সাংহাই, 1 ফেব্রুয়ারি : বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৷ চিনে কোরোনা ভাইরাসে মৃতের তালিকায় যোগ হল আরও 46 জনের নাম ৷ মোট সংখ্যা দাঁড়াল 259 ৷ নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1347 জন ৷ হুবেই প্রদেশের বাসিন্দা ছিলেন এই 46 জন ৷
কোরোনা আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ৷ ব্রিটেনে 2 জন আক্রান্তের খোঁজ মিলেছে ৷ স্পেনেও খোঁজ মিলেছে কোরোনা আক্রান্তের ৷ ইতিমধ্যেই চিন থেকে আগত সমস্ত যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অ্যামেরিকা ৷ ডেলটা, ইউনাইটেড ও অ্যামেরিকান এয়ারলাইন তাদের চিনগামী সমস্ত বিমান বন্ধ রেখেছে ৷ ইউহান থেকে উদ্ধার করে আনা অ্যামেরিকানদের আপাতত আলাদা করে রাখা হয়েছে ৷
WHO-র তরফ থেকে অ্যামেরিকাতেও কোরোনা আক্রান্তের ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ চিনের বাইরে 21টি দেশে প্রায় 100-র বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ৷ রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে মোট 12 হাজার মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ WHO তরফ থেকে ‘‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’’ জারি করা হয়েছে ৷
বিগত 14 দিনের মধ্যে ইউহান থেকে আগত যাত্রীদের বিশেষ স্ক্রিনিং ও 14 দিন সরকারি নজরদারিতে থাকতে হবে ৷ আপাতত 193 জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ৷
সমগ্র চিনজুড়েই কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং প্রতিবেশী বিভিন্ন দেশ অর্থ্যাৎ জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশেও কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে থাইল্যান্ড, তাইওয়ান, জার্মানি, ফ্রান্সে আক্রান্ত ব্যক্তিরা চিন থেকে আগত নন ৷ কোনওভাবে চিনের সংস্পর্শে না থাকা সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷