ETV Bharat / international

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত 31

author img

By

Published : Sep 11, 2019, 8:13 AM IST

Updated : Sep 11, 2019, 8:34 AM IST

ইরাকে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 31 জনের ৷ আহতের সংখ্যা শতাধিক ৷

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত 31

কারবালা (ইরাক), 11 সেপ্টেম্বর : প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 31 জনের ৷ মঙ্গলবার আসুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রক ।

ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ মঙ্গলবার মহরম উপলক্ষ্যে আসুরা দিবস পালন করার সময় ভিড়ের চাপেই এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহতের সংখ্যা 100-রও বেশি ৷

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক শহর কারবালা । প্রতিবছরের মতোই মহরমে আসুরার দিনে কয়েক লাখ তীর্থযাত্রী তাজিয়া মিছিলের জন্য এসেছিলেন কারবালায় । লাখ লাখ মানুষ কারবালায় ইমাম হুসেইনের মাজারের দিকে দৌড়ে যাওয়ার সময়ই প্রবেশদ্বারের কাছে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ৷

680 খ্রিষ্টাব্দে আসুরার দিনেই মহরমে হজরত মহম্মদের নাতি হুসেইনের মৃত্যুর স্মরণে কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত । তরোয়াল দিয়ে নবীন ভক্তরা নিজের কপাল চিরে রক্তাক্ত হন । এমনই দৃশ্য কারবালার মতোই দেখা যায় ইরাকের অন্যত্রও ৷ অতীতেও তীর্থযাত্রী পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ৷

কারবালা (ইরাক), 11 সেপ্টেম্বর : প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 31 জনের ৷ মঙ্গলবার আসুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রক ।

ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ মঙ্গলবার মহরম উপলক্ষ্যে আসুরা দিবস পালন করার সময় ভিড়ের চাপেই এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহতের সংখ্যা 100-রও বেশি ৷

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক শহর কারবালা । প্রতিবছরের মতোই মহরমে আসুরার দিনে কয়েক লাখ তীর্থযাত্রী তাজিয়া মিছিলের জন্য এসেছিলেন কারবালায় । লাখ লাখ মানুষ কারবালায় ইমাম হুসেইনের মাজারের দিকে দৌড়ে যাওয়ার সময়ই প্রবেশদ্বারের কাছে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ৷

680 খ্রিষ্টাব্দে আসুরার দিনেই মহরমে হজরত মহম্মদের নাতি হুসেইনের মৃত্যুর স্মরণে কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত । তরোয়াল দিয়ে নবীন ভক্তরা নিজের কপাল চিরে রক্তাক্ত হন । এমনই দৃশ্য কারবালার মতোই দেখা যায় ইরাকের অন্যত্রও ৷ অতীতেও তীর্থযাত্রী পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ৷

Mumbai, Sep 11 (ANI): Former Maharashtra Minister and senior Congress leader Kripashankar Singh, who resigned from the party ahead of Assembly polls in the state, has said that it was the tough decision and he will reveal the reasons behind the bold step later. "I took the decision to resign with a heavy heart. I will reveal the details later as to why I resigned. I will take an appropriate decision at an appropriate time. I did what I could do for the party," he told ANI on September 10.


Last Updated : Sep 11, 2019, 8:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.