ওয়াশিংটন, 20 অগস্ট : তালিবানি সন্ত্রাসের আবহে আফগানিস্তানের নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক ৷ কর্তৃপক্ষের তরফে সেদেশের নাগরিকদের ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড লিস্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল ৷ অর্থাৎ, আফগানিস্তানে সেদেশের নাগরিকদের ফেসবুকে কারা রয়েছেন সেই তালিকা আপাতত আর দেখা যাবে না ৷ ফেসবুকের সুরক্ষানীতি বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার এ কথা জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে আফগানিস্তানের নাগরিকদের জন্য একটি ‘নন-ক্লিক’ টুল তৈরি করেছে ফেসবুক ৷ যে অপশনে ক্লিক করলে আফগান নাগরিকরা তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন ৷
গ্লেইচার তাঁর টুইটারে এনিয়ে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমরা সাময়িকভাবে আফগানিস্তানের নাগরিকদের নিরাপত্তার কারণে এবং তাঁরা যাতে কোনওভাবে টার্গেট না হন, তার জন্য ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডস লিস্টের ভিউ এবং সার্চ অপশন সরিয়ে দিয়েছি ৷’’ পাশাপাশি আফগানিস্তানের নন, এমন সকল ফেসবুক ব্যবহারকারীদের কাছেও তিনি আবেদন করেছেন, যদি কোনও আফগান তাঁদের ফ্রেন্ড লিস্টে থাকেন ৷ তাহলে তাঁরা যেন, নিজেদের ভিজিবিলিটি সেটিংসের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করেন ৷
আরও পড়ুন : Afghanistan : কাজ যেতে বাধা দিচ্ছে তালিবান, অভিযোগ মহিলা সাংবাদিকের
গত 15 অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে তালিবান জঙ্গিরা কাবুলে প্রবেশ করে ৷ যার ফলস্বরূপ সেখানকার সরকারের পতন হয় ৷ এর আগে ফেসবুকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, তালিবানের সঙ্গে যুক্ত সকল ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ থেকে করা পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ আইনের আওতায় কোনও পোস্ট নজরে এলেই সোশ্যাল মিডিয়া জায়েন্টের তরফে কড়া ব্য়বস্থা নেওয়ার কথা বলা হয়েছিল ৷
আরও পড়ুন : Afghanistan : আফগানরা যেন দেশ না ছাড়েন, ইমাম এবং ধর্মপ্রচারকদের সক্রিয় হতে নির্দেশ তালিবানের
ফেসবুকের তরফে তাদের মুখপাত্র জানিয়েছেন, ‘‘মার্কিন আইনে তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ সেই মতো আমাদের ক্ষতিকর সংগঠন নীতির আওতায় আমরা তাদের সবরকম পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করছি ৷ এর অর্থ, আমরা সেই সব অ্যাকাউন্ট সরিয়ে দেব যা তালিবান দ্বারা বা তাদের হয়ে প্রচার, সমর্থন এবং প্রতিনিধিত্ব করছে ৷’’