ETV Bharat / international

চিনে বাতিল বহু উড়ান, নিম্নমুখী ব্যবসার গতিও - India

কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকলে চিনের অভ্যন্তরীণ অর্থনীতিতে পড়তে পারে প্রভাব ৷ যা বিশ্ব অর্থনীতিতেও আঘাত হানবে বলে মনে করছেন অনেকে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 9, 2020, 11:40 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : শুধু চিনের স্বাস্থ্যে নয়, বিশ্ব অর্থনীতিতেও কোরোনা ভাইরাসের প্রভাব হতে পারে ভয়ংকর ৷ এখনও পর্যন্ত চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 811 জন ৷ বর্তমানে আক্রান্তের সংখ্যা 36 হাজার 690 ৷ যে হারে চিনে এই ভাইরাসের প্রভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ৷

2003-র পর থেকে বিশ্ব ব্যবসায় চিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আইফোন থেকে শুরু করে তেল, কপার সবই বিশ্বব্যাপী সরবরাহ করে চিন ৷ এছাড়া দেশের বহু ধনী উপভোক্তা ব্যয়বহুল পণ্য, ভ্রমণ ও গাড়ি ব্যবসাতে খরচ করে থাকেন ৷ 2003 সালে বিশ্ব GDP-তে চিনের অর্থনীতির হার ছিল চার শতাংশ ৷ যা বর্তমানে 16 শতাংশে পৌঁছেছে ৷

2003 সালে বিশ্বজুড়ে সেভায়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (SARS) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 774 জনের ৷ আক্রান্তের সংখ্যা ছিল 8,098 ৷ কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা তাকেও ছাপিয়ে গেল ৷ ইউহান-সহ বেশ কয়েকটি শহরকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু, তারপরও ছড়িয়ে চলেছে এই ভাইরাস ৷ অর্থনীতিবিদ নিল শিয়ারিং জানান, বিশ্বায়নের ফলে বিশ্বব্যাপী সংস্থাগুলি বিভিন্ন দেশে বণ্টন শৃঙ্খলা তৈরি করেছে, যা বিশ্ব অর্থনীতিকে আরও মজবুত করেছে ৷ বর্তমানে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব অর্থনীতি ও বিশ্ব বাজারে ভয়ংকর প্রভাব ফেলার ক্ষমতা রাখে ৷ কিন্তু, এই ভাইরাস কতটা ছড়াচ্ছে তার উপরই এর প্রভাবের পরিমাণ নির্ভর করছে ৷

গত কয়েক বছরে বিভিন্ন দেশ বহু পণ্যর জন্য চিনের উপর নির্ভরশীল ৷ কিন্তু, কোরোনা ভাইরাসের ফলে শুধু চিনের স্বাস্থ্য নয় ভেঙে পড়তে শুরু করেছে অর্থনীতিও ৷ একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে বহু শহর ৷ বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক উড়ান পরিষেবা ৷ যা প্রভাব ফেলতে শুরু করেছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ৷

গতমাসেই অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করেছেন৷ অ্যামেরিকার অর্থনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে চিন ৷ অন্যদিকে, ভারত, বাংলাদেশ, চিন, মায়ানমারের মধ্যে একটি বাণিজ্য শৃঙ্খলা চলছে গত কয়েক বছর ধরে ৷ এই দেশগুলিতে বিভিন্ন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে কাজ করাও হচ্ছে ৷ কিন্তু, ভাইরাসের প্রভাব বাড়তে থাকলে একটি চিন্তার বিষয় হয়ে উঠবে ৷ ব্যবসার কাজে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশ গিয়ে থাকে ৷ এসব যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের পরিকাঠামো ও ভবিষ্যতের পরিকল্পনাগুলিতেও প্রভাব পড়বে ৷

ইতিমধ্যে, চিনের বিমান পরিষেবাকেও কমিয়ে দেওয়া হয়েছে ৷ যার প্রভাব পড়তে শুরু করেছে ভ্রমণ সংস্থাগুলির উপর ৷ এভাবে চলতে থাকলে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে প্রভাব পড়বে ৷ বাড়তে থাকবে আমদানি-রপ্তানি শুল্ক ৷ পণ্য সরবরাহের পরিমাণও কমত থাকবে ৷ অ্যামেরিকা, ভারত, নেপাল, বাংলাদেশ, মায়ানমারে বিনিয়োগও চিনের ব্যবসা কমে যেতে পারে ৷ যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে ৷

কলকাতা, 9 ফেব্রুয়ারি : শুধু চিনের স্বাস্থ্যে নয়, বিশ্ব অর্থনীতিতেও কোরোনা ভাইরাসের প্রভাব হতে পারে ভয়ংকর ৷ এখনও পর্যন্ত চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 811 জন ৷ বর্তমানে আক্রান্তের সংখ্যা 36 হাজার 690 ৷ যে হারে চিনে এই ভাইরাসের প্রভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ৷

2003-র পর থেকে বিশ্ব ব্যবসায় চিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আইফোন থেকে শুরু করে তেল, কপার সবই বিশ্বব্যাপী সরবরাহ করে চিন ৷ এছাড়া দেশের বহু ধনী উপভোক্তা ব্যয়বহুল পণ্য, ভ্রমণ ও গাড়ি ব্যবসাতে খরচ করে থাকেন ৷ 2003 সালে বিশ্ব GDP-তে চিনের অর্থনীতির হার ছিল চার শতাংশ ৷ যা বর্তমানে 16 শতাংশে পৌঁছেছে ৷

2003 সালে বিশ্বজুড়ে সেভায়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (SARS) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 774 জনের ৷ আক্রান্তের সংখ্যা ছিল 8,098 ৷ কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা তাকেও ছাপিয়ে গেল ৷ ইউহান-সহ বেশ কয়েকটি শহরকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু, তারপরও ছড়িয়ে চলেছে এই ভাইরাস ৷ অর্থনীতিবিদ নিল শিয়ারিং জানান, বিশ্বায়নের ফলে বিশ্বব্যাপী সংস্থাগুলি বিভিন্ন দেশে বণ্টন শৃঙ্খলা তৈরি করেছে, যা বিশ্ব অর্থনীতিকে আরও মজবুত করেছে ৷ বর্তমানে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব অর্থনীতি ও বিশ্ব বাজারে ভয়ংকর প্রভাব ফেলার ক্ষমতা রাখে ৷ কিন্তু, এই ভাইরাস কতটা ছড়াচ্ছে তার উপরই এর প্রভাবের পরিমাণ নির্ভর করছে ৷

গত কয়েক বছরে বিভিন্ন দেশ বহু পণ্যর জন্য চিনের উপর নির্ভরশীল ৷ কিন্তু, কোরোনা ভাইরাসের ফলে শুধু চিনের স্বাস্থ্য নয় ভেঙে পড়তে শুরু করেছে অর্থনীতিও ৷ একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে বহু শহর ৷ বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক উড়ান পরিষেবা ৷ যা প্রভাব ফেলতে শুরু করেছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ৷

গতমাসেই অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করেছেন৷ অ্যামেরিকার অর্থনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে চিন ৷ অন্যদিকে, ভারত, বাংলাদেশ, চিন, মায়ানমারের মধ্যে একটি বাণিজ্য শৃঙ্খলা চলছে গত কয়েক বছর ধরে ৷ এই দেশগুলিতে বিভিন্ন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে কাজ করাও হচ্ছে ৷ কিন্তু, ভাইরাসের প্রভাব বাড়তে থাকলে একটি চিন্তার বিষয় হয়ে উঠবে ৷ ব্যবসার কাজে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশ গিয়ে থাকে ৷ এসব যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের পরিকাঠামো ও ভবিষ্যতের পরিকল্পনাগুলিতেও প্রভাব পড়বে ৷

ইতিমধ্যে, চিনের বিমান পরিষেবাকেও কমিয়ে দেওয়া হয়েছে ৷ যার প্রভাব পড়তে শুরু করেছে ভ্রমণ সংস্থাগুলির উপর ৷ এভাবে চলতে থাকলে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে প্রভাব পড়বে ৷ বাড়তে থাকবে আমদানি-রপ্তানি শুল্ক ৷ পণ্য সরবরাহের পরিমাণও কমত থাকবে ৷ অ্যামেরিকা, ভারত, নেপাল, বাংলাদেশ, মায়ানমারে বিনিয়োগও চিনের ব্যবসা কমে যেতে পারে ৷ যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে ৷

Rameswaram (Tamil Nadu), Feb 09 (ANI): Thaipusam festival was celebrated in Tamil Nadu's Rameswaram on February 09. It was celebrated on the occasion of Maghi Purnima at Lakshmana Theertham in Rameswaram. Devotees chanted 'mantras' to offer special prayers to almighty on this auspicious occasion. Thousands of devotees gathered around the pond for worshiping Swami Ambala. Maghi Purnima is celebrated on the full moon day in the month of 'Magha' as per Hindu calendar. The day usually falls in the month of January or February. People take a holy bath in rivers on this day and offer prayers. The day is considered auspicious by Hindus.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.