বেজিং, 18 ফেব্রুয়ারি : চিনে ফের বাড়ল কোরোনা ভাইরাসে (COVID-19) মৃতের সংখ্যা । মৃত্যু হয়েছে আরও 98 জনের । সব মিলিয়ে এখনও পর্যন্ত চিনে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1868 । এছাড়াও, কোরোনায় আক্রান্তের 1886 টি নতুন রিপোর্ট জমা পড়েছে ।
সম্প্রতি চিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে COVID-19 সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে । সেই তথ্য অনুযায়ী, 45 হাজারের কাছাকাছি মানুষ কোরোনায় সংক্রমিত । তবে, তাদের মধ্যে 80 শতাংশের অবস্থা গুরুতর নয় । একইসঙ্গে এই মাসের শুরুতে COVID-19-এ আক্রান্তের সংখ্যা কমে গেছে । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের 72 হাজার 436 টি কেস জমা পড়েছে । যদিও সম্প্রতি আক্রান্তের যে খবরগুলি পাওয়া গেছে তার উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্তদের মধ্যে 2 শতাংশের মৃত্যু হয়েছে । সেই দিক থেকে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম (SARS) বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম(MERS)-এর মতো কোরোনা ভাইরাসের থেকে COVID-19 কম প্রাণনাশক ।
WHO-র ডিরেক্টর জেনেরাল একটি সাংবাদিক বৈঠকে জানান, চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সোমবার একটি রিপোর্ট দিয়েছে । এই রিপোর্টের ফলে WHO-র কাছে কোরোনা ভাইরাসের ছবিটা পরিষ্কার হয়েছে ।
কোথায় এই COVID-19 রোগের শুরু হয়েছে, কীভাবে এই রোগ ছড়াচ্ছে এবং এই রোগের ফলে বর্তমান পরিস্থিতি কী, চিনের পাঠানো রিপোর্টের মাধ্যমে এই সব কিছু জানা গেছে বলে উল্লেখ করেন WHO-র ডিরেক্টর জেনেরাল ।
WHO-র প্রধান বলেন, "কোরোনায় আক্রান্তের সংখ্যা কমছে । কিন্তু এই বিষয়টিকে খুব সতর্কতার সঙ্গে সামাল দিতে হবে । কারণ নতুন করে অনেকে আক্রান্তও হচ্ছে । তাই যে কোনও মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে । ফলে এখনই কিছু চূড়ান্ত করে বলা সম্ভব নয় । সব দিক থেকেই বিষয়টি পর্যবেক্ষণে রাখা হচ্ছে । "