ETV Bharat / international

BRI ফোরাম সম্মেলন, চিনের আমন্ত্রণে না ভারতের - Gilgit-Balistan region

BRI ফোরাম সম্মেলনের জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল চিন। তা প্রত্যাখ্যান ভারতের

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 8, 2019, 10:31 AM IST

দিল্লি, 8 এপ্রিল : ফের 'বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ' (BRI) ফোরাম সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল ভারত। কূটনেতিক সূত্রে এই খবর পাওয়া গেছে।

এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য চিন 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প চালু করে। সেই কর্মসূচির অধীনে চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (CPEC) নিয়ে প্রথম থেকেই আপত্তি তোলে ভারত। কারণ সেই পথের একটি অংশ বিতর্কিত গিলগিট-বালতিস্তানের উপর দিয়ে যাবে। ভারতের দাবি, এর ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। সেজন্য 2017 সালে বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরাম-র প্রথম সম্মেলনও বয়কট করেছিল ভারত।

গত বছর উইহানে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ইনফরমাল সামিটে মুখোমুখি হয়েছিলেন। তখন দু'দেশের মধ্যে টানাপোড়েন কিছুটা হলেও কমেছিল। তার ফলে ভারত চলতি 'বেল্ট অ্যান্ড রোড ফোরাম' সম্মেলনে অংশগ্রহণ করবে বলে আশাবাদী ছিল চিন।

কিন্তু, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ফের পরিস্থিতি আমূল বদলে যায়। পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার জন্য উদ্যোগী হয় ভারত। ব্রিটেন, অ্যামেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রসংঘে সেই প্রস্তাব পেশ করে। চিনের আপত্তিতে সেই প্রক্রিয়া ভেস্তে যায়। তার জেরে দু'দেশের সম্পর্কের গ্রাফ ফের নিম্নমুখী হয়। তারই ফলস্বরূপ চিনের তরফে বিদেশমন্ত্রকের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হলেও তা প্রত্যাখ্যান করে ভারত। পাশাপাশি, CPEC নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করা হয়। আপাতত যা ইঙ্গিত তাতে সম্মেলনে কোনওভাবেই অংশগ্রহণ করবে না ভারত।

দিল্লি, 8 এপ্রিল : ফের 'বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ' (BRI) ফোরাম সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল ভারত। কূটনেতিক সূত্রে এই খবর পাওয়া গেছে।

এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য চিন 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প চালু করে। সেই কর্মসূচির অধীনে চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (CPEC) নিয়ে প্রথম থেকেই আপত্তি তোলে ভারত। কারণ সেই পথের একটি অংশ বিতর্কিত গিলগিট-বালতিস্তানের উপর দিয়ে যাবে। ভারতের দাবি, এর ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। সেজন্য 2017 সালে বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরাম-র প্রথম সম্মেলনও বয়কট করেছিল ভারত।

গত বছর উইহানে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ইনফরমাল সামিটে মুখোমুখি হয়েছিলেন। তখন দু'দেশের মধ্যে টানাপোড়েন কিছুটা হলেও কমেছিল। তার ফলে ভারত চলতি 'বেল্ট অ্যান্ড রোড ফোরাম' সম্মেলনে অংশগ্রহণ করবে বলে আশাবাদী ছিল চিন।

কিন্তু, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ফের পরিস্থিতি আমূল বদলে যায়। পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার জন্য উদ্যোগী হয় ভারত। ব্রিটেন, অ্যামেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রসংঘে সেই প্রস্তাব পেশ করে। চিনের আপত্তিতে সেই প্রক্রিয়া ভেস্তে যায়। তার জেরে দু'দেশের সম্পর্কের গ্রাফ ফের নিম্নমুখী হয়। তারই ফলস্বরূপ চিনের তরফে বিদেশমন্ত্রকের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হলেও তা প্রত্যাখ্যান করে ভারত। পাশাপাশি, CPEC নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করা হয়। আপাতত যা ইঙ্গিত তাতে সম্মেলনে কোনওভাবেই অংশগ্রহণ করবে না ভারত।

Bengaluru, Apr 08 (ANI): A special prayer offered by the transgender community to goddess Kateramma Devi in Bengaluru on Sunday. It is believed that goddess Kateramma Devi belongs to water and earth and it also believes that Sunday is the special day to offer prayer to the goddess Kateramma Devi.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.