ঢাকা, 17 মে : এবার বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মিলল । ওই শিবিরে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ।
এই বিষয়ে বাংলাদেশের রিফিউজি কমিশনার মেহবুব আলম তালুকদার জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে থাকা এক ব্যক্তি এবং কক্সবাজারের এক বাসিন্দার নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে । অন্যদিকে, এক সংবাদসংস্থাকে রাষ্ট্রসংঘের রিফিউজি এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে এরপর যাতে আর সংক্রমণ ছড়াতে না পারে তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । এর পাশাপাশি কোরোনা রোগীদের চিহ্নিত করতে একটি দলও তৈরি করা হয়েছে ।
বাংলাদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার 863 । মৃত্যু হয়েছে 283 জনের ।