ETV Bharat / international

মৃত্যুদণ্ড পারভেজ় মুশারফের - Death penalty to Pervez Musharraf

পারভেজ় মুশারফকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল হল ।

ছবি
ছবি
author img

By

Published : Dec 17, 2019, 12:57 PM IST

Updated : Dec 17, 2019, 2:21 PM IST

ইসলামাবাদ ,17 ডিসেম্বর : পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল হল । আজ পাকিস্তানের এক বিশেষ আদালত এই রায় দেয়।

1999-2008 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ় মুশারফ। সেইসময় 2007 সালে সংবিধানকে কার্যত নিষ্ক্রিয় করে জরুরি অবস্থা জারি করেন তিনি । এই ঘটনার জেরেই দেশদ্রোহিতার দায়ে আজ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়।

  • A special court hands death penalty to former Pakistani military dictator Pervez Musharraf in high treason case: Pakistan Media (file pic) pic.twitter.com/8V3j7uAyZI

    — ANI (@ANI) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

76 বছরের মুশারফ এখন পাকিস্তানে থাকেন না। 2016 সালের মার্চ থেকে তিনি দুবাইয়ে থাকছেন । মার্চের আগে চিকিৎসা করানোর জন্য পাকিস্তান ছেড়েছিলেন। তারপর থেকেই স্বাস্থ্য ও নিরাপত্তার কারণ দেখিয়ে আর পাকিস্তানে ফেরেননি মুশারফ।

মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। কিন্তু 2013 সাল পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত ছিল । এরপর ৫ ডিসেম্বর পারভেজ় মুশারফকে বয়ান দেওয়ার নির্দেশ দেয় বিশেষ আদালত।

দুবাইতে থাকাকালীনই মুশারফ বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন । তাঁর দাবি ছিল, তাঁর অনুপস্থিতিতে যেন কোনও বিচারপ্রক্রিয়া না হয়। তিনি সুস্থ হয়ে আদালতে হাজিরা না দেওয়া পর্যন্ত সামনে না আসা পর্যন্ত রায়দান যেন স্থগিত থাকে ।

ইসলামাবাদ ,17 ডিসেম্বর : পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল হল । আজ পাকিস্তানের এক বিশেষ আদালত এই রায় দেয়।

1999-2008 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ় মুশারফ। সেইসময় 2007 সালে সংবিধানকে কার্যত নিষ্ক্রিয় করে জরুরি অবস্থা জারি করেন তিনি । এই ঘটনার জেরেই দেশদ্রোহিতার দায়ে আজ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়।

  • A special court hands death penalty to former Pakistani military dictator Pervez Musharraf in high treason case: Pakistan Media (file pic) pic.twitter.com/8V3j7uAyZI

    — ANI (@ANI) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

76 বছরের মুশারফ এখন পাকিস্তানে থাকেন না। 2016 সালের মার্চ থেকে তিনি দুবাইয়ে থাকছেন । মার্চের আগে চিকিৎসা করানোর জন্য পাকিস্তান ছেড়েছিলেন। তারপর থেকেই স্বাস্থ্য ও নিরাপত্তার কারণ দেখিয়ে আর পাকিস্তানে ফেরেননি মুশারফ।

মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। কিন্তু 2013 সাল পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত ছিল । এরপর ৫ ডিসেম্বর পারভেজ় মুশারফকে বয়ান দেওয়ার নির্দেশ দেয় বিশেষ আদালত।

দুবাইতে থাকাকালীনই মুশারফ বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন । তাঁর দাবি ছিল, তাঁর অনুপস্থিতিতে যেন কোনও বিচারপ্রক্রিয়া না হয়। তিনি সুস্থ হয়ে আদালতে হাজিরা না দেওয়া পর্যন্ত সামনে না আসা পর্যন্ত রায়দান যেন স্থগিত থাকে ।

New Delhi, Dec 16 (ANI): Jamia Millia Islamia University's Vice Chancellor, Najma Akhtar briefed mediapersons about the violent clash between students and Delhi Police, calling it "unfortunate". She also appealed to everyone not to believe in any kind of rumours regarding it. In the media briefing, she said, "There has been a lot of property damage in the University. How will all this be compensated? There has been an emotional loss as well. Yesterday's incident was unfortunate. I also appeal to everyone to not believe in any kind of rumours. Our University condemns any kind of such rumour."
Last Updated : Dec 17, 2019, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.