ETV Bharat / international

নাম বদলে হল ‘COVID 19’, কোরোনার গ্রাসে চিনে মৃত 1113

author img

By

Published : Feb 12, 2020, 12:04 PM IST

আজ সকাল অবধি মোট 98 জন মারা গেছে হুবেইতে, চিনে মৃতের সংখ্যা পৌছেছে 1113-তে ৷ চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, মোট 44,653জন চিনের বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ নতুন করে 2,015টি কোরোনায় নিশ্চিত আক্রান্তের খোঁজ মিলেছে কাল ৷

COVID 19
COVID 19

বেজিং, 12 ফেব্রুয়ারি: কোরোনা ভাইরাসে সবথেকে বেশি প্রভাবিত হুবেই, রোজই সেখানে বাড়ছে মৃতের সংখ্যা ৷ আজ সকাল অবধি মোট 98 জন মারা গেছে হুবেইতে, চিনে মৃতের সংখ্যা পৌছাল 1113-তে ৷ হুবেই হেলথ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে , নতুন 1638 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে কাল ৷

চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পেশ করা রিপোর্টে বলা হয়েছে মোট 44,653জন চিনের বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ নতুন করে 2,015টি কোরোনায় নিশ্চিত আক্রান্তের খোঁজ মিলেছে কাল ৷

জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আয়োজিত একটি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কোরোনা ভাইরাসের নাম দেওয়া হল ‘COVID 19’ ৷ CO শব্দটি এসেছে Corona থেকে, VI শব্দটি Virus ও D শব্দটি Disease কে নির্দেশ করে ৷ তারা এই নতুন নামকরণের পিছনে কারণও উল্লেখ করেছেন ৷ সংস্থার তরফ থেকে জানানো হয় নতুন এই ভাইরাসের নাম এমন যা কোনও অঞ্চল, কোনও প্রাণী বা কোনও ব্যক্তিকে নির্দেশ করে না ৷ নামটি এমন হওয়া প্রয়োজন ছিল, যা সহজে উচ্চারণও করা যায় এবং রোগের সঙ্গে নামের মিল থাকে ৷

WHO প্রধান টেড্রোস অ্যাডানম গ্রেবিয়াসিস বলেন, ‘‘কোরোনায় আক্রান্তের মোট সংখ্যার 99 শতাংশই চিনের বাসিন্দা ৷ এটি ‘এমার্জেন্সি’তে পরিণত হয়েছে ৷ বাকি বিশ্বের কাছেও এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷’’ তিনি বিশ্বের প্রতিটি দেশের কাছে আবেদন করেন যাতে দেশগুলি এই ভাইরাস সংক্রান্ত গবেষণায় প্রাপ্ত যেকোনও তথ্য WHO-এর সঙ্গে ভাগ করেন ৷ এতে প্রতিষেধক আবিষ্কারে সাহায্য হয় ৷

গতকাল 871 জন কোরোনা আক্রান্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং মোট 8204 জন ব্যক্তি সংকটজনক অবস্থায় ভরতি ৷ 16,067 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ৷ তবে 4,740 জন ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷

চিন ছাড়া বিশ্বের বাকি অংশেও ধীরে ধীরে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ হংকংয়ে মোট 49টি কোরোনা আক্রান্তের ঘটনা দাখিল করা করা হয়েছে যার মধ্যে 1জনের মৃত্যুও হয়েছে ৷ ম্যাকাওতে 10টি ও তাইওয়ানে 18টি কেস দাখিল হয়েছে ৷ বহু দেশ চিন থেকে আগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং বহু আন্তর্জাতিক বিমান সংস্থা চিনের যাবতীয় উড়ান অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে ৷

কোরোনায় আক্রান্তের সংখ্যায় চিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ৷ জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতশুনোবু কাতো জানান, জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজে আরও 39 জন ব্যক্তিকে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে পরীক্ষার মাধ্যমে ৷ এই নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌছাল 174-এ ৷

তিনি বলেন আক্রান্তদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ অবস্থায় ICU বা ভেন্টিলেটরে ভর্তি রয়েছেন ৷

বেজিং, 12 ফেব্রুয়ারি: কোরোনা ভাইরাসে সবথেকে বেশি প্রভাবিত হুবেই, রোজই সেখানে বাড়ছে মৃতের সংখ্যা ৷ আজ সকাল অবধি মোট 98 জন মারা গেছে হুবেইতে, চিনে মৃতের সংখ্যা পৌছাল 1113-তে ৷ হুবেই হেলথ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে , নতুন 1638 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে কাল ৷

চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পেশ করা রিপোর্টে বলা হয়েছে মোট 44,653জন চিনের বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ নতুন করে 2,015টি কোরোনায় নিশ্চিত আক্রান্তের খোঁজ মিলেছে কাল ৷

জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আয়োজিত একটি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কোরোনা ভাইরাসের নাম দেওয়া হল ‘COVID 19’ ৷ CO শব্দটি এসেছে Corona থেকে, VI শব্দটি Virus ও D শব্দটি Disease কে নির্দেশ করে ৷ তারা এই নতুন নামকরণের পিছনে কারণও উল্লেখ করেছেন ৷ সংস্থার তরফ থেকে জানানো হয় নতুন এই ভাইরাসের নাম এমন যা কোনও অঞ্চল, কোনও প্রাণী বা কোনও ব্যক্তিকে নির্দেশ করে না ৷ নামটি এমন হওয়া প্রয়োজন ছিল, যা সহজে উচ্চারণও করা যায় এবং রোগের সঙ্গে নামের মিল থাকে ৷

WHO প্রধান টেড্রোস অ্যাডানম গ্রেবিয়াসিস বলেন, ‘‘কোরোনায় আক্রান্তের মোট সংখ্যার 99 শতাংশই চিনের বাসিন্দা ৷ এটি ‘এমার্জেন্সি’তে পরিণত হয়েছে ৷ বাকি বিশ্বের কাছেও এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷’’ তিনি বিশ্বের প্রতিটি দেশের কাছে আবেদন করেন যাতে দেশগুলি এই ভাইরাস সংক্রান্ত গবেষণায় প্রাপ্ত যেকোনও তথ্য WHO-এর সঙ্গে ভাগ করেন ৷ এতে প্রতিষেধক আবিষ্কারে সাহায্য হয় ৷

গতকাল 871 জন কোরোনা আক্রান্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং মোট 8204 জন ব্যক্তি সংকটজনক অবস্থায় ভরতি ৷ 16,067 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ৷ তবে 4,740 জন ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷

চিন ছাড়া বিশ্বের বাকি অংশেও ধীরে ধীরে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ হংকংয়ে মোট 49টি কোরোনা আক্রান্তের ঘটনা দাখিল করা করা হয়েছে যার মধ্যে 1জনের মৃত্যুও হয়েছে ৷ ম্যাকাওতে 10টি ও তাইওয়ানে 18টি কেস দাখিল হয়েছে ৷ বহু দেশ চিন থেকে আগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং বহু আন্তর্জাতিক বিমান সংস্থা চিনের যাবতীয় উড়ান অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে ৷

কোরোনায় আক্রান্তের সংখ্যায় চিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ৷ জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতশুনোবু কাতো জানান, জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজে আরও 39 জন ব্যক্তিকে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে পরীক্ষার মাধ্যমে ৷ এই নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌছাল 174-এ ৷

তিনি বলেন আক্রান্তদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ অবস্থায় ICU বা ভেন্টিলেটরে ভর্তি রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.