ETV Bharat / international

চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 259 - হংকং

চিনে কোরোনা ভাইরাসে মৃতের তালিকায় যোগ হল আরও 46 জনের নাম ৷ মোট সংখ্যা দাঁড়াল 259৷ নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1347 জন ৷ হুবেই প্রদেশের বাসিন্দা ছিলেন এই 46 জন ৷

corona virus
কোরোনা আতঙ্ক
author img

By

Published : Feb 1, 2020, 8:29 AM IST

সাংহাই, 1 ফেব্রুয়ারি : বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৷ চিনে কোরোনা ভাইরাসে মৃতের তালিকায় যোগ হল আরও 46 জনের নাম ৷ মোট সংখ্যা দাঁড়াল 259 ৷ নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1347 জন ৷ হুবেই প্রদেশের বাসিন্দা ছিলেন এই 46 জন ৷

কোরোনা আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ৷ ব্রিটেনে 2 জন আক্রান্তের খোঁজ মিলেছে ৷ স্পেনেও খোঁজ মিলেছে কোরোনা আক্রান্তের ৷ ইতিমধ্যেই চিন থেকে আগত সমস্ত যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অ্যামেরিকা ৷ ডেলটা, ইউনাইটেড ও অ্যামেরিকান এয়ারলাইন তাদের চিনগামী সমস্ত বিমান বন্ধ রেখেছে ৷ ইউহান থেকে উদ্ধার করে আনা অ্যামেরিকানদের আপাতত আলাদা করে রাখা হয়েছে ৷

WHO-র তরফ থেকে অ্যামেরিকাতেও কোরোনা আক্রান্তের ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ চিনের বাইরে 21টি দেশে প্রায় 100-র বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ৷ রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে মোট 12 হাজার মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ WHO তরফ থেকে ‘‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’’ জারি করা হয়েছে ৷
বিগত 14 দিনের মধ্যে ইউহান থেকে আগত যাত্রীদের বিশেষ স্ক্রিনিং ও 14 দিন সরকারি নজরদারিতে থাকতে হবে ৷ আপাতত 193 জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ৷

সমগ্র চিনজুড়েই কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং প্রতিবেশী বিভিন্ন দেশ অর্থ্যাৎ জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশেও কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে থাইল্যান্ড, তাইওয়ান, জার্মানি, ফ্রান্সে আক্রান্ত ব্যক্তিরা চিন থেকে আগত নন ৷ কোনওভাবে চিনের সংস্পর্শে না থাকা সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷

সাংহাই, 1 ফেব্রুয়ারি : বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৷ চিনে কোরোনা ভাইরাসে মৃতের তালিকায় যোগ হল আরও 46 জনের নাম ৷ মোট সংখ্যা দাঁড়াল 259 ৷ নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1347 জন ৷ হুবেই প্রদেশের বাসিন্দা ছিলেন এই 46 জন ৷

কোরোনা আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ৷ ব্রিটেনে 2 জন আক্রান্তের খোঁজ মিলেছে ৷ স্পেনেও খোঁজ মিলেছে কোরোনা আক্রান্তের ৷ ইতিমধ্যেই চিন থেকে আগত সমস্ত যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অ্যামেরিকা ৷ ডেলটা, ইউনাইটেড ও অ্যামেরিকান এয়ারলাইন তাদের চিনগামী সমস্ত বিমান বন্ধ রেখেছে ৷ ইউহান থেকে উদ্ধার করে আনা অ্যামেরিকানদের আপাতত আলাদা করে রাখা হয়েছে ৷

WHO-র তরফ থেকে অ্যামেরিকাতেও কোরোনা আক্রান্তের ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ চিনের বাইরে 21টি দেশে প্রায় 100-র বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ৷ রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে মোট 12 হাজার মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ WHO তরফ থেকে ‘‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’’ জারি করা হয়েছে ৷
বিগত 14 দিনের মধ্যে ইউহান থেকে আগত যাত্রীদের বিশেষ স্ক্রিনিং ও 14 দিন সরকারি নজরদারিতে থাকতে হবে ৷ আপাতত 193 জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ৷

সমগ্র চিনজুড়েই কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং প্রতিবেশী বিভিন্ন দেশ অর্থ্যাৎ জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশেও কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে থাইল্যান্ড, তাইওয়ান, জার্মানি, ফ্রান্সে আক্রান্ত ব্যক্তিরা চিন থেকে আগত নন ৷ কোনওভাবে চিনের সংস্পর্শে না থাকা সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷

New Delhi, Feb 1 (ANI): As part of the government's proactive measures to rescue Indian citizens from China's Wuhan and keep them at an isolated place for a fixed period as a precaution, Indo-Tibetan Border Police (ITBP) has created a residential facility in the national capital. The facility which has been readied swiftly by the ITBP is situated in Chhawla Camp area. The families being rescued from China will be taken to this facility from the Airport and they will be hosted by ITBP. They will be monitored by a qualified team of doctors, to watch for any signs of infection. The fully-functional residential facility boasts of a squeaky clean dining hall, a large number of rooms and different floors each with Wi-Fi facility. China has imposed a lockdown in Wuhan following the outbreak of the virus. Coronavirus has claimed the lives of as many as 213 people in China alone, while cases have been reported in several countries across the world.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.