ETV Bharat / international

হাসপাতালের গেটের সামনে আত্মঘাতী বিস্ফোরণ যুবতির, পাকিস্তানে মৃত 9

খাইবার পাখতুনখোয়ায় হাসপাতালে সাত থেকে আট কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে এক যুবতি, জানিয়েছে পুলিশ

author img

By

Published : Jul 22, 2019, 11:28 AM IST

প্রতীকী ছবি

ইসলামাবাদ, 22 জুলাই : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া জঙ্গি হামলায় ন’জন নিহত হয়েছেন । তার মধ্যে ছ'জন পুলিশকর্মী রয়েছেন ৷ আহত কমপক্ষে 40 জন ।

খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে একটি চেক পোস্টে প্রথম হামলা চালায় জঙ্গিরা । তারপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটে জেলা হাসপাতালের মূল গেটের সামনে ৷ হাসপাতালে সাত থেকে আট কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে এক যুবতি, জানিয়েছে পুলিশ ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলায় গভীর শোকপ্রকাশ করেছেন ৷

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান সালিম রিয়াজ় জানিয়েছেন, দু’টি মোটরবাইকে করে চার জন জঙ্গি একটি চেক পোস্টে হামলা চালায় । ঘটনাস্থলেই দুই পুলিশকর্মী নিহত হন । এরপর হাসপাতালে এক যুবতি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান রিয়াজ় ৷ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP) । হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে, কারণ হামলায় জখম অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন চিকিৎসকরা ৷

পুলিশ প্রধান বলেন, '' দুই পুলিশকর্মীর দেহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্স ঘিরে ভিড় ছিল । সেই সময় বোরখা পরিহিত বছর আঠাশের এক যুবতি বিস্ফোরণ ঘটায় । ওই বিস্ফোরণে হাসপাতাল চত্বরে চার পুলিশকর্মী-সহ সাত জন নিহত হয়েছেন ৷ যুবতির জুতো এবং চুলের অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷'' হাসপাতালে মহিলাদের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার রেওয়াজ খানিকটা ঢিলেঢালা, এই সুযোগকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা, এমনই মনে করছে পুলিশ ৷

ইসলামাবাদ, 22 জুলাই : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া জঙ্গি হামলায় ন’জন নিহত হয়েছেন । তার মধ্যে ছ'জন পুলিশকর্মী রয়েছেন ৷ আহত কমপক্ষে 40 জন ।

খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে একটি চেক পোস্টে প্রথম হামলা চালায় জঙ্গিরা । তারপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটে জেলা হাসপাতালের মূল গেটের সামনে ৷ হাসপাতালে সাত থেকে আট কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে এক যুবতি, জানিয়েছে পুলিশ ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলায় গভীর শোকপ্রকাশ করেছেন ৷

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান সালিম রিয়াজ় জানিয়েছেন, দু’টি মোটরবাইকে করে চার জন জঙ্গি একটি চেক পোস্টে হামলা চালায় । ঘটনাস্থলেই দুই পুলিশকর্মী নিহত হন । এরপর হাসপাতালে এক যুবতি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান রিয়াজ় ৷ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP) । হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে, কারণ হামলায় জখম অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন চিকিৎসকরা ৷

পুলিশ প্রধান বলেন, '' দুই পুলিশকর্মীর দেহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্স ঘিরে ভিড় ছিল । সেই সময় বোরখা পরিহিত বছর আঠাশের এক যুবতি বিস্ফোরণ ঘটায় । ওই বিস্ফোরণে হাসপাতাল চত্বরে চার পুলিশকর্মী-সহ সাত জন নিহত হয়েছেন ৷ যুবতির জুতো এবং চুলের অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷'' হাসপাতালে মহিলাদের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার রেওয়াজ খানিকটা ঢিলেঢালা, এই সুযোগকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা, এমনই মনে করছে পুলিশ ৷

Washington DC (US), July 22 (ANI): A group of Baloch activists disrupted Pakistan PM Imran Khan's speech during a community event in US's Washington DC. Baloch activists raised their slogans against Imran Khan. Khan was addressing a massive gathering of Pakistani-Americans. Balochs have been raising their voice against alleged atrocities and human rights violations in Balochistan by Pakistani security forces.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.