ETV Bharat / international

Former Afghan Minister : প্রাক্তন আফগান মন্ত্রী এখন জার্মানিতে পিৎজা বিক্রেতা

জার্মানির রাস্তায় সাইকেল চালিয়ে পিৎজা বিক্রি করছেন আফগানিস্তানের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাত ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই ভাইরাল হয়েছে ৷ জার্মানির এক সংবাদপত্রের টুইটারে সেই ছবি শেয়ার করা হয়েছে ৷

former-afghanistan-minister-reportedly-spotted-riding-bicycle-while-delivering-pizza-in-germany
জার্মানিতে পিৎজা ডেলিভারির কাজ করছে আফগানিস্তানের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী
author img

By

Published : Aug 25, 2021, 7:41 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট : 15 অগস্ট কাবুল দখলের পরেই পাকাপাকিভাবে আফগানিস্তান (Afghanistan) প্রশাসনের দখল নেয় তালিবান ৷ আর তার পর থেকেই তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগান নাগরিকরা ৷ এই অস্থির পরিস্থিতিতে কোথাও দেখা মেলেনি আফগানিস্তানের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাত (Syed Ahmed Shah Saadat)-র ৷ এবার তাঁকে দেখা গেল জার্মানির রাস্তায় পিৎজা বিক্রি করতে ৷ হ্যাঁ! একেবারেই তাই ৷ জার্মানির রাস্তায় সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পিৎজা পৌঁছে দিচ্ছেন তিনি ৷

জার্মানির একটি মিডিয়া আউটলেট তাদের টুইটারে প্রাক্তন তথ্য ও প্রযুক্ত মন্ত্রীর টুইটারে পোস্ট করা একটি ছবি শেয়ার করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, সৈয়দ আহমেদ শাহ সাদাত সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারি করছেন ৷ যে ছবি একন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ৷ জার্মান মিডিয়ার তরফে বলা হয়েছে, শাদাত বর্তমানে জার্মানির লেফেরান্ডো নেটওর্য়াকের হয়ে কাজ করছেন এবং জার্মানির লাইপজা শহরে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পিৎজা পৌঁছে দেওয়ার কাজ করছেন ৷

সৈয়দ আহমেদ শাহ সাদাত 2020 সাল পর্যন্ত আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর পদে ছিলেন ৷ 2018 সালে তিনি ওই দায়িত্ব পেয়েছিলেন ৷ কিন্তু, আফগান রাষ্ট্রপতি আশরাফ গনির সরকারে তিনি প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে পারেননি ৷ 2020 সালে তাঁকে পদত্যাগ করার জন্য রাজি করানো হয় ৷ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরেই সৈয়দ আহমেদ শাহ সাদাত আফগানিস্তান ছেড়ে জার্মানিতে চলে যান ৷ সেখানেই তিনি পাকাপাকিভাবে থাকতে শুরু করেন ৷

আরও পড়ুন : Taliban in Afghanistan: সরকার পরিচালনায় ধর্মীয় পণ্ডিতরা, কর্মরত মেয়েরা আপাতত বাড়িতে; ঘোষণা তালিবানের

প্রসঙ্গত, 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের প্রধান টেকনিক্যাল অ্যাডভাইসর হিসেবে নিযুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাহ সাদাত ৷ তিনি 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত লন্ডনের আরিয়ানা টেলিকমের সিইও পদে কর্মরত ছিলেন ৷

হায়দরাবাদ, 25 অগস্ট : 15 অগস্ট কাবুল দখলের পরেই পাকাপাকিভাবে আফগানিস্তান (Afghanistan) প্রশাসনের দখল নেয় তালিবান ৷ আর তার পর থেকেই তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগান নাগরিকরা ৷ এই অস্থির পরিস্থিতিতে কোথাও দেখা মেলেনি আফগানিস্তানের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাত (Syed Ahmed Shah Saadat)-র ৷ এবার তাঁকে দেখা গেল জার্মানির রাস্তায় পিৎজা বিক্রি করতে ৷ হ্যাঁ! একেবারেই তাই ৷ জার্মানির রাস্তায় সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পিৎজা পৌঁছে দিচ্ছেন তিনি ৷

জার্মানির একটি মিডিয়া আউটলেট তাদের টুইটারে প্রাক্তন তথ্য ও প্রযুক্ত মন্ত্রীর টুইটারে পোস্ট করা একটি ছবি শেয়ার করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, সৈয়দ আহমেদ শাহ সাদাত সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারি করছেন ৷ যে ছবি একন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ৷ জার্মান মিডিয়ার তরফে বলা হয়েছে, শাদাত বর্তমানে জার্মানির লেফেরান্ডো নেটওর্য়াকের হয়ে কাজ করছেন এবং জার্মানির লাইপজা শহরে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পিৎজা পৌঁছে দেওয়ার কাজ করছেন ৷

সৈয়দ আহমেদ শাহ সাদাত 2020 সাল পর্যন্ত আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর পদে ছিলেন ৷ 2018 সালে তিনি ওই দায়িত্ব পেয়েছিলেন ৷ কিন্তু, আফগান রাষ্ট্রপতি আশরাফ গনির সরকারে তিনি প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে পারেননি ৷ 2020 সালে তাঁকে পদত্যাগ করার জন্য রাজি করানো হয় ৷ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরেই সৈয়দ আহমেদ শাহ সাদাত আফগানিস্তান ছেড়ে জার্মানিতে চলে যান ৷ সেখানেই তিনি পাকাপাকিভাবে থাকতে শুরু করেন ৷

আরও পড়ুন : Taliban in Afghanistan: সরকার পরিচালনায় ধর্মীয় পণ্ডিতরা, কর্মরত মেয়েরা আপাতত বাড়িতে; ঘোষণা তালিবানের

প্রসঙ্গত, 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের প্রধান টেকনিক্যাল অ্যাডভাইসর হিসেবে নিযুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাহ সাদাত ৷ তিনি 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত লন্ডনের আরিয়ানা টেলিকমের সিইও পদে কর্মরত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.