ETV Bharat / international

2013 সালে বাদুড়ে ভরা খনি থেকে কোরোনার মতো ভাইরাস যায় উহানের পরীক্ষাগারে - sars cov 2

2013 সালে একটি বাদুড়ে ভরা খনি থেকে পরীক্ষার জন্য ভাইরাস পাঠানো হয়েছিল উহানের পরীক্ষাগারে ৷ সেই ভাইরাসের সঙ্গে অনেকটাই মিল আছে কোরোনা ভাইরাসের ৷ এমন তথ্যই দিচ্ছে এক বিশেষজ্ঞের রিপোর্ট ৷

Covid-Like Virus From Bat-Infested Mine Sent To Wuhan Lab In 2013: Report
উহানের ব্যাট ইনফেসটেট ভাইরাসের মতোই কোরোনা ভাইরাস
author img

By

Published : Jul 7, 2020, 5:07 AM IST

উহান, 6 জুলাই : বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ এর সংক্রমণ হচ্ছে কোরোনা ভাইরাসে থেকে যা অনেকটা SARS - এর মতো ৷ কোরোনায় আক্রান্ত হয়ে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এরই মধ্যে উঠে এসেছে কিছু উত্তর না পাওয়া প্রশ্ন ৷ কারণ , একটি তদন্তের রিপোর্ট থেকে জানা গেছে, আজ থেকে সাত বছর আগে চিনের উহানের ভাইরোলজি ইনস্টিটিউটে বিজ্ঞানীরা একপ্রকার ভাইরাসের স্যাম্পেল পাঠিয়েছিলেন ৷ যা অনেকটাই মিলে যায় COVID-19 ভাইরাসের সঙ্গে ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, 2013 সালে দক্ষিণ পশ্চিম চিনের একটি তামার খনিতে বাদুড়ের মল পরিষ্কার করতে গিয়ে 6 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয় ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করে ব্যাট-ইনফেসটেড ভাইরাসের ফ্রোজ়েন স্যাম্পেল পাঠানো হয় উহান ল্যাবরেটরিতে ৷ পরে জানা যায়, ওই 6 জন আক্রান্তের মধ্যে 3 জন মারা যায় ৷ তাদের চিকিৎসা করেন জরুরি পরিষেবায় কর্মরত এক ডাক্তার ৷ সেখান থেকে তৈরি একটি রিপোর্ট অনুযায়ী, হতেও পারে কোরোনা ভাইরাসের উৎপত্তি বাদুড়ের থেকে ৷ উহান প্রদেশের ওই একই খনিতে গবেষণা করেন উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির কোরোনা ভাইরাস বিশেষজ্ঞ শি জ়েংলি ৷

একটি গবেষণাপত্রে শি COVID-19 ভাইরাস নিয়ে বিস্তারিত লেখেন ৷ তিনি সেখানে লেখেন, 2013 সালে উহানে যে RaTG13 নামের ভাইরাস পাওয়া যায় তার 96.02 শতাংশই কোরোনা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে ৷ একটি পরিত্যক্ত খনিতে পাওয়া ওই RaTG13 ভাইরাস হতেও পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ এবিষয়ে উহান ল্যাব কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলেও পাওয়া যায়নি কোনও জবাব ৷

মে মাসে , উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডিরেক্টর বলেন, ল্যাবরেটরিতে নেই কোনও RaTG13 ভাইরাসের স্যাম্পেল ৷ তাই ল্যাব থেকে এই স্যাম্পেল বের হওয়ার কোনও উপায়ই নেই ৷ এই বিশ্বব্যাপী প্যানডেমিকের কারণ উহান ল্যাবের ভাইরাস তার কোনও প্রমাণ নেই ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি গোপন সূত্রে খবর পেয়েছেন উহানের ল্যাব থেকেই না কি ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ৷

উহান, 6 জুলাই : বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ এর সংক্রমণ হচ্ছে কোরোনা ভাইরাসে থেকে যা অনেকটা SARS - এর মতো ৷ কোরোনায় আক্রান্ত হয়ে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এরই মধ্যে উঠে এসেছে কিছু উত্তর না পাওয়া প্রশ্ন ৷ কারণ , একটি তদন্তের রিপোর্ট থেকে জানা গেছে, আজ থেকে সাত বছর আগে চিনের উহানের ভাইরোলজি ইনস্টিটিউটে বিজ্ঞানীরা একপ্রকার ভাইরাসের স্যাম্পেল পাঠিয়েছিলেন ৷ যা অনেকটাই মিলে যায় COVID-19 ভাইরাসের সঙ্গে ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, 2013 সালে দক্ষিণ পশ্চিম চিনের একটি তামার খনিতে বাদুড়ের মল পরিষ্কার করতে গিয়ে 6 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয় ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করে ব্যাট-ইনফেসটেড ভাইরাসের ফ্রোজ়েন স্যাম্পেল পাঠানো হয় উহান ল্যাবরেটরিতে ৷ পরে জানা যায়, ওই 6 জন আক্রান্তের মধ্যে 3 জন মারা যায় ৷ তাদের চিকিৎসা করেন জরুরি পরিষেবায় কর্মরত এক ডাক্তার ৷ সেখান থেকে তৈরি একটি রিপোর্ট অনুযায়ী, হতেও পারে কোরোনা ভাইরাসের উৎপত্তি বাদুড়ের থেকে ৷ উহান প্রদেশের ওই একই খনিতে গবেষণা করেন উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির কোরোনা ভাইরাস বিশেষজ্ঞ শি জ়েংলি ৷

একটি গবেষণাপত্রে শি COVID-19 ভাইরাস নিয়ে বিস্তারিত লেখেন ৷ তিনি সেখানে লেখেন, 2013 সালে উহানে যে RaTG13 নামের ভাইরাস পাওয়া যায় তার 96.02 শতাংশই কোরোনা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে ৷ একটি পরিত্যক্ত খনিতে পাওয়া ওই RaTG13 ভাইরাস হতেও পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ এবিষয়ে উহান ল্যাব কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলেও পাওয়া যায়নি কোনও জবাব ৷

মে মাসে , উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডিরেক্টর বলেন, ল্যাবরেটরিতে নেই কোনও RaTG13 ভাইরাসের স্যাম্পেল ৷ তাই ল্যাব থেকে এই স্যাম্পেল বের হওয়ার কোনও উপায়ই নেই ৷ এই বিশ্বব্যাপী প্যানডেমিকের কারণ উহান ল্যাবের ভাইরাস তার কোনও প্রমাণ নেই ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি গোপন সূত্রে খবর পেয়েছেন উহানের ল্যাব থেকেই না কি ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.