ও মাসুদের নাম


মাসুদ আজ়হারকে শুধু ভারত নয়, আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পক্ষে সওয়াল করেছে অ্যামেরিকা সহ একাধিক দেশ । কিন্তু, শুধুমাত্র চিনের ভেটো ক্ষমতার জোরেই বিষয়টি আটকে যাচ্ছিল । অবশেষে তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রসংঘ । যা আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

এই সংক্রান্ত খবর : আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজ়হার, আপত্তি প্রত্যাহার চিনের

ইসলামাবাদ, 1 মে : প্রায় দু'দশক ধরে রাষ্ট্রপুঞ্জে একই দাবি জানিয়ে আসছে ভারত । বেজিং-র চাপে প্রতিবারই খালি হাতে ফিরতে বাধ্য হয়েছে দিল্লি । কিন্তু, অবশেষে সাফল্য । আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল চিন । পাঠানকোট ও পুলওয়ামা হামলার নায়ক মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রসংঘ ।

ISI-র ব্লু আইড বয় । ওসামা-বিন-লাদেনের পর কুখ্যাত জঙ্গিদের তালিকায় শীর্ষে রয়েছে জইশ প্রধান মাসুদ।

কে এই মাসুদ আজ়হার ?

  • 1968 সালের 10 জুলাই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে মাসুদের জন্ম । বাবা আল্লা বক্স ছিল সরকারি স্কুলের প্রধানশিক্ষক । ক্লাস এইটের পরই স্কুল ছাড়ে মাসুদ। যোগ দেয় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে । সেখান থেকে স্নাতক হয় সে । ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই জেহাদিতে হাতেখড়ি হয়েছিল মাসুদের । হরকত-উল-আনসারি নামে একটি জঙ্গি সংগঠনের সেক্রেটারি হয় সে
  • 1994 সাল, হরকত-উল-আনসারির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ও নকল পরিচয়পত্র নিয়ে ভারতে প্রবেশের অপরাধে গ্রেপ্তার হয় মাসুদ আজ়হার । শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়
  • 1999 সালে অপহরণ করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্স 814 বিমান। বিমানে ১৬৫ জন যাত্রী ছিলেন । বিমানটি ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয় । বিমানের যাত্রীদের প্রাণের বিনিময়ে মাসুদ আজ়হার, ওমর শেখ ও আরও এক জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত সরকার
  • পাকিস্তানে ফিরে 2000 সালের 31 জানুয়ারি মাসুদ আজ়হারের হাত ধরে তৈরি হয় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ
  • 2001 সালে সংসদ ভবনে হামলা চালায় জঙ্গিরা । 6 জঙ্গি নিকেশ হলেও প্রাণ যায় 14 জন ভারতীয়র । নাম জড়ায় লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের । হামলার নেপথ্যে উঠে আসে মাসুদের নাম
  • এরপর 2016 সাল । পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা । চার জঙ্গিকেই নিকেশ করে ভারতীয় সেনা । শহিদ হন 2 জওয়ান । এই হামলার নেপথ্যেও সেই মাসুদ আজ়হার
  • চলতি বছরের 14 ফেব্রুয়ারি । সন্ত্রাসবাদের অন্যতম কালো দিন । পুলওয়ামায় CRPF -র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা । বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ । শহিদ হন 40 জন জওয়ান । ফের উঠে আসে জইশ ও মাসুদের নাম


মাসুদ আজ়হারকে শুধু ভারত নয়, আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পক্ষে সওয়াল করেছে অ্যামেরিকা সহ একাধিক দেশ । কিন্তু, শুধুমাত্র চিনের ভেটো ক্ষমতার জোরেই বিষয়টি আটকে যাচ্ছিল । অবশেষে তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রসংঘ । যা আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

এই সংক্রান্ত খবর : আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজ়হার, আপত্তি প্রত্যাহার চিনের


Gadchiroli (Maharashtra), May 01 (ANI): 15 security personnel and their driver lost their lives in Maharashtra's Gadchiroli today after a powerful explosion, set off by Maoists, blew up their vehicle. An Improvised Explosive Device (IED) blast was set off on a private vehicle when a team of the C-60 Quick Response Team of the Gadchiroli police was on its way to inspect a fleet of vehicles torched by Maoists earlier in the day. A local told ANI, that it was horrible condition on the ground when he reached at the location, security personnel's body was lying on the ground and the vehicle parts were spread there for 200 meters.
Last Updated : May 1, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.