ETV Bharat / international

ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা এস জয়শংকরের

author img

By

Published : Jan 27, 2021, 8:37 PM IST

ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বিদেশমন্ত্রী এস জয়শংকরের৷ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা দু’জনের৷ ফোনালাপ ইতিবাচক বলে টুইটে জানালেন জয়শংকর৷

External Affairs Minister Jaishankar holds telephonic talks with British counterpart
ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা এস জয়শঙ্করের

দিল্লি, 27 জানুয়ারি: বুধবার ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ সূত্রের খবর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই ডমিনিক রাবের সঙ্গে কথা হয়েছে তাঁর৷

গত ডিসেম্বরেই ভারতে আসেন ব্রিটিশ বিদেশমন্ত্রী৷ সেই সময়েই ভারত-ব্রিটেন সম্পর্ক নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা হয় তাঁর৷ স্থির হয়, আগামী 10 বছরে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা হবে৷ পাশাপাশি, ইন্দো-প্য়াসিফিক অঞ্চলে কীভাবে কৌশলগত সুবিধাজনক অবস্থানে থাকা যায়, তা নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্য়ে৷

আরও পড়ুন: ভ্য়াকসিনের জন্য় মোদিকে "নমস্কার", ভারতকে "ধন্য়বাদ" ব্রাজ়িলের প্রেসিডেন্টের

ফোনালাপের পর জয়শংকর তাঁর টুইট বার্তায় লেখেন, ‘‘ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে৷ তিনি সাধারণতন্ত্র দিবসের জন্য অভিনন্দন জানিয়েছিলেন৷ তারজন্য় তাঁকে ধন্য়বাদ জানিয়েছি৷ গত ডিসেম্বর যে আলোচনা হয়েছিল, তাও এগিয়েছে৷ আগামী দিনেও আমাদের আলোচনা চলবে৷’’

দিল্লি, 27 জানুয়ারি: বুধবার ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ সূত্রের খবর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই ডমিনিক রাবের সঙ্গে কথা হয়েছে তাঁর৷

গত ডিসেম্বরেই ভারতে আসেন ব্রিটিশ বিদেশমন্ত্রী৷ সেই সময়েই ভারত-ব্রিটেন সম্পর্ক নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা হয় তাঁর৷ স্থির হয়, আগামী 10 বছরে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা হবে৷ পাশাপাশি, ইন্দো-প্য়াসিফিক অঞ্চলে কীভাবে কৌশলগত সুবিধাজনক অবস্থানে থাকা যায়, তা নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্য়ে৷

আরও পড়ুন: ভ্য়াকসিনের জন্য় মোদিকে "নমস্কার", ভারতকে "ধন্য়বাদ" ব্রাজ়িলের প্রেসিডেন্টের

ফোনালাপের পর জয়শংকর তাঁর টুইট বার্তায় লেখেন, ‘‘ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে৷ তিনি সাধারণতন্ত্র দিবসের জন্য অভিনন্দন জানিয়েছিলেন৷ তারজন্য় তাঁকে ধন্য়বাদ জানিয়েছি৷ গত ডিসেম্বর যে আলোচনা হয়েছিল, তাও এগিয়েছে৷ আগামী দিনেও আমাদের আলোচনা চলবে৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.