ইসলামাবাদ, 1 মে : প্রায় দু'দশক ধরে রাষ্ট্রপুঞ্জে একই দাবি জানিয়ে আসছে ভারত । বেজিং-র চাপে প্রতিবারই খালি হাতে ফিরতে বাধ্য হয়েছে দিল্লি । কিন্তু, অবশেষে সাফল্য । আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল চিন । পাঠানকোট ও পুলওয়ামা হামলার নায়ক মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রসংঘ ।
ISI-র ব্লু আইড বয় । ওসামা-বিন-লাদেনের পর কুখ্যাত জঙ্গিদের তালিকায় শীর্ষে রয়েছে জইশ প্রধান মাসুদ।
কে এই মাসুদ আজ়হার ?
- 1968 সালের 10 জুলাই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে মাসুদের জন্ম । বাবা আল্লা বক্স ছিল সরকারি স্কুলের প্রধানশিক্ষক । ক্লাস এইটের পরই স্কুল ছাড়ে মাসুদ। যোগ দেয় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে । সেখান থেকে স্নাতক হয় সে । ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই জেহাদিতে হাতেখড়ি হয়েছিল মাসুদের । হরকত-উল-আনসারি নামে একটি জঙ্গি সংগঠনের সেক্রেটারি হয় সে
- 1994 সাল, হরকত-উল-আনসারির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ও নকল পরিচয়পত্র নিয়ে ভারতে প্রবেশের অপরাধে গ্রেপ্তার হয় মাসুদ আজ়হার । শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়
- 1999 সালে অপহরণ করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্স 814 বিমান। বিমানে ১৬৫ জন যাত্রী ছিলেন । বিমানটি ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয় । বিমানের যাত্রীদের প্রাণের বিনিময়ে মাসুদ আজ়হার, ওমর শেখ ও আরও এক জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত সরকার
- পাকিস্তানে ফিরে 2000 সালের 31 জানুয়ারি মাসুদ আজ়হারের হাত ধরে তৈরি হয় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ
- 2001 সালে সংসদ ভবনে হামলা চালায় জঙ্গিরা । 6 জঙ্গি নিকেশ হলেও প্রাণ যায় 14 জন ভারতীয়র । নাম জড়ায় লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের । হামলার নেপথ্যে উঠে আসে মাসুদের নাম
- এরপর 2016 সাল । পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা । চার জঙ্গিকেই নিকেশ করে ভারতীয় সেনা । শহিদ হন 2 জওয়ান । এই হামলার নেপথ্যেও সেই মাসুদ আজ়হার
- চলতি বছরের 14 ফেব্রুয়ারি । সন্ত্রাসবাদের অন্যতম কালো দিন । পুলওয়ামায় CRPF -র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা । বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ । শহিদ হন 40 জন জওয়ান । ফের উঠে আসে জইশ ও মাসুদের নাম
মাসুদ আজ়হারকে শুধু ভারত নয়, আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পক্ষে সওয়াল করেছে অ্যামেরিকা সহ একাধিক দেশ । কিন্তু, শুধুমাত্র চিনের ভেটো ক্ষমতার জোরেই বিষয়টি আটকে যাচ্ছিল । অবশেষে তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রসংঘ । যা আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।
এই সংক্রান্ত খবর : আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজ়হার, আপত্তি প্রত্যাহার চিনের